• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উচ্ছেবাবু-ডোডোদা অতীত! স্টার জলসার হিরোই এখন নতুন ‘বং ক্রাশ’, বলছেন দর্শকরা

Published on:

Star Jalsha New Serial Sandhyatara hero Saurojit Banerjee became new crush of Bengali Viewers

বাংলা সিরিয়ালপ্রেমী (Serial) দর্শকদের অনেকেরই এখন ক্রাশ (Bong Crush) হল ডোডোদা। অর্থাৎ স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ ধারাবাহিকের নায়ক। খুব কম সময়ের মধ্যেই ডোডো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেতা অর্পণ ঘোষাল। অর্পণের আগে এই তকমা ছিল জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালের হিরো সিদ্ধার্থ তথা অভিনেতা আদৃত রায়ের কাছে।

তবে এবার সিদ্ধার্থ এবং ডোডোদাকে কড়া টক্কর দিয়ে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের মন জয় করে নিলেন স্টার জলসার আর একজন হিরো। তাঁকে এক ঝলক দেখেই একেবারে ফিদা হয়ে গিয়েছেন প্রত্যেকে। দর্শকদের বিচারে, উচ্ছেবাবু, সিদ্ধার্থ সবাই অতীত, এই নতুন নায়কই এখন তাঁদের ক্রাশ।

Siddhartha and Dodo

এখন নিশ্চয়ই ভাবছেন কোন সিরিয়ালের হিরোর কথা এখানে বলা হচ্ছে? তাহলে বলে রাখি, নতুন ‘বং ক্রাশ’র তকমা আদায় করে নিয়েছেন স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’র (Sandhyatara) হিরো। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। সেখানে হিরোকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে।

Sandhyatara, Sandhyatara hero, Saurojit Banerjee

আসন্ন এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা এবং অমৃতা দেবনাথ। দুই বোনের কাহিনী দেখানো হবে এই সিরিয়ালে। তবে নায়ক একজনই। সেই নায়কের চরিত্রে অভিনয় করছেন সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Saurojit Banerjee)। অন্বেষা এবং অমৃতা টেলিভিশনের পরিচিত মুখ হলেন সৌরজিতের এটি প্রথম ধারাবাহিক।

Sandhyatara, Sandhyatara hero, Saurojit Banerjee

সৌরজিৎ মেদিনীপুরের ছেলে। ছোটপর্দায় ‘সন্ধ্যাতারা’ প্রথম প্রোজেক্ট হলেও, এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওয় কাজ করেছেন তিনি। এছাড়া টলিউডের নামী পরিচালক রাজ চক্রবর্তী ‘আবার প্রলয়’ টিমেরও সদস্য ছিলেন ‘সন্ধ্যাতারা’ নায়ক।

স্টার জলসার আসন্ন সিরিয়ালের প্রোমোয় সুদর্শন এই নায়ককে দেখে মন গলেছে দর্শকদের। অনেকেই বলছেন, ডোডো-উচ্ছেবাবুর দিন শেষ! নতুন ‘বং ক্রাশ’ হবেন সৌরজিৎই। কেউ কেউ তো আবার এখন থেকেই তাঁকে ‘বং ক্রাশ’ তকমা দিয়ে দেওয়ার পক্ষপাতী। ‘সন্ধ্যাতারা’ শুরু হওয়ার আগেই দর্শকমহলে সৌরজিতের যা ক্রেজ দেখতে পাওয়া যাচ্ছে, সিরিয়াল শুরু হওয়ার পর তা যে আরও বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ কিন্তু নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥