• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হোম ডেলিভারির পর নতুন পেশা, ষ্টার জলসার পর্দায় নতুন সিরিয়ালে কামব্যাক ‘খুকুমণি’ দীপান্বিতার

বাংলা টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের (New Serial) আনাগোনা লেগেই রয়েছে। একটা সিরিয়াল শুরু হতে না হতেই যেমন ঘনিয়ে আসে তার শেষের মেয়াদ তেমনি সেই সিরিয়ালের জায়গা নিচ্ছে আরও এক ঝাঁক নতুন সিরিয়াল। এবার তেমনই টেলিপাড়ার সমস্ত জল্পনাকে সত্যি করেই স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসছে আরও একটা নতুন সিরিয়াল।

এরইমধ্যে দুরন্ত গতিতে আজই প্রকাশ্যে এসেছে আরও এক নতুন ধারাবাহিকের প্রথম প্রমো (First Promo)। আসলে দিনের শেষে সিরিয়াল মানেও একটা ব্যবসা। তাই টিআরপি তালিকায় নম্বর ওঠানামা করলেই তার কোপ গিয়ে পড়ে যে কোন সিরিয়ালের ওপর।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,খুকুমণি,Khukumoni,শান্টু,Shantu,কামব্যাক,Comeback,তুঁতে,Tunte,নতুন সিরিয়াল,New Serial,প্রকাশ্যে প্রোমো,Promo On Air,সৈয়দ আরফিন,Syed Arefin,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit

আর বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসার ট্রাক রেকর্ডেই আছে কম সময়ের মধ্যে সিরিয়াল শেষ করে দেওয়ার বিষয়টি। এই চ্যানেলে ইতিপূর্বে দেখা গিয়েছে কোন সিরিয়ালের মেয়াদ তিন মাস তো কারো ছ মাস। তবে সবাইকে টেক্কা দিয়ে গত সপ্তাহেই মাত্র দু মাস বয়সে শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল বালিঝড়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,খুকুমণি,Khukumoni,শান্টু,Shantu,কামব্যাক,Comeback,তুঁতে,Tunte,নতুন সিরিয়াল,New Serial,প্রকাশ্যে প্রোমো,Promo On Air,সৈয়দ আরফিন,Syed Arefin,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit

পরিবর্তে তার জায়গা নিয়েছে সব্যসাচী চৌধুরী অভিনীত নতুন সিরিয়াল রামপ্রসাদ। আর এবার টেলিপাড়ার সমস্ত জল্পনাকে সত্যি করেই এসে গিয়েছে খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালের নায়িকা খুকুমণি অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) এবং খেলাঘর সিরিয়ালের সান্টু অভিনেতা সৈয়দ আরফিনের (Syed Arefin) নতুন সিরিয়াল। প্রকাশ্যে আসা এই সিরিয়ালের প্রমো দেখে যতটুকু বোঝা যাচ্ছে ধারাবাহিকের নায়িকার জামাকাপড় সেলাই এবং জামা কাপড় তৈরির উপরে রয়েছে এক আলাদাই ভালোবাসা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,খুকুমণি,Khukumoni,শান্টু,Shantu,কামব্যাক,Comeback,তুঁতে,Tunte,নতুন সিরিয়াল,New Serial,প্রকাশ্যে প্রোমো,Promo On Air,সৈয়দ আরফিন,Syed Arefin,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit

আসলে ফ্যাশন ডিজাইনার হওয়াই তার স্বপ্ন। অন্যদিকে বাড়িতে রয়েছে তার সৎ মা। যে তাকে টাকার বিনিময়ে এক বছরের জন্য কলকাতা শহরের এক বড়লোক মহিলার কাছে বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়। কিন্তু একথা সে জানে না। তাই হাতে ঝাড়ু ধরিয়ে দেওয়া হলে সে বলে ওঠে আমি তো ‘ফ্যাশন ডিজাইনার’ হতে এসেছিলাম।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,খুকুমণি,Khukumoni,শান্টু,Shantu,কামব্যাক,Comeback,তুঁতে,Tunte,নতুন সিরিয়াল,New Serial,প্রকাশ্যে প্রোমো,Promo On Air,সৈয়দ আরফিন,Syed Arefin,দীপান্বিতা রক্ষিত,Dipanwita Rakshit

ততক্ষণে বাড়ির কাজের লোকের ফ্যাশন ডিজাইনার হওয়ার কথা শুনে হাসিতে ফেটে পড়েন সেই বাড়ির  সদস্যরা। কিন্তু তখনই এন্ট্রি নেয় সিরিয়ালের নায়ক। যে নায়িকার সমর্থনে বলে ওঠে ‘কেন হতে পারে না? কাজের মেয়ে বলে ট্যালেন্ট স্বপ্ন থাকতে নেই?’

পেঁপে দিয়ে চেপে সংলাপের স্রষ্টা খুকুমণি অভিনেত্রী দীপান্বিতার এতদিন পর ছোট পর্দায় কামব্যাকের খবরে রীতিমতো উচ্চশিত দর্শক। তাই তুঁতের প্রথম প্রোমো প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ধারাবাহিকে নতুন জুটি দীপান্বিতা আর সৈয়াদকে দেখা অপেক্ষায় রীতিমতো মুখিয়ে রয়েছেন দর্শক।