• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দূরত্ব ঘুচিয়ে কাছাকাছি আসছে সন্ধ্যা-আকাশনীল! ‘সন্ধ্যাতারা’র নতুন পর্ব দেখে দিলখুশ দর্শকদের

স্টার জলসার (Star Jalsha) ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara) ধারাবাহিকটি খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছে। দুই বোনের ভালোবাসার কাহিনী মন ছুঁয়ে গিয়েছে সকলের। একদিকে রয়েছে মাঠে-ঘাটে চাষ করা সন্ধ্যা, যে নিজের বোনের খুশির জন্য সব করতে রাজি। আরেকদিকে রয়েছে নরম-সরম তারা, যে দিদির জন্য নিজের সবচেয়ে পছন্দের জিনিসটিকেও ছেড়ে দিতে তৈরি। বাংলা সিরিয়ালের (Bengali Serial) তথাকথিত কূটকচালি-পরকীয়ার ভিড়ে একেবারে ভিন্ন কনসেপ্ট নিয়ে শুরু হয়েছে ‘সন্ধ্যাতারা’।

নতুন শুরু হওয়া এই ধারাবাহিকটি যারা রোজ দেখেন তাঁরা জানেন, ইতিমধ্যেই সন্ধ্যার (Sandhya) মুখে হাসি ফোটানোর জন্য আকাশনীলকে (Akashneel) ছেড়ে দিয়েছে তারা (Tara)। নিজের ভালোবাসার মানুষের সঙ্গে দিদির বিয়ে দেওয়ার মতো কঠিন কাজ করেছে সে। যদিও সন্ধ্যা এখনও জানে না আকাশনীল যে মেয়েকে ভালোবাসে সেই মেয়ে আর কেউ নয়, বরং তার ছোট বোন।

   

Sandhyatara, Sandhyatara Tara and Akashneel

একদিকে সন্ধ্যা-আকাশনীলের বিয়ে দিয়ে শহরে ফিরে গিয়েছে তারা। অপরদিকে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে এসে একের পর এক কাণ্ড ঘটিয়ে যাচ্ছে সন্ধ্যা। কখনও রান্না করতে গিয়ে কেঁদে ভাসাচ্ছে, কখনও আবার ‘স্মার্ট বউ’ সাজতে গিয়ে প্যান্ট খুলে যাচ্ছে। সন্ধ্যা-আকাশনীলের দুষ্টু-মিষ্টি রসায়ন বেশ ভালোলাগছে দর্শকদের।

Sandhyatara, Sandhyatara Sandhya and Akashneel

মায়ের কথা রাখতে সন্ধ্যাকে বিয়ে করলেও আকাশনীল এখনও মন থেকে তাকে মেনে নিতে পারেনি। এখনও তাদের মধ্যে দূরত্ব রয়েই গিয়েছে। কিন্তু এবার দূরত্ব মেটার পালা এসে গিয়েছে। ‘সন্ধ্যাতারা’র সাম্প্রতিক পর্বে সন্ধ্যা এবং আকাশনীলের রোম্যান্সের হালকা ঝলক দেখেছেন দর্শকরা।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, জলভূত নিয়ে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়েছে সন্ধ্যা। আকাশনীল তাকে চুপ করতে বললেও সে চুপ করে না। বরং ভেজা গায়ে বাথটব থেকে বেরিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আকাশনীলের ওপর পরে যায় সে। সন্ধ্যা-আকাশনীলের এই কয়েক সেকেন্ডের রোম্যান্স দেখেই দিলখুশ হয়ে গিয়েছে দর্শকদের। এভাবেই আস্তে আস্তে কাছাকাছি আসুক দু’জনে চাইছে সকলে। এবার দেখা যাক, দর্শকদের এই মনোবাসনা নির্মাতারা পূরণ করে কিনা।