• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘মেয়েবেলা’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং, অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Updated on:

Star Jalsha Meyebela Serial Full Cast with Real Names

চলতি বছর স্টার জলসার (Star Jalsha) একাধিক জনপ্রিয় সিরিয়ালের সফর শেষ হয়েছে। এমনই একটি ধারাবাহিক হল ‘মেয়েবেলা’ (Meyebela)। একঘেয়ে পরকীয়া-কুটকচালি ছেড়ে মেয়েদের জীবন সংগ্রামের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই মেগা (Bengali Serial)। মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder) এবং অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে যায় ‘মেয়েবেলা’র পথচলা।

মৌ-ডোডোর গল্প শেষ হলেও দর্শকরা আজও তাদের ভুলতে পারেননি। অর্পণ-স্বীকৃতিকে দেখলে আজও সিরিয়ালপ্রেমী দর্শকদের মৌ (Mou)-ডোডোর (Dodo) সেই দুষ্টুমিষ্টি রসায়নের কথা মনে পড়ে যায়। ‘মেয়েবেলা’র আচমকা শেষ হয়ে যাওয়াটা আজও মেনে নিতে পারেননি অনেকে।

‘মেয়েবেলা’ সিরিয়াল এর কাস্ট (Meyebela Serial Cast)

সিরিয়ালের নামমেয়েবেলা
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা
প্রধান নায়কঅর্পণ ঘোষাল
প্রধান নায়িকাস্বীকৃতি মজুমদার
সম্প্রচার শুরুর দিনক্ষণ২৩ জানুয়ারি ২০২৩
সম্প্রচার শেষের দিনক্ষণ২৩ জুন ২০২৩
মোট পর্ব১৪৯

‘মেয়েবেলা’ সিরিয়াল এর কাস্টিং (Meyebela Serial Casting)

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকে কোন চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছিলেন চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

মোহনা মিত্র চরিত্রে স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder as Mohona Mitra)

‘মেয়েবেলা’র নায়িকা মোহন ওরফে মৌয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বীকৃতি মজুমদার। মা মরা এক মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। ডোডোকে ভালোবেসে বিয়ে না করলেও, বিয়ের পর ঠিক মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছিল তাদের।

Swikriti Majumder Meyebela, Meyebela Mou, Swikriti Majumder educational qualification

নির্ঝর মিত্র চরিত্রে অর্পণ ঘোষাল (Arpan Ghoshal as Nirjhar Mitra)

নায়ক নির্ঝর ওরফে ডোডোর ভূমিকায় দেখা গিয়েছিল অর্পণ ঘোষালকে। ডোডো আসলে ভালোবাসতো চাঁদনিকে। তাকেই বিয়ে করতে চাইতো সে। যদিও ভাগ্যচক্রে মৌয়ের সঙ্গে বিয়ে হয় তার। আস্তে আস্তে নিজের অমায়িক ব্যবহারের মাধ্যমে ডোডোর মন জয় করে নিয়েছিল মৌ।

Meyebela, Dodo, Meyebela Dodo

বীথি মিত্র চরিত্রে অনুশ্রী দাস (Anushree Das as Bithi Mitra)

শুরুর দিকে ডোডোর মা বীথির চরিত্রে অভিনয় করছিলেন রূপা গাঙ্গুলী। যদিও তিনি মাঝপথে সিরিয়াল ছেড়ে দেওয়ার পর বীথি হিসেবে এন্ট্রি নেন অনুশ্রী দাস। ডোডোর মা প্রথমে মৌকে সহ্য করতে না পারলেও পরে অবশ্য বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছিলেন তিনি।

Anushree Das as Bithi Mitra in Meyebela

সুরজিৎ মিত্র চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় (Biplab Banerjee as Surajit Mitra)

ডোডোর বাবা সুরজিতের চরিত্রে অভিনয় করেছিলেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়। সম্পর্কে মৌয়ের শ্বশুর হলেও তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো সুরজিৎ।

Biplab Banerjee as Surajit Mitra in Meyebela serial

অথৈ মিত্র চরিত্রে শ্রেয়া ভট্টাচার্য (Sreya Bhattacharya as Othoi Mitra)

ডোডোর খুড়তুতো বোন অথৈ ওরফে টিকলির চরিত্রে অভিনয় করেছিলেন শ্রেয়া ভট্টাচার্য। ছোটবেলায় নিজের বড় পিসেমশাইয়ের লালসার শিকার হয়েছিল টিকলি।

Sreya Bhattacharya as Othoi Mitra in Meyebela serial

টিটো চরিত্রে শাওন চক্রবর্তী (Sawon Chakraborty as Tito)

ডোডোর খুড়তুতো ভাই টিটোর চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা শাওন চক্রবর্তীকে।

Sawon Chakraborty as Tito in Meyebela serial

পূর্ণিমা মিত্র চরিত্রে চিত্রা সেন (Chitra Sen as Purnima Mitra)

ডোডোর ঠাকুমা পূর্ণিমা সেনের চরিত্রে দেখা গিয়েছিল বর্ষীয়ান অভিনেত্রী চিত্রা সেনকে। পূর্ণিমাদেবী নিজের ছেলের বৌ বীথিকে বিশেষ পছন্দ না করলেও নাতবৌ মৌকে ভীষণ ভালোবাসতেন।

Sreemoyee actress Chitra Sen comeback in new serial Meyebela

শুভ মিত্র চরিত্রে শুভ্রজিৎ দত্ত (Subhrajit Dutta as Subho)

ডোডোর ছোট কাকার চরিত্রে দেখা গিয়েছিল শুভ্রজিৎ দত্তকে।

Subhrajit Dutta as Subho in Meyebela serial

প্লাবন ভাদুড়ি চরিত্রে রব দে (Rob Dey as Plabon)

মৌয়ের মাসতুতো দাদা প্লাবনের চরিত্রে দেখা গিয়েছিল রব দে-কে। প্লাবন মনে মনে টিকলিকে ভালোবাসতো। যদিও মুখ ফুটে সেকথা বলতে পারতো না সে।

Rob Dey as Plabon in Meyebela serial

ইলা মিত্র চরিত্রে সাহানা সেন (Sahana Sen as Ela Mitra)

টিটো এবং টিকলির মা এবং ডোডোর কাকিমা ইলার চরিত্রে অভিনয় করেছিলেন সাহানা সেন। পেশায় স্কুল শিক্ষিকা, মুক্তমনা একজন মানুষ ছিলেন তিনি।

Sahana Sen as Ela Mitra in Meyebela serial

লালু মিত্র চরিত্রে অনিমেষ ভাদুড়ি (Animesh Bhaduri as Lalu Mitra)

টিটো এবং টিকলির বাবা এবং ডোডোর কাকা লালুর চরিত্রে দেখা গিয়েছিল অনিমেষ ভাদুড়িকে।

Animesh Bhaduri as Lalu Mitra in Meyebela serial

সুস্মিতা ভাদুড়ি চরিত্রে নবনীতা দে (Nabonita Dey as Susmita Bhaduri)

মৌয়ের মাসি সুস্মিতার ভূমিকায় অভিনয় করেছিলেন নবনীতা দে। নিজের মেয়ে না হলেও মৌকে সন্তানস্নেহে ছোট থেকে মানুষ করেছিল সুস্মিতা।

Nabonita Dey as Susmita Bhaduri in Meyebela serial

চাঁদনি চরিত্রে দেবপর্ণা পাল চৌধুরী (Debaparna Paul Chowdhury as Chandni)

ডোডোর প্রেমিকা চাঁদনির ভূমিকায় অভিনয় করেছিলেন দেবপর্ণা পাল চৌধুরী।

Meyebela, Chandni, Meyebela Chandni

পিউ চরিত্রে সৌমি চট্টোপাধ্যায় (Soume Chatterjee as Piu)

মৌয়ের মাসতুতো বোন পিউয়ের ভূমিকায় দেখা গিয়েছিল সৌমি চট্টোপাধ্যায়কে। পিউ মনে মনে টিটোকে ভালোবাসতো। পরবর্তীকালে বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছিল দু’জনে।

Soume Chatterjee, Meyebela Bengali serial

গুঞ্জা চরিত্রে মিমি দত্ত (Mimi Dutta as Gunja)

ডোডোর জ্যাঠতুতো দিদি গুঞ্জার চরিত্রে অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী মিমি দত্ত।

Mimi Dutta as Gunja in Meyebela serial

অতসী চরিত্রে শ্রেয়সী সামন্ত (Shreyasee Samanta as Otosi)

ডোডোর ছোট পিসি অতসীর চরিত্রে দেখা গিয়েছিল শ্রেয়সী সামন্তকে।

Shreyasee Samanta as Otosi in Meyebela serial

স্বপন চরিত্রে সন্দীপ চক্রবর্তী (Sandip Chakraborty as Swapan)

অতসীর স্বামী স্বপনের ভূমিকায় দেখা গিয়েছিল সন্দীপ চক্রবর্তীকে।

Sandip Chakraborty as Koushik Roy Barman in Mili

দেবতনু ভাদুড়ির চরিত্রে অভিজিৎ সরকার (Avijit Sarkar as Debtanu Bhaduri)

মৌয়ের মেসোমশাই দেবতনুর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিজিৎ সরকার।

Avijit Sarkar as Debtanu Bhaduri in Meyebela serial

OTT-তে কোথায় দেখবেন ‘মেয়েবেলা’?

‘মেয়েবেলা’র প্রত্যেকটি পর্ব ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে রয়েছে। প্রথম থেকে শেষ- সব এপিসোড সেখানেই দেখতে পাবেন আপনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥