• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬ মাস আগে শুরু হলেও তলানিতে TRP, আচমকাই বন্ধ হচ্ছে ষ্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিক

জীবনের নানা ব্যাস্ততা আর ওঠাপড়ার মাঝে বিনোদন খুবই প্রয়োজনীয়। আর বাঙালি দর্শকদের এই বিনোদনের কোটা পূরণের জন্য একাধিক সিরিয়াল (Bengali Serial) সম্প্রচারিত হয় টিভির পর্দায়। পারিবারিক থেকে সামাজিক নানা গল্পই দেখা যায়। তবে মূলত টিআরপি (TRP) এর ওপরেই নির্ভর করে সিরিয়ালের ভাগ্য। বিগত কয়েক মাসে একাধিক পুরোনো ধারাবাহিক বন্ধ হয়ে বদলে নতুনেরা এসেছে এই টিআরপি কমে যাওয়ার কারণেই।

ষ্টার জলসা (Star Jalsha) হোক কিংবা জি বাংলা সাপ্তাহিক টিআরপি কমে গেলেই হয় স্লট বদল নয়তো বিদায়। এই নিয়ম মেনেই এবার বিদায়ের পথে ‘নবাব নন্দিনী’ (Nabab Nandini) সিরিয়াল। মাত্র ছয় মাস আগেই শুরু হয়েছিল পথচলা। কিন্তু টিআরপি না পাওয়ায় সাহেবের চিঠি’র পর পেয়ে শেষ হচ্ছে নবাব ও নন্দিনীর কাহিনী।

   

Nabab Nandini Star Jalsha

সিরিয়ালে মূল চরিত্রে অভিনয় করছেন রিজওয়ান রব্বানী শেখ এবং ইন্দ্রানী পাল। এটাই ছিল দুজনের জুটি হিসাবে প্রথম কাজ। গত বছর অগাস্ট মাসে যখন সিরিয়াল শুরু হয় তখন বেশ চর্চা হয়েছিল নতুন জুটিকে নিয়েও। কিন্তু আদতে বাকিদের কাছে জনপ্রিয়তায় হেরে গিয়েছে।

এর আগেও নবাব নন্দিনী শেষ হওয়ার গুঞ্জন উঠেছিল। ‘বালিঝড়’ সিরিয়ালের প্রোমো দেখেই অনেকে ভেবেছিলেন বন্ধ হবে ধারাবাহিকটি। কিন্তু সে যাত্রায় যাত্রায় রক্ষা পেলেও এবার আর হল না। হটাৎই শেষ হচ্ছে নবাব নন্দিনী। ইতিমধ্যেই শেষ পর্বের শুটিং হয়ে গিয়েছে। শেষ শুটিংয়ের দিনে কেক কেটে খাওয়া দাওয়ায় মজেছিল গোটা টিম। সেই ছবি বেশ ভাইরাল হয়ে পড়েছিল নেটপাড়ায়।

Star Jalsha Bengali Serial Nabab Nandini

প্রসঙ্গত, শুধু নবাব নন্দিনী নয় আরও একটি সিরিয়ালের শেষ হওয়ার কানাঘুঁষো শোনা যাচ্ছে। ভাবছেন কোন সিরিয়ালের কথা বলছি? তাহলে বলি, আলতা ফড়িং সিরিয়ালকে নিয়েই এই গুঞ্জন শোনা যাচ্ছে। কারণ নতুন আসন্ন সিরিয়াল ‘রামপ্রসাদ’ এর জন্য স্লট করে দিতে হবে যে। তবে শেষ না হয়ে স্লট বদলও হতে পারে বলে মত নেটিজেনদের একাংশের।

ফেব্রুয়ারি মাসের শেষে ২৭ তারিখ থেকে শুরু হতে চলেছে ‘রামপ্রসাদ’। যেখানে মুখ্য চরিত্রে থাকবেন বামাখ্যাপা খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী। এখন আগামী দিনে কি হয় সেটাই দেখার অপেক্ষা।

site