• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেই দুই বোনের এক বর নিয়ে টানাটানি! শুরু হওয়ার আগেই কটাক্ষের মুখে ‘সন্ধ্যাতারা’

Published on:

Star Jalsha New Serial Sandhyatara trolled by netizens after promo released

সাধারণত সিরিয়াল মানেই হয়ে থাকে বাস্তব জীবনের আয়না। তাই বাস্তবে ঘটে চলা ঘটনাই টিভির পর্দায় ফুটিয়ে তোলেন সিরিয়ালের চরিত্ররা। কিন্তু ভুললে চলবে না দিনের শেষে যে কোনো সিরিয়াল মানেই ব্যবসা। তাই টিআরপি তালিকায় এগিয়ে থাকতে মাঝে মধ্যেই আজগুবি সব ঘটনা দেখানো হয়ে থাকে ধারাবাহিক গুলিতে। সাংসারিক কুটকাচালী কিংবা পরকীয়া তো আছেই সেই সাথে দেখা যায় সিরিয়ালের নায়িকা দুই বোনের একজন নায়ককে নিয়েই টানাটানি।

যা নিয়ে রীতিমতো ট্রোলিং হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে প্রায় এই একই ধরনেরই কনসেপ্ট নিয়ে তৈরি নতুন সিরিয়াল (New Serial) ‘সন্ধ্যাতারা’ (Sandhya Tara)। এই সিরিয়ালের প্রমোতে দেখা গিয়েছে, সন্ধ্যা এবং তারা দুই বোনকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,সন্ধ্যাতারা,Sandhyatara,অণ্বেষা হাজরা,Annwesha Hazra,অমৃতা দেবনাথ,Amrita Debnath,ইচ্ছে পুতুল,Icche Putul,ইচ্ছে নদী,Icche Nodi,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

যার মধ্যে সন্ধ্যা গ্রামের সিধাসাধা মেয়ে। চাষবাস করেই দিন কাটে তাঁর। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। অন্যদিকে তার বোন তারা কলকাতা শহরের কলেজে পড়াশোনা করে। সে বেশ আধুনিক। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অমৃতা দেবনাথ (Amrita Debnath)।

কিন্তু তাদের দুজনেরই পছন্দের নায়ক একজন। তাই প্রোমো দেখে দর্শকরা বলছেন এই সিরিয়ালেও দুই বোন একজন নায়কে নিয়ে টানাটানি করবে এক্ষেত্রে তারা উদাহরণ দিচ্ছেন স্টার জলসার পুরনো সিরিয়াল ইচ্ছেনদী এবং বর্তমানে জি বাংলায় সম্প্রচারিত নতুন সিরিয়াল ইচ্ছে পুতুলের।  প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে মেঘময়ূরী আর সৌরনীল এর নতুন গল্প।

তবে এই নতুন সিরিয়াল শুরুর আগেও দর্শক বলেছিলেন এই সিরিয়াল টি স্টার জলসার ইচ্ছে নদী থেকে হুবহু কপি করা হবে. কিন্তু ধারাবাহিক শুরুর পর দেখা যায় এই সিরিয়ালের গল্প একেবারেই আলাদা। আর এবার একইভাবে নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’র  প্রোমো দেখেও ট্রোল করছেন দর্শকরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,নতুন সিরিয়াল,New Serial,সন্ধ্যাতারা,Sandhyatara,অণ্বেষা হাজরা,Annwesha Hazra,অমৃতা দেবনাথ,Amrita Debnath,ইচ্ছে পুতুল,Icche Putul,ইচ্ছে নদী,Icche Nodi,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই সদ্য প্রকাশ্যে আসা এই সিরিয়ালের প্রোমো দেখে কমেন্ট সেশনে একজন অনুরাগী লিখেছেন ‘ইচ্ছেনদী, তারপর ইচ্ছেপুতুল, এটার আবার নামটা অন্য রকম দিলো কেনো। সেই তো এক গল্প। পৃথিবীতে আর ছেলে নাই, দুই বোন একজনকে নিয়ে টানাটানি করবে। এটার নাম ইচ্ছেডোবা রাখলেই তো হতো।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥