এক বছর আগে ২০২১ সালের ২০ ডিসেম্বর টেলিভিশনের পর্দায় সফর শুরু হয়েছিল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গাঁটছড়া’র (Gantchora)। বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে স্টার জলসার অন্যতম পুরনো সিরিয়াল হল এটি। শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা ঋদ্ধি খড়ি (Ridhi Khori) এর রসায়ন ছুঁয়েছে দর্শকদের।
একসময় জি বাংলার বেঙ্গল টপার সিরিয়াল ‘মিঠাই’-কেও কড়া টক্কর দিয়েছিল এই সিরিয়ালের নায়ক-নায়িকা ঋদ্ধি খড়ির চোখ জুড়োনো রসায়ন। নয় নয় করে মোট ১৮ বার বেঙ্গল টপার হয়ে এক নতুন রেকর্ড তৈরী করেছিল এই সিরিয়াল। যা দেখতে দেখতে ছুঁয়ে ফেলেছে ৪০০ পর্বের (400 Episode) গণ্ডী। দিনের পর দিন দর্শকের থেকে অফুরন্ত ভালোবাসার জোরেই আজ সাফল্যের মুখ দেখতে পারছেন গোটা গাঁটছড়া টিম।
তাই এদিন ঋদ্ধি, খড়ি, রাহুল, দ্যুতি কুণাল, বনিসহ ক্যামেরার সামনে এবং পিছনে থাকা গোটা গাঁটছড়া পরিবার মেতে উঠেছিলেন সেলিব্রেশনে। এদিনের সেই সেলিব্রেশনে (Celebration) কেক কেটে হাসি মজা করে উদযাপনের বেশ কিছু ছবি ফটো কোলাজ করে শেয়ার করা হয়েছিল অ্যাক্রোপলিশ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের তরফে
এছাড়া সেলিব্রেশনের ঝলক শেয়ার করতে দেখা গিয়েছে পর্দার রাহুল অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী এবং দ্যুতি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকেও। প্রসঙ্গত ইদানিং এই মেগা সিরিয়ালের টিআরপি (TRP) ঠেকেছে একেবারে তলানিতে। তাই কম টিআরপির কারণে মাঝেমধ্যেই কানাঘুঁষো শোনা যাচ্ছে সিরিয়াল বন্ধের। যদিও কিছুদিন আগেই সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন খোদ এই সিরিয়ালের নায়িকা খড়ি অভিনেত্রী সোলাঙ্কি।
সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন পুরোনো জনপ্রিয়তা ফিরে পেতে নিত্য নতুন চমক আনা হচ্ছে সিরিয়ালে। নির্মাতারা দর্শকদের মনোরঞ্জন করতে চেষ্টা করে যাচ্ছেন নিজেদের সাধ্যমতো। ইতিমধ্যেই এক বছরের লীপও নিয়ে নিয়েছে এই সিরিয়াল। কিন্তু কাজ হচ্ছে না কোনো কিছুতেই। এখনও পর্যন্ত টিআরপিতে সেভাবে ছাপ ফেলতে পারছে না গাঁটছড়া। তাই সিরিয়ালের সেই পুরোনো আমেজ বিশেষ করে নায়ক নায়িকা ঋদ্ধি খড়ির রোম্যান্স ভীষণ মিস করেন দর্শক।