দেখতে দেখতে কতদিন হয়ে গেল প্রকাশ্যে এসেছে স্টার জলসার (Star Jalsha) আসন্ন মেগা (Serial) ‘রামপ্রসাদ’এর (Ramprasad) প্রোমো। তখন থেকেই সিরিয়াল কবে শুরু হবে তা জানার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু চ্যানেলের তরফ থেকে শুধু ‘আসছে’ই দেখানো হতো। তবে এবার প্রায় ৩ মাসের দীর্ঘ অপেক্ষা শেষে ঘোষিত হল ‘রামপ্রসাদ’ শুরুর দিনক্ষণ।
সকলেই জানেন, স্টার জলসার এই আসন্ন সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার প্রয়াণের পর এটিই তাঁর প্রথম কাজ। তাই স্বাভাবিকভাবেই সব্যসাচীকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এই সিরিয়ালে রামপ্রসাদের চরিত্রে দেখা যাবে তাঁকে। রামপ্রসাদের স্ত্রী সর্বাণীর চরিত্রে দেখা যাবে টেলি অভিনেত্রী সুস্মিলি আচার্যকে এবং মা কালীর ভূমিকায় থাকছেন অভিনেত্রী পায়েল দে।
এতদিন ধরে ‘রামপ্রসাদ’ শুরু হওয়ার অপেক্ষা করতে করতে রীতিমতো অধৈর্য হয়ে গিয়েছিলেন দর্শকরা। কেউ কেউ তো এও ভেবে নিয়েছিলেন, সব্যসাচীর ধারবাহিক হয়তো মুক্তির আলো দেখবেই না। কিন্তু এবার সেই আশঙ্কায় জল ঢেলে খোদ স্টার জলসার তরফ থেকে সিরিয়াল শুরুর দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হল।
যদিও ‘রামপ্রসাদ’ শুরুর দিনক্ষণ জানালেও, কোন সিরিয়াল শেষ হচ্ছে তা জানায়নি স্টার জলসা। তবে স্টুডিও পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, ‘গুড্ডি’ অথবা ‘গাঁটছড়া’র পথচলায় ইতি পড়তে চলেছে। তবে টিআরপি তালিকার দিকে নজর রাখলে, ‘গুড্ডি’ শেষ হওয়ার সম্ভাবনাই বেশি।
কোন সিরিয়ালের কপাল পুড়ল তা জানার জন্য আর কিছুটা সময় অপেক্ষা করতে হলেও, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হল চলতি মাস তথা এপ্রিল মাস থেকে টেলিভিশনের পর্দায় ‘রামপ্রসাদ’এর সম্প্রচার শুরু হয়ে যাবে। আগামী ১৭ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার স্লটে দেখানো হবে এই সিরিয়াল।
অর্থাৎ স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বালিঝড়’এর স্থান নেবে সব্যসাচীর ‘রামপ্রসাদ’। তবে ‘বালিঝড়’ দর্শকদের ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই। কারণ নতুন এই সিরিয়াল বন্ধ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নেটিজেনদের অনুমান, টিআরপি তালিকায় পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও ‘বালিঝড়’ নিয়ে এখনই কোনও কড়া পদক্ষেপ নেবে চ্যানেল কর্তৃপক্ষ। বরং ধারাবাহিকটির স্লট পরিবর্তন করা হবে। ‘গুড্ডি’ অথবা ‘গাঁটছড়া’ বন্ধ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবার দেখা যাক, শেষ পর্যন্ত স্টার জলসা কোনও সিরিয়ালে ইতি টানার সিদ্ধান্ত নেয়।