• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরু আগেই কটাক্ষের মুখে ‘সন্ধ্যাতারা’, দুই বোনের এক প্রেমিক নিয়ে অবশেষে মুখ খুললেন অন্বেষা হাজরা

Published on:

Star Jalsha New Serial Sandhyatara actress Anwesha Hazra Opens up about the storyline

বাংলা সিরিয়ালের (Bengali Serial) খুব মিষ্টি একজন অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। দর্শকমহলে বরাবরই প্রশংসিত হয়েছে তাঁর দুর্দান্ত অভিনয়। হাসিখুশি প্রাণবন্ত স্বভাবের এই অভিনেত্রীকে শেষবার টেলিভিশনের পর্দায় দর্শক দেখেছেন জি বাংলার জনপ্রিয় সিয়ারিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ -তে।

ধারাবাহিকে অন্বেষা অভিনীত উর্মি (Urmi) চরিত্রটি দারুন জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে। আর পাঁচটি সিরিয়াল থেকে একেবারে আলাদা ভিন্ন স্বাদের এই সিরিয়াল নিয়ে আজও চর্চার শেষ নেই। আর এবার এসে গেছে অণ্বেষার আরও একটি নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। আগামী সপ্তাহ অর্থাৎ ১২ জুন থেকেই স্টার জলসার পর্দায় সাড়ে ৭টা থেকে সম্প্রচারিত হবে এই সিরিয়াল।

বাংলা সিরিয়াল,Bengali Seria,স্টার জলসা,Star Jalsha,অন্বেষা হাজরা,Annwesha Hazra,সন্ধ্যাতারা,Sandhyatara,ট্রোল,Troll,প্রতিক্রিয়া,Reaction,টিপিক্যাল লাভ স্টোরি,Typical Love Story

প্রকাশ্যে আসা ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছে সন্ধ্যা এবং তারা দুই বোন। যার মধ্যে অন্বেষা অভিনীত চরিত্রের নাম সন্ধ্যা। সে গ্রামের এক সিধাসাধা মেয়ে। অন্যদিকে তার বোন তারা কলকাতা শহরের কলেজে পড়াশোনা করে। সে বেশ আধুনিক। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অমৃতা দেবনাথ (Amrita Debnath)।

কিন্তু তাদের দুজনেরই পছন্দের নায়ক একজন। তাই প্রোমো দেখে দর্শকরা বলছেন এই সিরিয়ালেও দুই বোন একজন নায়কে নিয়ে টানাটানি করবে এক্ষেত্রে দর্শকদের একটা বড় অংশই উদাহরণ দিয়েছেন স্টার জলসা এবং জি বাংলার নতুন-পুরনো একাধিক সিরিয়ালের।

এবার দর্শকদের এই ট্রোলিং নিয়ে মুখ খুললেন খোদ ‘সন্ধ্যাতারা’র নায়িকা অণ্বেষা হাজরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেছেন ‘যখন সন্ধ্যা-তারা এবং আকাশনীল এই তিনজনকে মানুষ একসাথে দেখছেন তখন খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসছে আবার তো সেই একইরকমের টিপিকাল লাভ স্টোরি’।

সেইসাথে অন্বেষার আরও সংযোজন ‘এটা ঠিক সেরকম ত্রিকোণ প্রেমের গল্প নয়। এখানে কেউ ভিলেন নয়। এখানে কিন্তু দুজনে মাইল একজন ছেলেকে নিয়ে টানাটানি করছে না। এটা একদমই আত্মত্যাগ এবং স্বার্থত্যাগের গল্প।’ যদিও দর্শকদের দাবি অভিনেত্রী যতই বলুক না কেন পরবর্তীতে টি আর পির জন্য সেই একই গল্প দেখানো হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥