• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুই বোনের ভালোবাসায় চিড় ধরাবে প্রেম! আসছে নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’, রইল প্রথম প্রোমো

Published on:

Star Jalsha new serial Sandhyatara First Promo Video out now

স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হতে চলা নতুন সিরিয়ালের তালিকায় এবার যুক্ত হয়ে গেল ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) নাম। সাম্প্রতিক অতীতে বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। সেই সঙ্গে কপাল পুড়েছে পুরনো ধারাবাহিকগুলির। ‘তুঁতে’ আসায় যেমন বন্ধ হয়ে যাচ্ছে ‘গোধূলি আলাপ’। তবে নতুন সিরিয়াল আসার পালা কিন্তু এখনই শেষ হচ্ছে না, শীঘ্রই শুরু হতে চলেছে ‘সন্ধ্যাতারা’।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, নতুন ধারাবাহিক নিয়ে আসছেন ‘এই পথ যদি না শেষ হয়’র ঊর্মি অভিনেত্রী অন্বেষা হাজরা। অবশেষে প্রকাশ্যে চলে এল সেই প্রোমো (Promo)। স্টার জলসার আসন্ন এই সিরিয়ালে দুই বোন সন্ধ্যা এবং তারার কাহিনী দেখানো হবে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা, ‘মন ফাগুন’ খ্যাত অমৃতা দেবনাথ এবং সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়।

Sandhyatara, Sandhyatara serial, Sandhyatara promo

‘সন্ধ্যাতারা’র প্রোমোয় দেখা গিয়েছে, বড় বোন সন্ধ্যা মায়ের সঙ্গে গ্রামে থাকে এবং কৃষিকাজ করে। অপরদিকে ছোট বোন তারা শহরের কলেজে পড়াশোনা করে। দুই বোনের মধ্যে রয়েছে অগাধ ভালোবাসা। কিন্তু ভাগ্যচক্রে দু’জনেই এক ছেলেকে মন দিয়ে বসে।

প্রোমোয় দেখা যায়, তারা প্রথমে সন্ধ্যাকে বলে তাঁর পছন্দের ছেলেকে দেখানোর কথা। সন্ধ্যাও ঘুরিয়ে তাঁর বোনকে একই কথা বলে। তারা সেকথা শুনে তাঁর পছন্দের ছেলেকে ফোন করে আসতে বলে। এরপর দুই বোন মিলে এক মন্দিরে পুজো দিয়ে যায়।

Sandhyatara, Sandhyatara serial, Sandhyatara promo

সেই সময় সন্ধ্যা-তারাকে দেখে একজন পুরোহিত বলেন, তাঁদের দু’জনের ভাগ্য একই সুতোয় বাঁধা। দুই বোনের মধ্যে যে স্বার্থপর হতে পারবে সে-ই জীবনে সুখী হবে। অপরজনের কপালে থাকবে শুরু কষ্ট আর যন্ত্রণা। একথা শুনে দু’জনেই বলে, তাঁরা স্বার্থপর নয় বরং স্বার্থত্যাগ করতে শিখেছে। তাই জীবনে কখনও তাঁরা স্বার্থপর হতে পারবে না।

একথা বলেই পিছন ঘুরে সন্ধ্যা-তারা দেখে তাঁদের পছন্দের ছেলে মন্দিরে পুজো দিচ্ছে। দিদিকে তার পরিচয় বলতে যাওয়ার সময় তারা দেখে সন্ধ্যা তাঁর মনের মানুষকেই মুগ্ধ নয়নে দেখছে। এই দৃশ্য দেখে দু’চোখে জল চলে আসে তারার। এরপর যখন সন্ধ্যা তাঁর বোনকে পছন্দের ছেলেকে দেখাতে যায় তখন সে দেখে তারা দু’চোখে জল নিয়ে সেই ছেলের দিকে তাকিয়ে রয়েছে। ভাগ্যের টানাপোড়েনে দুই বোনের মধ্যে কে নিজের ভালোবাসার আত্মত্যাগ করে সেটাই এবার দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥