সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) পর্দায় দর্শকদের পছন্দের তালিকায় থাকা অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হয়ে উঠেছে ‘পঞ্চমী’ (Panchami)। টিভির পর্দায় নতুন এই সিরিয়ালের (New Serial) বয়স বেশিদিন না হলেও সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে একেবারে আলাদা নাগ-নাগিনীর অলৌকিক এই কাহিনী শুরু থেকেই দর্শকমহলে তৈরী করেছে ব্যাপক উন্মাদনা।
নতুন এই সিরিয়ালে আরও একবার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। আর তাঁর বিপরীতে নায়ক কিঞ্জলের (Kinjol) চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত কে (Rajdeep Gupta)।
প্রসঙ্গত এই সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তাঁরা সকলেই জানেন সিরিয়ালের নায়িকা পঞ্চমী একজন ইচ্ছাধারী নাগিন। যদিও প্রথমদিকে সে নিজের আসল পরিচয় সম্বন্ধে জানত না। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই এক পূর্ণিমার রাতে পরিষ্কার হয়ে যায় সবটা। পঞ্চমী জানতে পারে নিজের আসল পরিচয়।
এরইমধ্যে কিছুদিন আগেই ধারাবাহিকে কালনাগিনী (Kalnagini) রূপে এন্ট্রি হয়েছে পঞ্চমীর সবচেয়ে বড় শত্রুর।ধারাবাহিকে এই কালনাগিনীর চরিত্রে অভিনয় করছেন জি বাংলার উমা খ্যাত শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)। ইতিমধ্যেই দেখা গিয়েছে কিঞ্জলের সাথে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছেছে কালনাগিনী।