প্রেমের মাসে শুরু হচ্ছে ‘বঁধুয়া’র (Badhua) সফর। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে রিজওয়ান রাব্বানী শেখ এবং নবাগতা জ্যোতির্ময়ী কুন্ডুর ধারাবাহিক (Bengali Serial)। কোন স্লটে এই মেগা সম্প্রচারিত হবে তা নিয়েও বিস্তর চর্চা হয়েছে। অবশেষে মিললো সেই উত্তর। স্টার জলসার (Star Jalsha) তরফ থেকে আসন্ন এই ধারাবাহিকের স্লট ঘোষণা করা হল।
‘বঁধুয়া’র প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই কোন ধারাবাহিক শেষ হবে তা নিয়ে সিরিয়ালপ্রেমীদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল। অনেকে অনুমান করেছিলেন, ‘সন্ধ্যাতারা’র জায়গা নেবে রেজওয়ান-জ্যোতির্ময়ীর সিরিয়াল। তবে তেমনটা হল না। স্টার জলসার তরফ থেকে জানানো হল, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বঁধুয়া’র সম্প্রচার। এখন প্রশ্ন হল, কোন টাইম স্লটে আসছে বঁধুয়া (Badhua Timeslot)?
বঁধুয়া টাইম স্লট (Badhua Serial Telecast Timing)
তাহলে বলে রাখি, ‘সন্ধ্যাতারা’ নয়, বরং ভৌতিক কাহিনী নির্ভর ‘তুমি আশেপাশে থাকলে’র (Tumi Ashe Pashe Thakle) জায়গা নিতে চলেছে ‘বঁধুয়া’। ১৬ ফেব্রুয়ারি থেকে রাত ৮টার স্লটে দেখা যাবে এই মেগা। গত বছর ৩ নভেম্বর থেকে শুরু হয়েছিল রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়ের সিরিয়াল। ভিন্ন স্বাদের গল্প হলেও দর্শকমনে সেভাবে ছাপ ফেলতে পারেনি দেব-পারোর কাহিনী। অবশেষে কঠিন সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ শিমুলই বিষ দিয়েছে! আদালতে প্রতীক্ষাদের হয়ে সাক্ষী দিল মধুবালা, ফাঁস তুলকালাম পর্ব
এখন অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কি শেষ হয়ে যাচ্ছে ‘তুমি আশেপাশে থাকলে’? শোনা যাচ্ছে, এখনই বন্ধ হবে না এই সিরিয়াল। ৮টা থেকে সরিয়ে রাতের স্লটে পাঠানো হবে দেব-পারোর মেগাকে। সৃজন-পর্ণার ‘নিম ফুলের মধু’কে টেক্কা দিতে ব্যর্থ হওয়ায় শুরু হওয়ার তিন মাসের মধ্যেই স্লটহারা হল দেব-পারোর ধারাবাহিক।
প্রসঙ্গত, ‘নবাব নন্দিনী’ শেষ হওয়ার প্রায় এক বছর পর ছোটপর্দায় ফিরছেন রেজওয়ান (Rezwan Rabbani Sheikh)। ‘বঁধুয়া’য় আবীর চরিত্রে দেখা যাবে তাঁকে। একান্নবর্তী পরিবারের নয়নের মণি সে। বাড়ির লোকেরা আবীরের বিয়ের তোরজোড় শুরু করতে চাইলে সে জানায় পাত্রী আগে থেকেই ঠিক করা আছে। তার কথা মতো পেখমের বাড়িতে সম্বন্ধ নিয়ে যায় সকলে।
আরও পড়ুনঃ শেষরক্ষা হল না, মৃত্যুর মুখে রুপা! এদিকে খসে পড়ল ভিক্টরের মুখোশ, ফাঁস চোখে জল আনা আগাম পর্ব
মেয়ের বাড়ির সকলে এই সম্বন্ধে রাজি থাকলেও পেখমের মনে দ্বিধাবোধ কাজ করতে থাকে। শেষমেষ দ্বিধা নিয়েই আবীরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ে সে। কিন্তু বিয়ের পর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতায় আপত্তি করে পেখম! সে বলে, সব মনের কথা সবার সহ্য হয় না। অনেক সময় নিজেরও না। পেখমের মনে কোন কথা লুকিয়ে রয়েছে? ‘বঁধুয়া’ শুরু হওয়ার পরেই মিলবে সেই উত্তর।