সাম্প্রতিক অতীতে স্টার জলসায় (Star Jalsha) একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে। এমনই একটি সিরিয়াল হল ‘মেয়েবেলা’ (Meyebela)। ‘মেয়েরাই মেয়েদের শত্রু’ কিনা এই প্রশ্ন নিয়ে পথচলা শুরু হয়েছে এই ধারাবাহিকের। অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে বিশেষ স্থান অর্জন করে নিয়েছে রূপা গাঙ্গুলী, স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষাল অভিনীত এই সিরিয়াল।
‘মেয়েবেলা’র নিয়মিত দর্শকরা জানেন, নায়িকা মৌকে (Mou) নায়কের মা বীথিও কখনওই পছন্দ করতো না। এমনই নায়ক নির্ঝরও চাঁদনি (Chandni) নামের একটি মেয়েকে ভালোবাসে। তাঁকেই বিয়ে করতে চায়। কিন্তু ভাগ্যের ফেরে মৌয়ের সঙ্গে সাত পাক ঘুরতে হচ্ছে তাঁকে। তাঁদের মধ্যে ভালোবাসা তো নেই-ই, বরং একপ্রকার বাধ্য হয়েই গাঁটছড়া বাঁধছে মৌ এবং ডোডোকে (Dodo)।
আসলে মৌয়ের মেসো তাঁকে একপ্রকার নিজের ঘাড় থেকে নেমিয়ে ফেলতে চান। আর সেই জন্যই যখন বিপদে পড়ে নির্ঝরের ঠাম্মা তাঁর কাছে যান, তখন সে জানায় এমনি এমনি টাকা ধার সে কিছুতেই দেবে না। তবে ডোডো যদি মৌকে বিয়ে করে তাহলে সে রাজি হয়ে যাবে। মৌয়ের মেসোর এই একটি শর্তেই পাল্টে যান তিনটি জীবন।
চাঁদনির সঙ্গে দীর্ঘ ১২ বছরের ভালোবাসা ভুলে মৌকে বিয়ে করতে একপ্রকার বাধ্য হয় নির্ঝর। আইনিভাবে মৌকে বিয়েও করে সে। প্রেমিকের মুখের দিকে তাকিয়ে চাঁদনিও সম্পূর্ণ পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করে। একদিকে সে যেমন নির্ঝরকে বোঝাচ্ছে, তেমনই মৌকেও বোঝার চেষ্টা করছে। অপরদিকে আবার মৌয়েরও একটি অতীত রয়েছে। সেই বিষয়ে সে ডোডোকে বলতে চাইলেও এখনও বলে উঠতে পারেনি।
এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে মৌ-ডোডোর সামাজিক বিয়ের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, চাঁদনি মৌকে একটি হার পরাতে যাচ্ছে। কিন্তু তখন বাধা দিয়ে মৌ বলে যে জিনিসে তাঁর অধিকার নেই, সেই জিনিস সে নিতে পারবে না। একথা শোনামাত্রই কাঁদতে কাঁদতে সেখানে থেকে বেরিয়ে যায় চাঁদনি। সেই দৃশ্য দেখে বীথি ডোডোকে বলে চাঁদনিকে একা না ছাড়তে এবং তাঁকে পৌঁছে দিয়ে আসতে।
মায়ের কথা শুনে মৌকে মণ্ডপে একা ফেলেই চাঁদনির সঙ্গে চলে যায় ডোডো। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে দেখে পুরোহিত বরের কথা জিজ্ঞেস করতে থাকেন। ওদিকে আবার গাড়ি করে যাওয়ার সময় অজ্ঞান হয়ে যান চাঁদনি। এবার দেখার, চাঁদনি অসুস্থ হয়ে পড়ার পর ডোডো সময়মতো বিয়ের মণ্ডপে পৌঁছতে পারে কিনা। তবে ‘মেয়েবেলা’র এই নতুন প্রোমো দেখে অনেকেই দাবি করছেন, মৌ-ডোডোর মাঝে এবার ভিলেন হয়ে দাঁড়াবে চাঁদনি। দেখা যাক, সত্যিই সেটা হয় কিনা।