• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘কথা’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং: অভিনেতা, অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Updated on:

Star Jalsha Bengali serial Katha casting wiki with production name character wise real names of actor actresses

বাংলা টেলিভিশনে এখন যেন নতুন সিরিয়াল (Bengali Serial) শুরুর হিড়িক পড়েছে। বছর শেষের আগেও স্টার জলসা (Star Jalsha), জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেগুলির প্রোমো। স্টার জলসায় শুরু হতে চলা এমনই একটি মেগা হল ‘কথা’ (Katha)

‘পঞ্চমী’র পর এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey)। অপরদিকে টলিউড কাঁপিয়ে ফের টেলি দুনিয়ায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। ‘কথা’র হাত ধরে সাহেব-সুস্মিতার আনকোরা জুটি দেখতে চলেছেন দর্শকরা। স্টার জলসার আসন্ন এই ধারাবাহিক প্রযোজনা করছে বেঙ্গল টকিজ।

‘কথা’ সিরিয়াল এর কাস্ট (Katha Serial Cast)

সিরিয়ালের নামকথা
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা
প্রযোজনা সংস্থাবেঙ্গল টকিজ
প্রধান নায়কসাহেব ভট্টাচার্য
প্রধান নায়িকাসুস্মিতা দে
সম্প্রচার শুরুর দিনক্ষণএখনও ঘোষণা হয়নি
সম্প্রচারের সময়এখনও সম্প্রচার শুরু হয়নি
মোট পর্বএখনও সম্প্রচার শুরু হয়নি

 

 ‘কথা’ সিরিয়াল এর সম্পূর্ণ কাস্টিং (Katha Serial Casting)

স্টার জলসার আসন্ন এই ধারাবাহিকে কোন চরিত্রে অভিনয় করছেন কোন তারকারা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

অগ্নিভ চরিত্রে সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya as Agniva)

‘কথা’র নায়িক অগ্নিভর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। বনেদি বাড়ির ছেলে অগ্নিভ পেশায় একজন শেফ। রান্নাই তার ধ্যানজ্ঞান।

Saheb Bhattacharya as Agniva in Katha serial

কথা চরিত্রে সুস্মিতা দে (Susmita Dey as Katha)

ধারাবাহিকের নায়িকা কথার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে। অগ্নিভ যেমন রান্না অন্ত প্রাণ, তেমনই কথা ভালোবাসে গাছ। গোবর দিয়ে গাছের সার বানাতে বানাতে তার পরিচয়ই হয়ে গিয়েছে ‘মিস গোবর দেবী’ নামে।

Susmita Dey as Katha in Katha serial

অগ্নিভর দাদুর চরিত্রে সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee as Agniva’s Grandfather)

অগ্নিভর দাদুর চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়। অনুশাসন মেনে চলা একজন মানুষ তিনি। তার দাপটে বাড়ির সকলে নিয়ম-কানুন-অনুশাসন মেনে চলে।

Sumanta Mukherjee as Agniva’s Grandfather in Katha serial

কথার মায়ের চরিত্রে শ্রেয়সী সামন্ত (Shreyasee Samanta as Katha’s Mother)

ধারাবাহিকের নায়িকা কথার মায়ের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রেয়সী সামন্তকে।

Shreyasee Samanta as Katha’s Mother in Katha serial

অগ্নিভর বোনের চরিত্রে অলিভিয়া মালাকার (Olivia Malakar as Agniva’s Sister)

‘কথা’র নায়ক অগ্নিভর বোনের চরিত্রে দেখা যাবে অলিভিয়া মালাকারকে। প্রোমোয় দেখা মিলেছে তাঁর।  

Olivia Malakar as Agniva’s Sister in Katha serial

দিয়া মুখোপাধ্যায় (Diya Mukherjee)

‘কথা’র প্রোমোয় দেখা মিলেছে টেলি অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়েরও। তবে কোন চরিত্রে তাঁকে দেখা যাবে তা জানা যায়নি।

Diya Mukherjee in Katha serial

অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty)

জনপ্রিয় টেলি অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীকেও দেখা যাবে ‘কথা’ ধারাবাহিকে। দীর্ঘদিন পর এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করছেন তিনি। 

Phulki actress Ashmita Chakraborty in Katha serial

তনুকা চট্টোপাধ্যায় (Tanuka Chatterjee)

অগ্নিভর বাড়ির একজন সদস্যের চরিত্রে দেখা যাবে তনুকা চট্টোপাধ্যায়কে। প্রোমোয় তাঁকে দেখা গেলেও চরিত্রের নাম জানা যায়নি।

Tanuka Chatterjee Katha serial casting

OTT-তে কিভাবে ও কোথায় দেখবেন ‘কথা’?

স্টার জলসার বাকি সকল সিরিয়ালের মতো ‘কথা’র প্রত্যেকটি পর্ব ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন আপনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥