• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘খড়কুটো’ ধারাবাহিকের সম্পূর্ণ কাস্টিং : অভিনেতা, অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

একান্নবর্তী পরিবারের কাহিনী নিয়ে বাংলা টেলিভিশনে একাধিক ধারাবাহিক (Bengali Serial) তৈরি হয়েছে। তবে এর মধ্যে হাতেগোনা কয়েকটিই দর্শকদের মনের মণিকোঠায় স্থান করে নিতে পেরেছে। এমনই একটি সিরিয়াল হল ‘খড়কুটো’ (Khorkuti)স্টার জলসার (Star Jalsha) এই মেগা শেষ হয়েছে প্রায় দেড় বছর হতে চললো, তবুও দর্শকরা গুনগুন-বাবিনকে ভুলতে পারেনি।

‘খড়কুটো’র মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা কৌশিক রায় (Koushik Roy) এবং অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। গুনগুন এবং বাবিনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। দর্শকরা ভালোবেসে তাঁদের নাম দিয়েছিল ‘সৌগুন’। স্টার জলসার এই জনপ্রিয় মেগার গল্প লিখেছিলেন লীনা গাঙ্গুলী এবং প্রযোজনা করেছিল ম্যাজুক মোমেন্টস মোশন পিকচারস।

   

‘খড়কুটো’ সিরিয়ালের কাস্ট (Khorkuto Serial Cast)

সিরিয়ালের নাম খড়কুটো
সম্প্রচারকারী চ্যানেল স্টার জলসা
প্রধান নায়ক কৌশিক রায়
প্রধান নায়িকা তৃণা সাহা
সম্প্রচার শুরুর দিনক্ষণ ১৭ আগস্ট ২০২০
সম্প্রচার শেষের দিনক্ষণ ২১ আগস্ট ২০২২
মোট পর্ব ৭১৫

 

‘খড়কুটো’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং (Khorkuto Serial Casting)

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকে কোন চরিত্রে অভিনয় করেছিলেন কোন তারকারা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

সৌজন্য মুখার্জি চরিত্রে কৌশিক রায় (Koushik Roy as Soujanya Mukherjee)

‘খড়কুটো’র নায়ক সৌজন্য ওরফে বাবিনের ভূমিকায় দেখা গিয়েছিল কৌশিক রায়কে। শান্ত স্বভাবের বাবিন পেশায় একজন বিজ্ঞানী ছিল। কাজ এবং পরিবারই ছিল তার কাছে সব।

Koushik Roy as Soujanya Mukherjee in Khorkuto serial

স্রোতসেনী মুখার্জি চরিত্রে তৃণা সাহা (Trina Saha as Shrotoshwini Mukherjee)

বাবিনের স্ত্রী স্রোতসেনী ওরফে গুনগুনের চরিত্রে দেখা গিয়েছিল তৃণা সাহাকে। বাবিন যতটা শান্ত ছিল, গুনগুন ততখানি প্রাণোচ্ছ্বল স্বভাবের মেয়ে ছিল।

Trina Saha as Shrotoshwini Mukherjee in Khorkuto serial

সিদ্ধেশ্বর মুখার্জি চরিত্রে দুলাল লাহিড়ী (Dulal Lahiri as Siddheshwar Mukherjee)

বাবিনের জেঠু সিদ্ধেশ্বর মুখার্জির চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা দুলাল লাহিড়ী।

Dulal Lahiri as Siddheshwar Mukherjee in Khorkuto serial

ননীবালা মুখার্জি চরিত্রে রত্না ঘোষাল (Ratna Ghoshal as Nonibala Mukherjee)

বাবিনের জেঠিমা ননীবালার ভূমিকায় অভিনয় করেছিলেন রত্না ঘোষাল।

Ratna Ghoshal as Nonibala Mukherjee in Khorkuto serial

ত্রিলোকেশ্বর মুখার্জি চরিত্রে চন্দন সেন (Chandan Sen as Trilokeshwar Mukherjee)

বাবিনের বাবা ত্রিলোকেশ্বর ওরফে ভজনের ভূমিকায় দেখা গিয়েছিল চন্দন সেনকে।

Chandan Sen as Trilokeshwar Mukherjee in Khorkuto serial

বসুমতী মুখার্জি চরিত্রে অনুশ্রী দাস (Anushree Das as Basumati Mukherjee)

বাবিনের মা বসুমতী ওরফে চন্দনা চরিত্রে অভিনয় করেছিলেন অনুশ্রী দাস।

Anushree Das as Basumati Mukherjee in Khorkuto serial

মেঘমালা চট্টোপাধ্যায় চরিত্রে সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta as Meghomala Chatterjee)

বাবিনের পিসি মেঘমালার চরিত্রে দেখা গিয়েছিল সোহিনী সেনগুপ্তকে। দর্শকরা তাঁকে অবশ্য ‘পুটি পিসি’ নামেই বেশি চেনে।

Sohini Sengupta as Meghomala Chatterjee in Khorkuto serial

সুকল্যাণ চট্টোপাধ্যায় চরিত্রে বাদশা মৈত্র (Badshah Moitra as Sukalyan Chatterjee)

পুটুর স্বামী সুকল্যাণের চরিত্রে অভিনয় করেছিলেন বাদশা মৈত্র।

Badshah Moitra as Sukalyan Chatterjee in Khorkuto serial

কমলেশ্বর মুখার্জি চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য  (Ambarish Bhattacharya as Kamaleshwar Mukherjee)

বাবিনের কাকা কমলেশ্বরের ভূমিকায় দেখা গিয়েছিল অম্বরীশ ভট্টাচার্যকে। দর্শকমহলে তাঁর পরিচিতি অবশ্য ‘পটকা’ নামেই বেশি।

Ambarish Bhattacharya as Kamaleshwar Mukherjee in Khorkuto serial

সুচিত্রা মুখার্জি চরিত্রে জয়শ্রী মুখার্জি (Jayashree Mukherjee as Suchitra Mukherjee)

পটকার স্ত্রী সুচিত্রা ওরফে জয়ার চরিত্রে দেখা গিয়েছিল জয়শ্রী মুখার্জিকে।

Jayashree Mukherjee as Suchitra Mukherjee in Khorkuto serial

অভিজ্ঞান মুখার্জি চরিত্রে দেবোত্তম মজুমদার (Debottam Majumder as Abhighyan Mukherjee)

বাবিনের জেঠতুতো দাদা অভিজ্ঞান ওরফে ঋজুর চরিতে অভিনয় করেছিলেন দেবোত্তম মজুমদার।

Debottam Majumder as Abhighyan Mukherjee in Khorkuto serial

নবমীতা মুখার্জি চরিত্রে রাজন্যা মিত্র (Rajanya Mitra as Nabamita Mukherjee)

ঋজুর স্ত্রী নবমীতা ওরফে মিষ্টির চরিত্রে অভিনয় করেছিলেন রাজন্যা মিত্র।

Rajanya Mitra as Nabamita Mukherjee in Khorkuto serial

ইমন চট্টোপাধ্যায় চরিত্রে প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra as Imon Chatterjee)

বাবিনের বোন ইমন ওরফে চিনির চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা মিত্র।

Priyanka Mitra as Imon Chatterjee in Khorkuto serial

রুপাঞ্জন চট্টোপাধ্যায় চরিত্রে রাজা গোস্বামী (Raja Goswami as Rupanjan Chatterjee)

চিনির স্বামী রূপাঞ্জনের ভূমিকায় দর্শকরা দেখেছিলেন রাজা গোস্বামীকে।

Raja Goswami as Rupanjan Chatterjee in Khorkuto serial

দোয়েলপাখির সিংহ চরিত্রে সোনাল মিশ্র (Sonal Mishra as Doyelpakhi Singha)

বাবিনের খুড়তুতো বোন দোয়েলপাখি তথা সাজির চরিত্রে অভিনয় করেছিলেন সোনাল মিশ্র।

Sonal Mishra as Doyelpakhi Singha in Khorkuto serial

অর্জুন সিংহ চরিত্রে সায়ন্ত মোদক (Sayanta Modak as Arjun Singha)

সাজির স্বামী অর্জুনের ভূমিকায় দেখা গিয়েছিল সায়ন্ত মোদককে।

Sayanta Modak as Arjun Singha in Khorkuto serial

আদিল শেখ চরিত্রে ঋষভ বসু (Rishav Basu as Adil Sheikh)

বাবিনের জেঠতুতো দিদি মুনিয়ার ছেলে আদিলের ভূমিকায় দেখা গিয়েছিল ঋষভ বসুকে।

Rishav Basu as Adil Sheikh in Khorkuto serial

কৌশিক বসু চরিত্রে অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee as Koushik Basu)

গুনগুনের বাবা কৌশিকের ভূমিকার অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।

Abhishek Chatterjee as Koushik Basu in Khorkuto serial

শিল্পী বসু চরিত্রে মালবিকা সেন (Malabika Sen as Shilpi Bose)

গুনগুনের মা শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল মালবিকা সেনকে।

Malabika Sen as Shilpi Bose in Khorkuto serial

জুঁই বসু চরিত্রে সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury as Jui Bose)

গুনগুনের পিসি জুঁইয়ের ভূমিকায় দেখা গিয়েছিল সুচিস্মিতা চৌধুরীকে।

Suchismita Chowdhury as Jui Bose in Khorkuto serial

অনন্যা সেনগুপ্ত চরিত্রে রুকমা রায় (Rooqma Ray as Ananya Sengupta)

গুনগুনের পিসতুতো দিদি অনন্যা ওরফে তিন্নির চরিত্রে অভিনয় করেছিলেন রুকমা রায়। বাবিনকে ভীষণ ভালোবাসতো তিন্নি।

Rooqma Ray as Ananya Sengupta in Khorkuto serial

OTT-তে কোথায় দেখবেন ‘খড়কুটো’?

স্টার জলসার বাকি সকল ধারাবাহিকের মতো ‘খড়কুটো’র প্রত্যেকটি পর্ব ডিজনি প্লাস হটস্টারে রয়েছে।

site