• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুট-কচালি নয়, নির্ভেজাল বিনোদন! ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

Published on:

Star Jalsha Bengali Serial Kamala O Sreeman Prithwiraj praised by viewers

এখনকার বেশিরভাগ বাংলা সিরিয়াল (Bengali Serial) মানেই সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার একঘেয়ে বিরক্তিকর গল্প। তাই সিরিয়ালপ্রেমি দর্শকদের স্বাদ বাদল করতে এই মুহূর্তে জুড়ি মেলা ভার স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত একেবারে ভিন্ন স্বাদের সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর (Komola O Sreeman Prithwiraj)।

একেবারে নির্ভেজাল বিনোদনে মোড়া এই সিরিয়ালে যেমন রয়েছে হাসি-মজা তেমনই অত্যন্ত বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে পরাধীন ভারতের এক বাঙালি পরিবারের অন্দরমহলের নানান টুকরো ছবি। কিন্তু সবটাই গল্পের আঙ্গিকে খানিক মজার ছলে। আর এটাই এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি। তাই আগেকার বস্তা বসা কনসেপ্টের বাইরে বেরিয়ে তৈরি এই ভিন্ন স্বাদের সিরিয়ালটি খুব অল্পদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের।

স্টার জলসা,Star Jalsh,বাংলা সিরিয়াল,Bengali Serial,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithiwiraj,মজার পর্ব,Funny Episode,প্রশংসা,Praise,দর্শক,Audience

সিরিয়ালের নায়ক-নায়িকা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ তো বটেই তারকা খচিত এই ধারাবাহিকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আরো একাধিক পছন্দের চরিত্র। দর্শকদের পছন্দের এমনই একটি চরিত্র হল সদ্য সিরিয়ালে এন্ট্রি নেওয়া মাধু পিসিঠাম্মি। ১০০ ভরি গয়নার বাক্স তার সম্বল।

অল্প দিনেইএই চরিত্রটি মন জয় করে নিয়েছে দর্শকদের। এছাড়াও রয়েছে এই ধারাবাহিকের ফুলপিসি সুধাময়ী। খল চরিত্রের আড়ালে ভীতুর ডিম এই  সুধা পিসিকেও বেশ পছন্দ করছেন দর্শক। টিভির পর্দায় সিরিয়ালটি যারা নিয়মিত দেখছেন তারা জানেন সদ্য এই সিরিয়ালে মাধু পিসিঠাম্মির একশো ভরির গয়না নিতেই ডাকাত পড়েছে মুখার্জি বাড়িতে।

 

যা নিয়ে একেবারে হুলস্থূল কান্ড শুরু হয়েছে কমলা আর মানিকের সংসারে। এখন দেখার আগামী পর্বে এই ডাকাত দলের হাত থেকে কিভাবে নিজেদের পরিবারকে রাখা করে কমলা আর মানিক। তবে কূটকচালি কিংবা পরকীয়া ছাড়াই এই সিরিয়ালটি দিনে দিনে যেভাবে দর্শকমহলে জনপ্রিয়তা পাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

স্টার জলসা,Star Jalsh,বাংলা সিরিয়াল,Bengali Serial,কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ,Komola O Sreeman Prithiwiraj,মজার পর্ব,Funny Episode,প্রশংসা,Praise,দর্শক,Audience

সোশ্যাল মিডিয়ায় এই সিরিয়ালের  এমনই একজন অনুরাগী লিখেছেন ‘মাধু পিসিঠাম্মি, ১০০ ভরি গয়নার বাক্স তার সম্বল। ফুলপিসি সুধাময়ী, একেবারে গায়ে জ্বালা ধরানো মজার চরিত্র। এরকমই নির্ভেজাল মজা পেতে,,দেখতে থাকুন, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥