গত কয়েক মাসে স্টার জলসার (Star Jalsha) পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এমনই একটি ধারবাহিক হল ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Valobasa)। স্বামী, সংসার সামলে কীভাবে চুটিয়ে জীবন উপভোগ করা যায় সেই গল্প বলতেই এসেছে কোজাগরী, তোতারা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এবং অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan)। ধারাবাহিকে মা-মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাঁদের।
বাংলা সিরিয়ালের একঘেয়ে পরকীয়া-কুটকচালির ভিড়ে ভিন্ন স্বাদের ‘জল থই থই ভালোবাসা’ দেখতে বেশ ভালোলাগছে দর্শকদের। নতুন সিরিয়াল (Bengali Serial) হলেও টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে স্থান করে নিয়েছে কোজাগরী-তোতাদের ধারাবাহিক। স্টার জলসার এই জনপ্রিয় মেগার কাহিনী লিখেছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং প্রযোজনা করছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস।
‘জল থই থই ভালোবাসা’-এর কাস্ট (Jol Thoi Thoi Valobasa Cast)
সিরিয়ালের নাম | জল থই থই ভালোবাসা |
সম্প্রচারকারী চ্যানেল | স্টার জলসা |
প্রধান নায়িকা | অপরাজিতা আঢ্য, অনুষা বিশ্বনাথন |
সম্প্রচার শুরুর দিন | ২৫ সেপ্টেম্বর ২০২৩ |
সম্প্রচারের সময় | ৯:০০PM |
মোট পর্ব | ৪১ |
‘জল থই থই ভালোবাসা’-এর কাস্টিং (Jol Thoi Thoi Valobasa Casting)
স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে কোন চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাচ্ছে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।
কোজাগরী বসুর চরিত্রে অপরাজিতা আঢ্য (Aparajita Adhya as Kojagori Basu)
‘জল থই থই ভালোবাসা’র কাহিনী আবর্তিত হচ্ছে কোজাগরী বসুকে কেন্দ্র করে। মধ্যবয়স্কা কোজাগরী চুটিয়ে জীবন উপভোগ করতে ভালোবাসে। এই বয়সেও তাই সে অনায়াসে বাচ্চাদের সুইমিং পুলে লাফ দিয়ে দিতে পারে। প্রাণখোলা এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অপরাজিতা আঢ্যকে।
তোতা বসুর চরিত্রে অনুষা বিশ্বনাথন (Anusha Viswanathan as Tota Basu)
কোজাগরীর বাড়িতে তার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম যদি কেউ হয়ে থাকে তাহলে তা হল তোতা। মায়ের সব সিদ্ধান্তে পূর্ণ সমর্থন থাকে তার। কোজাগরীর প্রাণখোলা স্বভাব ভীষণ পছন্দ তার মেয়ের। তোতার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথন।
উদ্যালোক বসুর চরিত্রে চন্দন সেন (Chandan Sen as Uddyalok Basu)
কোজাগরীর স্বামী উদ্যালোকের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চন্দন সে। কোজাগরীর প্রাণখোলা স্বভাব নিয়ে মাঝেমধ্যে মশকরা করলেও, উদ্যালোক আদতে বেশ মজার মানুষ।
টিনটিন বসুর চরিত্রে অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee as Tintin Basu)
কোজাগরী এবং উদ্যালোকের ছোট ছেলে টিনটিনের ভূমিকায় দেখা যাচ্ছে টেলি অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। মায়ের কাণ্ডকারখানায় টিনটিনকে মাঝেমধ্যে বিরক্ত হতে দেখা যায়।
তূণীর বসুর চরিত্রে দেবোত্তম মজুমদার (Debottam Majumder as Tunir Basu)
কোজাগরী এবং উদ্যালোকের বড় ছেলে তূণীর ওরফে টিটোর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দেবোত্তম মজুমদার।
কঙ্কনার চরিত্রে ইপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee as Kankana)
তূণীরের হবু স্ত্রী তথা কোজাগরীর হবু বড় বৌমা কঙ্কনা ওরফে কোকোর ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়কে। তোতার মতোই কোকোকেও ভীষণ ভালোবাসে কোজাগরী। হবু শাশুড়ির সব পাগলামিতে পুরো সাপোর্ট থাকে কোকোর।
আসমান চরিত্রে ইন্দ্রাশিস রায় (Indrasish Roy as Ashman)
‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে আসমানের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাশিস রায়। এখন রূপের সঙ্গে তোতার বিয়ের কথা চললেও দর্শকদের অনুমান সেই বিয়ে ভেঙে আসমানের সঙ্গেই বিয়ে হবে তার।
দর্শনার চরিত্রে নন্দিনী চট্টোপাধ্যায় (Nandini Chatterjee as Rup)
রূপের মা তথা তোতার হবু শাশুড়ি দর্শনার চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়।
এছাড়াও কোজাগরীর দুই বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র এবং দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে।
আগামী দিনে ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকের আরও কলাকুশলীদের নাম প্রকাশ্যে আসার সঙ্গে এই তালিকা আপডেট করে দেওয়া হবে।
OTT-তে কোথায় দেখবেন ‘জল থই থই ভালোবাসা’?
স্টার জলসার বাকি ধারাবাহিকগুলির মতো ‘জল থই থই ভালোবাসা’ও আপনি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন। প্রথম থেকে এখনও অবধি সম্প্রচারিত হওয়া সকল এপিসোড সেখানে আছে।