• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুরুতেই গাঁজাখুরি! ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো হচ্ছে বাংলায়, ‘বাংলা মিডিয়াম’র প্রোমো দেখে খিল্লি দর্শকদের

পুরোনো সিরিয়াল (Bengali Serial) জনপ্রিয়তা হারাতেই একঝাঁক নতুন সিরিয়াল নিয়ে হাজির হচ্ছে ষ্টার জলসা (Star Jalsha) । ‘কৃষ্ণকলি’ সিরিয়ালের নিখিল-শ্যামা জুটি আবারও ফিরছেন পর্দায়। নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তিয়াসা লেপচা (Tiyasha Lepcha) জুটিকে আবারও দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ইতিমধ্যেই নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ এর প্রোমো প্রকাশ্যে এসেছে। কিন্তু প্রোমো ভিডিও প্রশংসার পাশাপাশি শুরু হল ব্যাপক ট্রোলিং।

এমনিতেই বাংলা সিরিয়াল নিয়ে দর্শকদের দীর্ঘদিনের অভিযোগ গাঁজাখুরি গল্প দেখানো হয়। যার জেরে বহুবার ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে একাধিক বাংলা সিরিয়ালকে। ব্যতিক্রম হল না ‘বাংলা মিডিয়াম’ এর ক্ষেত্রেও। শুরুর আগেই ইন্দিরা-বিক্রমের গল্পের খুঁত ধরে নেটপাড়ায় শুরু হল সমালোচনা থেকে ট্রোলিং।

   

New Bengali Serial Bangla Medium

গল্পের কাহিনী অনুযায়ী গ্রামের বাংলা মিডিয়ামে পড়াশোনা করা মেয়ে ইন্দিরা। অন্যদিকে নামী ইংরেজি মিডিয়াম স্কুলের নাক উঁচু নায়ক বিক্রম। বাংলা মিডিয়ামে পড়লেও নিজেকে প্রমাণ করতে ইংরেজি মিডিয়ামে শিক্ষকতার চাকরি করতে গিয়েছে সে। প্রথম যে প্রোমো প্রকাশ্যে এসেছিল সেখানে দেখা গিয়েছিল গ্রামের গাছ তলায় পড়াচ্ছিলো ইন্দিরা। এরপর খবর আসে একসাথে দুটো চাকরির অফার আছে। যার মধ্যে ইংরেজি মিডিয়ামকেই বেছে নেয় সে।

কিন্তু স্কুলে পৌঁছে ইন্টারভিউ বোর্ডে একপ্রকার অপমানিত হতে হয় ইন্দিরাকে। তারপর কাজ পাওয়ার জন্য ছুঁড়ে দেওয়া হয় চ্যালেঞ্জ। স্কুলের অবাধ্য ছাত্রদের পড়াতে হবে। আর তারপরই দেখা যাচ্ছে ক্লাস নাইনের বাচ্চাদের একেবারে চুল করিয়ে পড়াতে শুরু করেছে সে। এটা দেখেই রীতিমত চক্ষু চড়ক গাছ নেটিজেনদের।

প্রোমোতে শিক্ষার্থীদের বিজ্ঞান পড়াতে দেখা যাচ্ছে নায়িকাকে। কিন্তু মুশকিল হল ইংরেজি মিডিয়ামে পড়াশোনা হয় ইংরেজি ভাষায়। অথচ নায়িকা দিব্যি সেখানে বাংলায় পড়াতে শুরু করে দিয়েছেন। এরপর ক্লাসও নিতে থাকেন দিব্যি। কিন্তু বাস্তবে নেটিজেনদের মতে ইংরেজি মিডিয়ামে স্কুলে ক্লাসের ভেতরে বাংলাতে কথা বলারই অনুমতি থাকে না! তাই এই বিষয়টিকে নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।

Bengali Medium Serial Trolled

এক নেটিজেন এই প্রসঙ্গে লিখেছেন, ‘প্রমো থেকেই গাঁজার নৌকা পাহাড়তলীতে চলে গেছে। ইংরেজি মিডিয়াম স্কুলে ইন্টারভিউ দিচ্ছে বাংলা, ক্লাস নিচ্ছে বাংলায়। যেখানে ক্লাসে বাংলা বলাই নিষেধ সেখানে বাংলায় ক্লাস হচ্ছে।’ শেষে তিনি লেখেন, প্রোমোতেই এত গাঁজা না জানি সিরিয়ালে কত গাঁজা দেবে।’ এছাড়াও নেটিজেনদের কিছুজন কটাক্ষ করে লিখেছেন, কিছুদিন পরেই উড়ন্ত সিঁদুর নয়তো মালা দিয়ে নাক উঁচু নায়কের সাথে গ্রামের নায়িকার বিয়ে হয়ে যাবে! এখন আগে কি হয় সেটাই দেখার।