• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ বেলাতেও হাসি ফোটালো মৌ-ডোডো জুটি! ভাইরাল মেয়েবেলার ‘মৌঝর’ মুহূর্তের ভিডিও

Published on:

Star Jalsha Bengali Serial Meyebela Wrap Up Party Mou Dodo dance video goes viral

মাত্র ৫ মাসেই দর্শকদের বড্ড পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছিল স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। কিন্তু দিনের শেষে এখনকার সব সিরিয়াল মানেই ব্যবসা, আর তাই এক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি (TRP)।  তাই সিরিয়ালের বিষয়বস্তু যতই ভালো হোক না কেন টিআরপি তালিকায় ভালো নম্বর না পেলে। অসময়েই শেষ করে দেওয়া হচ্ছে যে কোন সিরিয়াল।

এবার সেই তালিকাতেই যুক্ত হল দর্শকদের পছন্দের সিরিয়াল মেয়েবেলা।  এমনিতে অল্পদিনে সিরিয়াল শেষ হওয়াই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড। কারণ মানুষ এখনকার দর্শক একটা লম্বা সময় ধরে সিরিয়াল দেখার ধৈর্য্য হারিয়েছেন। তা ছাড়া আছে নতুন সিরিয়ালের রমরমা। তাই নান কারণে এখন কোনো সিরিয়াল শেষ হচ্ছে মাত্র তিন মাসে,তা কারও বয়স ৬ মাস।

Meyebela serial a femous actor will takes entry in Meyebela as Mou Dodos son

কিন্তু বাকিদের ক্ষেত্রে যাই হোক না কেন এই মেয়ে বেলা সিরিয়ালটিকে এমন অসময়ে শেষ করে দেওয়ায় একেবারে খুশি নন দর্শক। তাঁদের দাবি এখনও  স্টার জলসায় গুড্ডি, এক্কাদোক্কা কিংবা গাঁটছড়ার মত যে  সিরিয়ালগুলিকে অহেতুক ইলাস্টিকের মতো টেনে নিয়ে যাওয়া হচ্ছে আগে সেগুলো বন্ধ করা উচিত ছিল। তাই কারও মতে ‘ভালো জিনিসের যুগ নেই আজকাল’।

প্রসঙ্গত ইতিমধ্যেই শেষ হয়েছে মেয়ে বেলার অন্তিম পর্বের শুটিং। প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিক অন্তিম পর্ব সম্প্রচারের দিনক্ষণ। আগামী ২৩ জুন টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে এই সিরিয়াল। তাই শুটিং শেষ হয়ে গেলেও টিভির পর্দায় এখনও সম্প্রচার চলছে এই সিরিয়ালের। মেয়েবেলার আগামী পর্বে দর্শকদের জন্য অপেক্ষা করছে বিরাট চমক।

Meyebela Wrap Up Party Mou Dodo dance video goes viral

এক লাফে ২৭ বছরে এগিয়ে যাবে এই সিরিয়ালের গল্প। ধারাবাহিকে আসবে নতুন চরিত্র ডিডো। জানা যাচ্ছে  মৌ-ডোডোর এই ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ডোডো অভিনেতা অর্পণ ঘোষালকেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় মেয়ে বেলার র‍্যাপ আপ পার্টির একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন মৌ-এর মাসির মেয়ে মৌ অভিনেত্রী সৌমী ভট্টাচার্য।

এই দিনের এই ভিডিওতে দেখা মিলেছে ক্যামেরার পিছনে থাকা কলাকুশলীদেরও। খালি প্লেট নিয়ে ডাফলিওয়ালে গানে নাচ করেছেন খোদ সিরিয়ালের পরিচালক সুমন দাস। কখনও ‘সাত সমুন্দর পার’ তো কখনও ‘সজনা জি ওয়ারি ওয়ারি’ গানে পিসি শাশুড়ি অতসীর সাথে  সারাক্ষন মঞ্চ মাতিয়ে রেখেছিলেন মৌ।  শেষের দিকে যদি দিতে দেখা গিয়েছে ডোডো অভিনেতা অর্পণ ঘোষালকেও।

Meyebela,Bengali Serial,Star Jalsha,মেয়েবেলা,মৌ,ডোডো,মৌঝর,

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥