• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুর আগেই শেষ তারা-নীলের ভালোবাসা? প্রকাশ্যে ‘সন্ধ্যাতারা’র ধামাকাদার প্রোমো

Published on:

Star Jalsha new serial Sandhyatara new promo on air

বাংলা সিরিয়ালের জগতে একেবারে নতুন একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। জনপ্রিয় সিরিয়াল ‘মেয়েবেলা’কে সন্ধ্যা সাড়ে সাতটার প্রাইম টাইম স্লট থেকে সরিয়ে দিয়েছে এই সিরিয়ালটি। যার ফলে শুরুর আগেই দর্শকদের একাংশের ক্ষোভের মুখেও পড়েছিল এই সিরিয়াল। প্রসঙ্গত  এই নতুন সিরিয়ালের হাত ধরেই আরও একেবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী অণ্বেষা হাজরা (Annwesha Hazra)

দুই বোন সন্ধ্যা এবং তারার আত্মত্যাগ ও স্বার্থত্যাগের গল্প নিয়ে তৈরী এই সিরিয়ালে সন্ধ্যা নামের, এক গ্রামের চরিত্রে অভিনয় করছেন অণ্বেষা। একেবারে ভিন্ন স্বাদের এই ধারাবাহিকে সন্ধ্যা চরিত্রটি খুবই পরিশ্রমী আর কর্মঠ সেইসাথে দারুন প্রতিবাদী। এই চরিত্রের জন্য নিজের সেরা টুকু একেবারে নিংড়ে দিচ্ছেন অণ্বেষা। আর তা তাঁর অভিনয় থেকে শুরু করে সংলাপ বলার কায়দা কিংবা হাঁটা চলার মধ্যেই স্পষ্ট ফুটে উঠছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,অণ্বেষা হাজরা,Annwesha Hazra,বিজয়া মাঠান,Bijoya Mathan,সন্ধ্যা,Sandhya,তারা,Tara,আকাশ,Akash,নতুন প্রোমো,New Promo

 ধারাবাহিকে সন্ধ্যার বোন তারার চরিত্রে অভিনয় করছেন আরও এক জনপ্রিয় টেলি অভিনেত্রী অমৃতা দেবনাথ। এছাড়া দুই বোনের এই সিরিয়ালে নায়ক আকাশনীলের চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেতা সৌরজিৎ ব্যানার্জী। প্রসঙ্গত নায়ক-নায়িকারা ছাড়াও তারকা খচিত এই সিরিয়ালে বিশেষ ভাবে নজর কাড়ছেন আরও একটি চরিত্র তিনি হলেন নায়কের মা তথা বলিষ্ঠ চরিত্রের অধিকারী বিজয়া মাঠান।

সদ্য প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন প্রোমো (New Promo)। এই প্রমোতে দেখা যাচ্ছে গ্রামের এক বিয়েতে হাজির বিজয়া মাঠান। সেখানেই ছুটতে ছুটতে এসে সন্ধ্যা তাঁর উদ্দেশ্যে বলে ওঠে ‘বারবার ক্ষমা চাইতে হয় এমন কাজ করেন কেন আপনি? যোগ্য কাউকে চেয়ারটা ছেড়ে দিয়েই দেখুন না! হয়তো আপনার থেকেও ভালোভাবে সামলাতে পারবে সে’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,সন্ধ্যাতারা,Sandhyatara,অণ্বেষা হাজরা,Annwesha Hazra,বিজয়া মাঠান,Bijoya Mathan,সন্ধ্যা,Sandhya,তারা,Tara,আকাশ,Akash,নতুন প্রোমো,New Promo

সন্ধ্যার মুখে একথা শুনে বিজয়া মাঠান নিজের  মনে মনে ভাবতে থাকেন মেয়েটি ঠিক তার মত।  প্রতিবাদ করতে সে একদম ভয় পায় না। এরপরে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করতে বসেন যাতে তার ছেলে আকাশ নীলের জন্য এমন মেয়েকেই তিনি বাড়ির বউ করে আনতে পারেন।

অন্যদিকে আকাশ নীল আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেয় সন্ধ্যার বোন তারাকে। তারাও নীলের সেই প্রস্তাব গ্রহণ করে তাকে হ্যাঁ বলে দেয়। এখন দেখার মায়ের পছন্দ সন্ধ্যা নাকি নিজের পছন্দ তারা কে অপেক্ষা করছে আকাশের জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥