• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘মন ফাগুন’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং : অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Updated on:

Star Jalsha Bengali serial Mon Phagun casting wiki with production house real names of actor actresses

স্টার জলসার (Star Jalsha) এমন বহু সিরিয়াল আছে যেগুলি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকরা সেগুলির কথা ভুলতে পারেননি। এমনই একটি ধারাবাহিক হল ‘মন ফাগুন’ (Mon Phagun)। সাংসারিক কুটকচালির একঘেয়ে গল্প ছেড়ে প্রেম-ভালোবাসা নিয়ে শুরু হয়েছিল এই মেগা। ঋষিরাজ এবং পিহুর দুষ্টুমিষ্টি প্রেমকাহিনী খুব কম সময়ের মধ্যেই স্থান করে নিয়েছিল দর্শকমনে।

২০২১ সালের ২৬ জুলাই শুরু হয়েছিল ‘মন ফাগুন’র সফর। প্রায় এক বছর বিনোদনের রসদ জোগানোর পর ২০২২ সালের ২১ আগস্ট শেষ হয় ঋষি-পিহুর পথচলা। ‘মন ফাগুন’ ধারাবাহিকটির (Bengali Serial) গল্প লিখেছিলেন স্নিগ্ধা বসু পরিচালনা করেছিলেন লক্ষ্মণ ঘোষ ও সৌমেন হালদার। প্রযোজনা করেছিল অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট।

‘মন ফাগুন’ সিরিয়ালের কাস্ট (Mon Phagun Serial Full Cast)

সিরিয়ালের নামমন ফাগুন
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা
প্রধান নায়কশন বন্দ্যোপাধ্যায়
প্রধান নায়িকাসৃজলা গুহ
সম্প্রচার শুরুর দিনক্ষণ২৬ জুলাই ২০২১
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ২১ আগস্ট ২০২২
মোট পর্ব৩৮৬

 ‘মন ফাগুন’ সিরিয়ালের কাস্টিং ((Mon Phagun Serial Casting)

জনপ্রিয় এই সিরিয়ালে কোন চরিত্রে অভিনয় করেছেন কোন অভিনেতা-অভিনেত্রীরা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

ঋষিরাজ সেনশর্মা চরিত্রে শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee as Rishiraj Sen Sharma)

‘মন ফাগুন’র নায়ক ঋষিরাজ ওরফে টুবাইদা চরিত্রে অভিনয় করেছিলেন শন বন্দ্যোপাধ্যায়। শহরের অন্যতম বড় ব্যবসায়ী ছিল ঋষি।

Sean Banerjee as Rishiraj Sen Sharma in Mon Phagun serial

প্রিয়দর্শিনী সেনশর্মা চরিত্রে সৃজলা গুহ (Srijla Guha as Priyadarshini Sen Sharma)

ঋষির স্ত্রী প্রিয়দর্শিনী ওরফে পিহু চরিত্রে অভিনয় করেছিলেন সৃজলা গুহ। ছলবলে মিশুকে স্বভাবের ট্যুর গাইড ছিল পিহু।

Srijla Guha as Priyadarshini Sen Sharma in Mon Phagun serial

রুশা শূর চরিত্রে গীতশ্রী রায় (Geetashree Roy as Rusha Sur)

পিহুর দিদি রুশা ওরফে সুদর্শিনীর চরিত্রে অভিনয় করেছিলেন গীতশ্রী রায়।

Geetashree Roy as Rusha Sur in Mon Phagun serial

সৌমেন শূরের চরিত্রে প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee as Soumen Sur)

রুশার স্বামী সৌমেনের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়।

Prantik Banerjee as Soumen Sur in Mon Phagun serial

ঋত্বিক সেনশর্মার চরিত্রে রব দে (Rob Dey as Ritwik Sen Sharma)

ঋষির তুতো ভাই ঋত্বিকের ভূমিকায় দেখা গিয়েছিল রব দে-কে।

Rob Dey as Ritwik Sen Sharma in Mon Phagun serial

অনুষ্কা সেনশর্মার চরিত্রে অমৃতা দেবনাথ (Amrita Debnath as Anushka Sen Sharma)

পিহুর তুতো বোন অনুষ্কার ভূমিকায় অভিনয় করেছিলেন অমৃতা দেবনাথ।

Amrita Debnath as Anushka Sen Sharma in Mon Phagun serial

শাশ্বতী সেনশর্মার চরিত্রে শাশ্বতী গুহঠাকুরতা (Saswati Guha Thakurta as Saswati Sen Sharma)

ঋষির ঠাকুমা শাশ্বতীর ভূমিকায় অভিনয় করেছিলেন শাশ্বতী গুহঠাকুরতা।

Saswati Guha Thakurta as Saswati Sen Sharma in Mon Phagun serial

অপ্রতিম সেনশর্মার চরিত্রে কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty as Apratim Sen Sharma)

ঋষির বাবা অপ্রতিমের ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশিক চক্রবর্তী।

Kaushik Chakraborty as Apratim Sen Sharma in Mon Phagun serial

মধুমন্তী সেনশর্মার চরিত্রে সোহিনী সান্যাল (Sohini Sanyal as Madhumanti Sen Sharma)

ঋষির মা মধুমন্তীর চরিত্রে অভিনয় করেছিলেন সোহিনী সান্যাল।

Sohini Sanyal as Madhumanti Sen Sharma in Mon Phagun serial

প্রতীম সেনশর্মার চরিত্রে অরিজিৎ চৌধুরী (Arijit Chowdhury as Pratim Sen Sharma)

ঋষির কাকু প্রতীমের চরিত্রে অভিনয় করেছিলেন অরিজিৎ চৌধুরী।

Arijit Chowdhury as Pratim Sen Sharma in Mon Phagun serial

মালবিকা সেনশর্মার চরিত্রে শ্রেয়সী সামন্ত (Shreyasee Samanta as Malabika Sen Sharma)

ঋষির কাকিমা মালবিকার ভূমিকায় দেখা গিয়েছিল শ্রেয়সী সামন্তকে।

Shreyasee Samanta as Malabika Sen Sharma in Mon Phagun serial

প্রিয়াঙ্কা রায় চৌধুরী চরিত্রে ঐন্দ্রিলা বসু (Oindrila Bose as Priyanka Roy Chowdhury)

ঋষির কলেজের বান্ধবী প্রিয়াঙ্কার চরিত্রে অভিনয় করেছিলেন ঐন্দ্রিলা বসু

Oindrila Bose as Priyanka Roy Chowdhury in Mon Phagun serial

মিলি চরিত্রে ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya as Mili)

নকল পিহু ওরফে মিলি চরিত্রে অভিনয় করেছিলেন ঐশী ভট্টাচার্য।

Aishi Bhattacharya as Mili in Mon Phagun serial

সার্থক চরিত্রে সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty as Sarthak)

মিলি প্রেমিক সার্থকের ভূমিকায় অভিনয় করেছিলেন সায়ক চক্রবর্তী।

Sayak Chakraborty as Balaram in Ramprasad serial

মৌসুমী হাজরার ভূমিকায় মল্লিকা মজুমদার (Mallika Majumdar as Mousumi Hazra)

পিহুর মাসি মৌসুমীর ভূমিকায় দেখা গিয়েছিল মল্লিকা মজুমদারকে।

Mallika Majumdar as Mousumi Hazra in Mon Phagun serial

পরিতোষ হাজরার চরিত্রে বিশ্বনাথ বসু (Biswanath Basu as Paritosh Hazra)

পিহুর মেসোমশাই পরিতোষের ভূমিকায় অভিনয় করেছিলেন বিশ্বনাথ বসু

Biswanath Basu Personal Life Unknown Fact

মনিকা শূরের চরিত্রে শাওন দে (Saon Dey as Monica Sur)

অপ্রতিমের প্রেমিকা মনিকার ভূমিকায় অভিনয় করেছিলেন শাওন দে।

Saon Dey as Monica Sur in Mon Phagun serial

রোহণ চরিত্রে স্যাম ভট্টাচার্য (Sam Bhattacharya as Rohan)

মনিকার ছেলে রোহণের ভূমিকায় দেখা গিয়েছিল স্যাম ভট্টাচার্য

Sam Bhattacharya as Rohan in Mon Phagun serial

নেত্রার চরিত্রে রোশনি তন্বী ভট্টাচার্য (Roshni Tanwi Bhattacharya as Netra)

রোমিওর ছেলেবেলার বান্ধবী নেত্রার চরিত্রে অভিনয় করেছিলেন রোশনি তন্বী ভট্টাচার্য।

Roshni Tanwi Bhattacharya as Netra in Mon Phagun serial

ভীম চরিত্রে শুভজিৎ কর (Suvajit Kar as Bhima)

রোমিওর তুতো ভাই ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন শুভজিৎ কর।

Suvajit Kar as Bhima in Mon Phagun serial

ময়ূখ চরিত্রে হৃতজিৎ চট্টোপাধ্যায় (Hritojeet Chatterjee as Mayukh)

রুশার নায়ক ময়ূখের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতজিৎ চট্টোপাধ্যায়।

Hritojeet Chatterjee as Mayukh in Mon Phagun serial

ঋজুলা চরিত্রে অনন্যা সেনগুপ্ত (Ananya Sengupta as Rijula)

ঋষির পিসি ঋজুলার ভূমিকায় অভিনয় করেছিলেন অনন্যা সেনগুপ্ত।

Ananya Sengupta as Rijula in Mon Phagun serial

সোমরাজ চরিত্রে সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee as Somraj)

ঋজুলার স্বামী সোমরাজের চরিত্রে দেখা গিয়েছিল সুজন নীল মুখোপাধ্যায়কে।

Sujan Neel Mukherjee as Somraj in Mon Phagun serial

নীহারিকা চরিত্রে অঙ্কুশ্রী মাইতি (Ankushree Maity as Niharika)

ঋত্বিকের এক তরফা প্রেমিকা নীহারিকার চরিত্রে দেখা গিয়েছিল অঙ্কুশ্রী মাইতিকে।

Ankusree Maity as Kiara in Gaatchora serial

যুধাজিৎ চরিত্রে দেবরাজ মুখোপাধ্যায় (Debraj Mukherjee as Judhajit)

ঋষির বিজনেস পার্টনার যুধাজিতের চরিত্রে অভিনয় করেছিলেন দেবরাজ মুখোপাধ্যায়।

Debraj Mukherjee as Judhajit in Mon Phagun serial

OTT-তে কোথায় দেখবেন ‘মন ফাগুন’?

স্টার জলসার বাকি সকল ধারাবাহিকের মতো ‘মন ফাগুন’র প্রত্যেকটি পর্ব ডিজনি প্লাস হটস্টারে রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥