• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং, অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Published on:

Star Jalsha Kamala O Sreeman Prithwiraj casting real name with production house and character wise real names

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালি ছেড়ে একেবারে ভিন্ন স্বাদের গল্প দেখানো হচ্ছে এই মেগায়। কমলা-মানিকের নিষ্পাপ প্রেমকাহিনী ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এ ইংরেজ শাসনাধীন ভারতের কাহিনী দেখানো হচ্ছে। ধারাবাহিকের নায়ক-নায়িকা কমলা এবং মানিক শৈশবেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। এই দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শিশুশিল্পী সুকৃত সাহা (Sukrit Saha) এবং অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)। এই ধারবাহিকটির গল্প লিখেছেন স্নিগ্ধা বসু এবং পরিচালনা করছেন লক্ষ্মণ ঘোষ। প্রযোজনা সংস্থা হল অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট।

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর কাস্ট (Kamala O Sreeman Prithwiraj Serial Cast)

সিরিয়ালের নামকমলা ও শ্রীমান পৃথ্বীরাজ
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা
প্রধান নায়কসুকৃত সাহা
প্রধান নায়িকাঅয়ন্যা চট্টোপাধ্যায়
সম্প্রচার শুরুর দিন১৩ মার্চ ২০২৩
সম্প্রচারের সময়৬:৩০PM (সোম থেকে রবি)
মোট পর্ব২০০

 ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর কাস্টিং (Kamala O Sreeman Prithwiraj Serial Casting)

চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক, স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে কোন চরিত্রে কোন টেলি অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছেন।

কমলা চরিত্রে অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee as Kamala)

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এ নায়িকা কমলার ভূমিকায় অভিনয় করছেন অয়ন্যা চট্টোপাধ্যায়। কমলা যেমন দেখতে সুন্দরী, তেমনই পড়াশোনাতেও তুখোড়। প্রয়োজন পড়লে আবার প্রতিবাদী রূপও ধারণ করতে পারে সে।

Ayanna Chatterjee as Kamala in Kamala O Sreeman Prithwiraj

মানিক চরিত্রে সুকৃত সাহা (Sukrit Saha as Manik)

শ্রীমান পৃথ্বীরাজ ওরফে মানিকের চরিত্রে দেখা যাচ্ছে সুকৃত সাহাকে। কমলা যেমন শান্ত-শিষ্ট, পড়াশোনায় তুখোড়, মানিক ততটাই ডানপিটে। যদিও স্ত্রী অন্ত প্রাণ সে। ছোট বয়স হলেও স্ত্রীকে কীভাবে সম্মান করতে হয় তা জানা আছে মানিকের।

Sukrit Saha as Manik in Kamala O Sreeman Prithwiraj

সুহাসিনীর চরিত্রে গীতশ্রী রায় (Geetashree Roy as Suhasini)

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক নায়ক মানিকের মা সুহাসিনীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী গীতশ্রী রায়। বাংলা সিরিয়ালের আর পাঁচজন কুটনি শাশুড়ির থেকে একেবারে আলাদা সে।

Geetashree Roy as Suhasini in Kamala O Sreeman Prithwiraj

ফণীভূষণ চরিত্রে কুশল চক্রবর্তী (Kushal Chakraborty as Phonibhushan)

মানিকের বাবা তথা কমলার শ্বশুরমশাইয়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা কুশল চক্রবর্তী। একেবারে আদর্শ শ্বশুরমশাই হলেন ফণীভূষণ। বৌমা কমলার প্রতি কোনও অন্যায়-অবিচার সহ্য করেন না তিনি।

Kushal Chakraborty as Phonibhushan in Kamala O Sreeman Prithwiraj

রুদ্রপ্রতাপ রায়ের চরিত্রে কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty as Rudrapratap Roy)

কমলার বাবা তথা মানিকের শ্বশুরমশাইয়ের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। ইংরেজ শাসনের পৃষ্ঠপোষক রুদ্রপ্রতাপ।

Kaushik Chakraborty as Rudrapratap in Kamala O Sreeman Prithwiraj

বিনোদিনীর চরিত্রে সোহিনী সান্যাল (Sohini Sanyal as Binodini)

মানিক এবং কমলার বড়মা বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেত্রী সোহিনী সান্যালকে।

Sohini Sanyal as Binodini in Kamala O Sreeman Prithwiraj

চন্দ্রবতীর ভূমিকায় অনন্যা গুহ (Ananya Guha as Chandrabati)

মানিকের বিধবা পিসিমা চন্দ্রবতীর চরিত্রে অভিনয় করছেন অনন্যা গুহ। তৎকালীন সমাজে বিধবা মহিলাদের জীবন কতখানি কষ্টের ছিল তা নিপুণভাবে দেখানো হচ্ছে চন্দ্রবতী চরিত্রটির মাধ্যমে।

Ananya Guha as Chandraboti in Kamala O Sreeman Prithwiraj

সুধাময়ীর চরিত্রে শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj as Sudhamoyi)

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এ সুধাময়ী ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীময়ী চট্টরাজকে।

Sreemoyee Chattoraj as Sudhamoyi in Kamala O Sreeman Prithwiraj

বীণাপাণির চরিত্রে সম্পূর্ণা মণ্ডল (Sampurna Mandal as Binapani)

জনপ্রিয় টেলি অভিনেত্রী সম্পূর্ণা মণ্ডলকে দেখা যাচ্ছে বীণাপাণির ভূমিকায় অভিনয় করতে।

Sampurna Mandal as Binapani in Kamala O Sreeman Prithwiraj

হরিমতীর চরিত্রে সিঞ্চনা সরকার (Sinchana Sarkar as Horimoti)

কমলার বৌদি হরিমতীর চরিত্রে অভিনয় করছেন সিঞ্চনা সরকার।

Sinchana Sarkar, Potol Kumar Gaanwala Tuli, Komola O Sreeman Prithviraj Horimoti

গিরীন্দ্রর চরিত্রে ঋত্বিক পুরকাইত (Ritwik Purkait as Girindro)

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে গিরীন্দ্রর ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক পুরকাইত।

Ritwik Purkait as Girindro in Kamala O Sreeman Prithwiraj

এছাড়াও ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে আরও নানান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে তানিশ চক্রবর্তী, অরণ্য রায় চৌধুরী, অভিজিৎ গুহ, সর্বজিৎ প্রসাদ, সোহিনী পালের মতো তারকাদের।

OTT-তে কোথায় দেখা যাবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’?

স্টার জলসার এই জনপ্রিয় মেগা যদি আপনি মোবাইল ফোনে দেখতে চান তাহলে দেখতে পারেন ডিজনি প্লাস হটস্টারে। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’র শুরু থেকে এখনও পর্যন্ত হওয়া সকল এপিসোড দেখতে পাবেন এখানে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥