সম্প্রতি আয়োজন করা হয়েছিল ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড (Star Jalsha Poribar Award) অনুষ্ঠানের। প্রতিবছর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মধ্যে দিয়ে ষ্টার জলসার বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনেও একইভাবে পুরস্কার তুলে দেওয়া হয়েছে বিভিন্ন ষ্টার জলসা পরিবারের সদস্যদের হাতে (Star Jalsha Parivaar Awards 2022 Winners)। অবশ্য এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে করা সেরা পুরস্কার পেয়েছে। তবে তাঁর আগেই সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়ে গিয়েছে বেশ কিছু তথ্য।
তারাওকারা নিজেদের পুরস্কার পাওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছেন। আর সেখান থেকেই খোঁজ মিলেছে এবছরের ষ্টার জলসার প্রিয় জুটির। জানা যাচ্ছে, ষ্টার জলসার প্রিয় জুটি হিসাবে পুরস্কৃত হয়েছে ‘মোহদীপ’ অর্থ মোহর (Mohor) সিরিয়ালের মোহর ও শঙ্খ স্যারের (Shankha Sir Mohor) জুটি। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশিতে উচ্ছসিত হয়ে পড়েছেন মোহদীপ ফ্যানেরা।
এদিকে সেরা খলনায়ক নির্বাচিত হয়েছেন ‘গাঁটছড়া’ (Gatchora) সিরিয়ালের রাহুল অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। নিজের ১২ বছরের অভিনয় কেরিয়ারে এটাই অভিনেতার প্রথম অ্যাওয়ার্ড। এরপর টেলিভিশনের প্রিয় মা হিসাবে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। প্রিয় ছেলে ও প্রিয় মেয়ে হিসাবে পুরস্কার পেয়েছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালের ঋদ্ধিমান অভিনেতা গৌরব চট্টোপাধ্যয় ও খড়ি অভিনেত্রী সোলাঙ্কি রায়।
এখনও এই অনুষ্ঠান টিভির পর্দায় সম্প্রসারিত হয়নি। তবে শীঘ্রই সেটা দেখা যাবে ষ্টার জলসার পর্দায়। চলুন তার আগেই জেনে নেওয়া যাক এবছরের ষ্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এর পুরস্কার বিজয়ীদের নামগুলি।
প্রিয় জুটি – মোহর সিরিয়ালের শঙ্খ মোহর
প্রিয় মা – ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র
প্রিয় ছেলে – মোহর সিরিয়ালের শঙ্খ ও গাঁটছড়া সিরিয়ালের ঋদ্ধিমান
প্রিয় মেয়ে – গাঁটছড়া সিরিয়ালের খড়ি
সেরা বউ – মন ফাগুন সিরিয়ালের পিহু অভিনেত্রী সৃজলা গুহ
সেরা খলনায়ক – গাঁটছড়া সিরিয়ালের রাহুল অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়
সেরা খল নায়িকা – খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের নিপা দে ও ধূলোকণা সিরিয়ালের চড়ুই অভিনেত্রী স্বেতা মিশ্র
প্রিয় নতুন সদস্য – গুড্ডি সিরিয়ালের অনুজ