• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP’র লোভে নোংরামি দেখাচ্ছে! বিয়ের আগেই বিছানায় ঘনিষ্ঠ দুর্জয়-রানী, রাগে ফুঁসছে দর্শকরা

Published on:

Star Jalsha Bengali serial Tomader Rani Durjoy Rani come close before marriage sparks controversy

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য পথচলা শুরু হয়েছে ‘তোমাদের রানী’র (Tomader Rani)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে খুব কম সময়ের মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে ভিন্ন স্বাদের এই মেগা (Bengali Serial)। দুর্জয়-রানীর দুষ্টুমিষ্টি রসায়ন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। তবে এবার এই সিরিয়ালেরই একটি দৃশ্য নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

‘তোমাদের রানী’র নিয়মিত দর্শকরা জানেন, সম্প্রতি দুর্জয়ের (Durjoy) জীবনে ফিরে এসেছে তার প্রাক্তন প্রেমিকা অনুষা। এতদিন পর তাকে সামনে দেখে প্রচণ্ড রেগে যায় দুর্জয়। সেই সঙ্গেই মনে পড়তে থাকে অনুষার সঙ্গে কাটানো নানান মুহূর্ত এবং তার দেওয়া যন্ত্রণার কথা। এহেন পরিস্থিতিতে মদ্যপান শুরু করে দুর্জয়।

Tomader Rani, Tomader Rani Rani and Durjoy intimate scene

ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পাবেন, নিজের ঘরে বসে মদ খেতে থাকে দুর্জয়। নেশার ঘোরে নিজের পা অবধি কেটে ফেলে সে। পাশাপাশি রানীর (Rani) সঙ্গে কাটানো কিছু মুহূর্তের কথাও তার মনে পড়তে থাকে। এরপর রানী সেখানে এসে দেখে নেশাগ্রস্ত অবস্থায় মেঝের ওপর বসে আছে দুর্জয়। তার আশেপাশে পরে আছে কাঁচের টুকরো।

Tomader Rani, Tomader Rani Rani and Durjoy

দুর্জয়ের এই অবস্থা দেখে তাকে সামলাতে আসে রানী। তাকে বকাঝকা দিয় কিছুটা সামলায় সে। এরপর নেশার ঘোরে রানীকে নিয়েই খাটের ওপর পড়ে যায় দুর্জয়। তখনই কাছাকাছি আসে দু’জনে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছে দুর্জয়-রানীর রোম্যান্সের এই ভিডিও। আর তা দেখেই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিয়ের আগে দুর্জয়-রানীর এই ঘনিষ্ঠতা দেখে দর্শকদের একাংশ বেজায় চটে গিয়েছেন। কেউ কেউ আবার এও বলেছেন, এই ঘনিষ্ঠতার কারণেই গর্ভবতী হয়ে পড়বে রানী। আর তখনই হয়তো বাধ্য হয়ে তাকে বিয়ে করবে দুর্জয়। কারণ ‘তোমাদের রানী’র প্রোমোতেই দেখা গিয়েছিল, দুর্জয় এবং রানীর বিয়ে হয়ে গিয়েছে এবং রানী গর্ভবতী। দর্শকদের একাংশের অনুমান, এভাবেই হয়তো সিরিয়ালের রানীর প্রেগন্যান্সির ট্র্যাক আনা হবে এবার দেখা যাক শেষ অবধি এমনটা হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥