• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পোখরাজকে ভুলে অনির্বাণকে বিয়ে করবে রাধিকা! ‘এক্কা দোক্কা’ দেখে দিলখুশ ‘সোনাতিক’ ভক্তদের

Published on:

Ekka Dokka Radika agreed to marry Anirban

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Serial) হল ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka)। লীনা গাঙ্গুলীর এই সিরিয়াল শুরু থেকেই দর্শকদের প্রচণ্ড পছন্দের। রাধিকা (Radhika)-পোখরাজের (Pokhraj) জুটিও অল্প সময়ের মধ্যে স্থান করে নিয়েছে দর্শকদের মনে। এবার এই সিরিয়ালেই আসছে বাম্পার টুইস্ট। পোখরাজকে ছেড়ে ডক্টর অনির্বাণকে (Anirban) বিয়ে (Wedding) করতে রাজি হয়ে গেল রাধিকা।

লীনা গাঙ্গুলী এমন একজন লেখিকা যিনি বাংলা সিরিয়ালের ইতিহাসের বহু কালজয়ী ধারাবাহিকের জন্ম দিয়েছেন। ‘পুণ্যিপুকুর’, ‘নকশি কাঁথা’, ‘ইষ্টি কুটুম’ থেকে শুরু করে ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’, ‘ধুলোকণা’ সহ প্রচুর জনপ্রিয় ধারাবাহিকের স্রষ্টা তিনি। তাঁর বিশেষত্বই হল নিজের সিরিয়ালের একাধিক চমক এনে দর্শকদের অবাক করে দেওয়া। ঠিক যেমন ‘এক্কা দোক্কা’য় অনির্বাণ হিসেবে প্রতীক সেনের এন্ট্রি দেখিয়ে করেছেন।

Ekka Dokka, Radhika Anirban, Pokhraj

প্রতীক এবং সোনামণি তথা ‘এক্কা দোক্কা’র রাধিকা একসঙ্গে লীনার ‘মোহর’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। সেখান থেকেই জনপ্রিয়তা পাওয়া শুরু ‘সোনাতিক’ জুটির। ‘সাহেবের চিঠি’ শেষ হওয়ার পর লীনা যখন ‘এক্কা দোক্কা’য় পুরনো ‘সোনাতিক’ ম্যাজিক ফিরিয়ে আনলেন তখন স্বভাবতই প্রচণ্ড খুশি হন দর্শকরা।

Ekka Dokka Pokhraj Ranjha, Ekka Dokka

যদিও ‘রাধিরাজ’ অনুরাগীদের দাবি, অনির্বাণকে এনে পোখরাজকে সাইড করছেন লীনা। সম্প্রতি যেমন রাধিকা-পোখরাজের মিল না দেখিয়ে গুণ্ডার মেয়ে রঞ্জাবতীর সঙ্গে পোখরাজের বিয়ে দেখানো হয়ে ধারাবাহিকে। তখনই অনেকে ভেবেছিলেন, ‘সোনাতিক’ জুটিকে এক করবে বলেই পোখরাজের সঙ্গে এটা করা হল। অবশেষে ঠিক মিলে গেল তাঁদের অনুমান।

‘এক্কা দোক্কা’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, অনির্বাণকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছে রাধিকা। ধারাবাহিকের এই নতুন টুইস্ট দেখে একদিকে যেমন ‘সোনাতিক’ অনুরাগীরা বেজায় খুশি হয়েছেন, তেমনই আবার ক্ষুণ্ণ হয়েছেন ‘রাধিরাজ’ ভক্তরা।

ধারাবাহিকের এই পর্ব দেখার পরেই ‘সোনাতিক’ অনুরাগীরা ‘এক্কা দোক্কা’র নতুন প্রোমোর ডিম্যান্ড করা শুরু করে দিয়েছেন। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘রাধিকা অনির্বাণকে হ্যাঁ বলে দিল। ওঁদের প্রেম এবং বিয়েটা এবার অন্তত সুস্থভাবে একটু দেখানো হোক। একটা প্রোমোও চাই’। এবার দেখা যাক, দর্শকদের দাবি মেনে ‘এক্কা দোক্কা’র নতুন প্রোমো আসে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥