• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুখবর! ছোট পর্দায় ফিরছেন মিষ্টি অভিনেত্রী মানালি দে, সঙ্গে জুটি বাঁধবেন ইন্দ্রাশিস

লালন,টুনি,ধুলোকণা,লীনা গঙ্গোপাধ্যায়,মানালি দে,ইন্দ্রাশিস রায়,lalon,tuni,leena gangly,Manali dey,indrasish roy,dhulokona

ছোটপর্দায় জনপ্রিয় চরিত্র ‘মৌরী’র কথা আশা করি সকলেরই মনে আছে। ‘বউ কথা কও’ ধারাবাহিকের এই চরিত্রে অভিনয় করেছিলেন টলিপাড়ার মিষ্টি অভিনেত্রী মানালি দে (Manali Dey)। লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন এই ধারাবাহিক
ধুলোকণায় মানালির সঙ্গে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা ইন্দ্রাশিস রায়কে।

ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো প্রকাশিত হয়েছে স্টার জলসার পর্দায়। মানালি, ইন্দ্রাশিস বাদেও তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে এই ধারাবাহিকে৷ রয়েছেন শঙ্কর চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, ময়না মুখোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা।

ধারাবাহিকের কেন্দ্রে একটি ‘নতুন গাড়ি’, তারই ড্রাইভার হয়ে আসবেন অভিনেতা ইন্দ্রাশিস ওরফে লালন। একান্নবর্তী পরিবারের গল্প, গল্পের নায়িকা মানালি এখানে একজন পরিচারিকা, তার নাম টুনি। মানালি-ইন্দ্রাশিসের নতুন জুটি কতটা সাড়া ফেলবে এখন দেখার পালা সেটাই৷

পরিচারিকা হলেও এ বাড়ির ম্যানেজার টুনিই। অন্যদিকে ড্রাইভার হলেও গানের জগতে বেশ নাম ডাক রয়েছে লালন ওরফে লালের। একান্নবর্তী সাধারণ পরিবারে, গ্যারেজ নেই তাই গাড়ি ঢাকতে হচ্ছে মশারি দিয়েই। মধ্যবিত্ত একটি সংসারে গাড়ি যতটা না প্রয়োজনের তার চেয়ে অনেক বেশি শখের, যত্নের প্রোমোতে ফুটে উঠেছে এমনই আবেগ। প্রোমো তাই দুটো প্রশ্ন তুলেছে, মশারি কি অবাঞ্ছিত ধুলোকণা ঢাকতে পারবে? নাকি নতুন গাড়ি অতিমারির ভয় সরিয়ে প্রেমের ধুলোকণা ছড়িয়ে দেবে লালন-টুনির জীবনে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥