• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাধ্যমিকেই শুরু প্রেমকাহিনী! অবশেষে স্ত্রীকে নিয়ে মুখ খুললেন ‘বং ক্রাশ’ ডোডোদা

Published on:

Star Jalsha Meyebela Dodo AKA Arpan Ghoshal interview

এই মুহূর্তে বাংলার হাজার হাজার মেয়ের ক্রাশ যদি কেউ হয়ে থাকেন তাহলে তিনি ‘মেয়েবেলা’র (Meyebela) ডোডোদা (Dodo) ওরফে অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। স্টার জলসার (Star Jalsha) পর্দায় যখন ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছিল, তখনই অনেকের নজর কেড়েছিলেন অভিনেতা। যত সময় যাচ্ছে ততই মহিলামহলে ক্রেজ বাড়ছে অর্পণের। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার (Interview) দেওয়ার সময় এই নিয়ে মুখ খোলেন ‘বং ক্রাশ’ ডোডোদা নিজে।

‘মেয়েবেলা’য় অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অর্পণ। সম্প্রতি সেই অভিনেতাই মুখোমুখি হয়েছিলেন আনন্দবাজার অনলাইনের। এই ‘বং ক্রাশ’ তকমা পেয়ে তিনি কতখানি উপভোগ করছেন জিজ্ঞেস করা হলেন অর্পণ সাফ বলেন, ‘আসলে এগুলো ক্ষণিকের বিষয়। এই আছে, এই নেই। আমি যে কাজের জন্য দর্শকমহলে গ্রহণযোগ্যতা পাচ্ছি, সেখানে মন দেওয়াই ভালো। আজ ক্রাশ আছি, কাল থাকব না। অন্য কেউ হয়ে যাবেন। তাই এই নিয়ে খুব একটা ভাবছি না’।

Arpan Ghoshal, Meyebela Dodo, Arpan Ghoshal interview

ডোডো চরিত্রে অভিনয় করে পরিচিতি পেলেও অনেকেই জানেন না, অর্পণের অভিনয়ে হাতেখড়ি কিন্তু থিয়েটারের মাধ্যমে। সেই জন্য এখনও সিরিয়ালের ব্যস্ত শিডিউল থেকে ঠিক থিয়েটারের জন্য সময় বের করে নেন তিনি। সাক্ষাৎকারে অর্পণ বলেন, ‘এনারা আমার থিয়েটারের জন্য অনেকটা সময় দিচ্ছেন। তবে আমার জীবনে এখন কোনও ছুটি নেই’।

অর্পণকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়, ডোডোকে দর্শকরা চেনেন। কিন্তু অভিনেতা অর্পণ বাস্তব জীবনে কেমন মানুষ? জবাবে তিনি বলেন, ‘আমি খুব চুপচাপ। আমার জীবনটাই ভীষণ বোরিং। সাক্ষাৎকার শুরুর আগেই আপনাকে বললাম না, এই লেখা হয়তো কেউ পড়বেন না। কারণ আমি তো মশলাদার কোনও কথা বলতে পারি না’।

Arpan Ghoshal, Meyebela Dodo, Arpan Ghoshal interview

কথার সূত্র ধরেই স্ত্রীয়ের প্রসঙ্গেও মুখ খোলেন ‘বং ক্রাশ’ ডোডো। অর্পণ জানান, তিনি ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছেন। তবে তাঁর বিয়ের খবর জেনে অনেকে কষ্ট পেয়েছেন। সেই বিষয়ে কী মত তাঁর? পর্দার ‘ডোডোদা’র সাফ জবাব, ‘এটা প্রচণ্ড অস্বস্তিকর বিষয়। আমি বিবাহিত জানার পর কেউ যদি আমার অভিনয় ভালো না বাসেন, তাহলে কী বলব! তবে আমার মনে হয়, আমায় যারা ভালোবাসেন তাঁরা ঠিক মেনে নেবেন’। এরপরই একটি ঘটনা শেয়ার করেন অভিনেতা।

Arpan Ghoshal, Arpan Ghoshal wife, Meyebela Dodo

অর্পণ খানিক হেসে বলেন, ‘আমার মনে আছে, একজন মেয়ে আমার প্রচুর কার্ড পাঠাতেন। আমি তাঁকে বলেছিলাম, আমি যে আমায় এত কার্ড পাঠান, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। মেয়েটি তখন বলেছিলেন, গোলপোস্টে তো গোলকিপার থাকবেই। কিন্তু তাই বলে কি আর কেউ গোল করার চেষ্টা করবে না?’

Arpan Ghoshal, Arpan Ghoshal wife, Meyebela Dodo

সবশেষে অর্পণকে জিজ্ঞেস করা হয়, তিনি কি কখনও নিজের রিলেশনশিপ স্ট্যাটাস লুকোনোর চেষ্টা করেছেন? জবাবে ‘মেয়েবেলা’ নায়ক সাফ বলেন, ‘এখানে লুকোনোর কিছু নেই। তবে ব্যক্তিগত জীবনটা যদি গোছানো হয়, তাহলে কাজে মন দিতেও সুবিধা হয়। যাকে আমি বিয়ে করেছি, ক্লাস টেন থেকে তাঁর সঙ্গে আমার বন্ধুত্ব। আমার প্রচুর খারাপ সময়ের সাক্ষী সে। আমি লাইমলাইটেও যখন আসিনি তখন সে আমায় বলত, ‘তুই ভালো অভিনেতা হবি’। সেই মানুষটা আমার জীবনে কনস্ট্যান্ট। সেই জন্য বিয়েটা করে নিয়েছি। আমাদের বিয়ে হয়েছে দু’বছর হল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥