স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকটি নিয়ে দর্শকমহলে চর্চার অন্ত নেই। মৌ (Mou)-ডোডোর (Dodo) মিষ্টি প্রেমের কাহিনী খুব অল্প সময়ের মধ্যেই স্থান করে নিয়েছে দর্শকদের মনে। আর এখন যেভাবে সিরিয়ালের (Bengali Serial) কাহিনীতে একের পর এক টুইস্ট আসছে তাতে সত্যিই উত্তেজনা চেপে রাখা দায় হয়ে পড়েছে। এবার এই সিরিয়ালেই এমন একটি মোড়ঘোরানো পর্ব আসতে চলেছে যা কেউ হয়তো কল্পনাও করেনি।
‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, বাড়ির একতলার মালিকানা হস্তান্তরের অভিযোগ উঠেছে মৌয়ের বিরুদ্ধে। শ্বশুরবাড়ির সবাই ভুল বোঝায় বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। ডোডো বাড়ি না ছাড়ার অনুরোধ করলেও সেকথা সে শোনে। উপরন্তু মৌয়ের যাবতীয় রাগ গিয়ে পড়ে ডোডোর ওপর।
মৌ একদিকে ভাবছে, ডোডো তাঁকে অবিশ্বাস করছে, সে তাঁকে ঠকিয়েছে। অপরদিকে বৌ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় পাগল পাগল অবস্থা হয়েছে ডোডোর। স্নান-খাওয়া ছেড়ে দিয়েছে সে। ডোডোর ব্যবহার দেখেই পরিষ্কার সে কিছুতেই মৌকে ছাড়া থাকতে পারছে না।
অপরদিকে আবার মৌ-ডোডোর মধ্যেকার ভুলবোঝাবুঝির খবর গিয়ে উঠেছে চাঁদনির কাছে। সে এই সুযোগে মৌ-ডোডোর সম্পর্কে ভাঙন ধরাতে উঠে পড়ে লেগেছে। মৌ-ডোডোর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে দেখে সে আবার ডোডোর স্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে।
ওদিকে আবার ডোডো এবং চাঁদনিকে একসঙ্গে দেখে ভুল বোঝে মৌ। সে ভাবে ডোডো তাঁকে ঠকাচ্ছে। আর তা দেখেই সে মনে মনে ডোডোকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আজকের পর্বে দেখানো হবে, মৌ ডোডোকে ডিভোর্সের কথা জানিয়ে দেয়। স্ত্রীয়ের মুখ থেকে একথা শুনে ভেঙে পড়ে ডোডো। ডোডোর অবস্থা দেখেও অবশ্য মৌ নিজের সিদ্ধান্ত বদলায় না।
‘মেয়েবেলা’র আগামী পর্বে দেখানো হবে, মৌয়ের মাসি ডোডোকে ডিভোর্সের কথা জিজ্ঞেস করে। যা শুনে ডোডো সাফ বলে দেয়, সে নিজে থেকে মৌকে কখনও ডিভোর্স দেবে না, তবে মৌ যদি ডিভোর্স ফাইল করে তাহলে সে সই করে দেবে। ওদিকে আবার চাঁদনিও চাইছে মৌ-ডোডোর ডিভোর্স হয়ে যাক। ভুল বোঝাবুঝির জন্য তাহলে কি শেষ পর্যন্ত ভেঙে যাবে মৌ-ডোডোর সম্পর্ক? এই উত্তরের অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।