• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালের সম্পূর্ণ কাস্টিং : অভিনেতা-অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

Published on:

Star Jalsha Bengali serial Gaatchora casting wiki with production house real names of actor actresses

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত পুরনো ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। একটা সময় চ্যানেল টপার হতো এই মেগা। এখন ঋদ্ধি-খড়ির সিরিয়ালের টিআরপি (TRP) আগের থেকে কমলেও দর্শকমহলে জনপ্রিয়তা একই রকম আছে। সিংহরায় পরিবারের সঙ্গে দর্শকদের ভালোবাসার গাঁটছড়া এখনও অটুট।

স্টার জলসার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং শ্রীপর্ণা রায় (Sriparna Roy)। শুরুতে শোলাঙ্কি রায়কে (Solanki Roy) নায়িকার চরিত্রে দেখা গেলেও, মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন অভিনেত্রী। এরপর ঋদ্ধির নতুন নায়িকা হিসেবে এন্ট্রি হয় শ্রীপর্ণার। ‘গাঁটছড়া’ পরিচালনা করছেন সৌমেন হালদার এবং প্রযোজনা সংস্থা হিল অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট।

‘গাঁটছড়া’ সিরিয়ালের কাস্ট (Gaatchora Serial Cast)

সিরিয়ালের নামগাঁটছড়া
সম্প্রচারকারী চ্যানেলস্টার জলসা
প্রধান নায়কগৌরব চট্টোপাধ্যায়
অনিন্দ্য চট্টোপাধ্যায়
রিয়াজ লস্কর
প্রধান নায়িকাশোলাঙ্কি রায়
শ্রীপর্ণা রায়
শ্রীমা ভট্টাচার্য
অনুষ্কা গোস্বামী
সম্প্রচার শুরুর দিনক্ষণ২০ ডিসেম্বর ২০২১
সম্প্রচারের সময়১০:৩০PM
মোট পর্ব৬৪৪

 ‘গাঁটছড়া’ সিরিয়াল এর কাস্টিং ((Gaatchora Serial Casting)

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকে কোন চরিত্রে অভিনয় করছেন কোন তারকা চলুন দেখে নেওয়া যাক।

ঋদ্ধিমান সিংহ রায় চরিত্রে গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee as Riddhiman Singha Roy)

‘গাঁটছড়া’র নায়ক ঋদ্ধিমান ওরফে ঋদ্ধির চরিত্রে দেখা যাচ্ছে গৌরব চট্টোপাধ্যায়কে। শহর কলকাতার অন্যতম বড় গয়না ব্যবসায়ী ঋদ্ধি।

Gourab Chatterjee as Riddhiman in Gaatchora serial

খড়ি সিংহ রায়ে চরিত্রে শোলাঙ্কি রায় (Solanki Roy as Khori Singha Roy)

ঋদ্ধির প্রথম স্ত্রী খড়ির ভূমিকায় অভিনয় করতেন শোলাঙ্কি রায়। চলতি বছরের মাঝামাঝি নাগাদ সিরিয়াল ছেড়ে দেন তিনি। ধারাবাহিকে খড়ি চরিত্রটিকে মৃত দেখানো হচ্ছে।

Solanki Roy as Khori Singha Roy in Gaatchora serial

রাহুল চরিত্রে অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee as Rahul)

ঋদ্ধির পিসির ছেলে রাহুলের ভূমিকায় দেখা যাচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। এই চরিত্রে ধূসর শেড রয়েছে।

Anindya Chatterjee as Rahul in Gaatchora serial

দ্যুতি চরিত্রে শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee as Dyuti)

খড়ির দিদি এবং রাহুলের স্ত্রী দ্যুতির ভূমিকায় দেখা যাচ্ছে শ্রীমা ভট্টাচার্যকে। রাহুলের মতো দ্যুতির চরিত্রে ধূসর শেড আছে।

Dyuti, Gaatchora Dyuti, Worst sister of Bengali serial

কুণাল সিংহ রায় চরিত্রে রিয়াজ লস্কর (Riaz Laskar as Kunal Singha Roy)

সিংহ রায় বাড়ির ছোট ছেলে তথা ঋদ্ধির খুড়তুতো ভাই কুণালের ভূমিকায় দেখা যাচ্ছে রিয়াজ লস্করকে।

Riaz Laskar as Kunal Singha Roy in Gaatchora serial

বনি সিংহ রায় চরিত্রে অনুষ্কা গোস্বামী (Anushka Goswami as Boni Singha Roy)

খড়ির বোন এবং কুণালের স্ত্রী বনির চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা গোস্বামী।

Anushka Goswami as Boni Singha Roy in Gaatchora serial

রুক্মিণী সিংহ রায় চরিত্রে শ্রীপর্ণা রায় (Sriparna Roy as Rukmini Singha Roy)

ঋদ্ধির দ্বিতীয় স্ত্রী রুক্মিণীর ভূমিকায় অভিনয় করছেন শ্রীপর্ণা রায়। রুক্মিণীর যমজ বোন রুষালির চরিত্রেও দেখা যাচ্ছে তাঁকে।

Sriparna Roy as Rukmini Singha Roy in Gaatchora serial

বিন্দি চরিত্রে সোমাশ্রী ভট্টাচার্য (Somashri Bhattacharya as Bindi)

ঋদ্ধিমানের ইনস্টিটিউটের ছাত্রী বিন্দির ভূমিকায় অভিনয় করছেন সোমাশ্রী ভট্টাচার্য।

Gaatchora, Bindi, Gaatchora Bindi Somashri Bhattacharya

রিমঝিম চরিত্রে কমলিকা মজুমদার (Kamalika Majumder as Rimjhim)

রাহুলের বড় মেয়ে রিমঝিমের চরিত্রে দেখা যাচ্ছে কমলিকা মজুমদারকে।

Kamalika Majumder as Rimjhim in Gaatchora serial

আয়ুষ সিংহ রায় চরিত্রে আর্য দাশগুপ্ত (Arya Dasgupta as Ayush Singha Roy)

ঋদ্ধি-খড়ির একমাত্র ছেলে আয়ুষের চরিত্রে অভিনয় করছেন আর্য দাশগুপ্ত।

Arya Dasgupta as Ayush Singha Roy in Gaatchora serial

গঙ্গা সিংহ রায় চরিত্রে কথা চক্রবর্তী (Katha Chakraborty as Ganga Singha Roy)

আয়ুষের স্ত্রী গঙ্গার ভূমিকায় দেখা যাচ্ছে কথা চক্রবর্তীকে।

Katha Chakraborty as Ganga Singha Roy in Gaatchora serial

ইমন সিংহ রায় চরিত্রে শীর্ষা গুহঠাকুরতা (Shirsha Guhathakurta as Imon Singha Roy)

ঋদ্ধির খুড়তুতো বোন ইমনের ভূমিকায় দেখা যাচ্ছে শীর্ষা গুহঠাকুরতাকে।

Shirsha Guhathakurta as Imon Singha Roy

দিশা চরিত্রে রেনেসা দত্ত (Renesa Dutta as Disha)

রাহুল-দ্যুতির মেয়ে দিশার চরিত্রে দেখা যাচ্ছে রেনেসা দত্তকে।

Renesa Dutta as Disha in Gaatchora serial

তন্বী সিংহ রায় চরিত্রে তনিষ্কা তিওয়ারি (Tanishka Tiwari as Tonni Singha Roy)

কুণাল-বনির মেয়ে তন্বীর ভূমিকায় দেখা যাচ্ছে তনিষ্কা তিওয়ারিকে।

Tanishka Tiwari as Tonni Singha Roy in Gaatchora serial

কিয়ারা চরিত্রে অঙ্কুশ্রী মাইতি (Ankusree Maity as Kiara)

রাহুলের বোন কিয়ারার চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ্রী মাইতি।

Ankusree Maity as Kiara in Gaatchora serial

তানি চরিত্রে জাসমিন রায় (Jasmine Roy as Tani)

ঋদ্ধির বান্ধবী তানির ভূমিকায় অভিনয় করছেন জাসমিন রায়।

Jasmine Roy as Tani in Gaatchora serial

মধুজা সিংহ রায় চরিত্রে সোহিনী সান্যাল (Sohini Sanyal as Madhuja Singha Roy)

কুণালের মা মধুজার চরিত্রে দেখা যাচ্ছে সোহিনী সান্যালকে।

Sohini Sanyal as Madhuja Singha Roy

মঞ্জিরা সিংহ রায় চরিত্রে জুন মালিয়া (June Maliah as Monjira Singha Roy)

ঋদ্ধির মা মঞ্জিরার ভূমিকায় দেখা যাচ্ছে জুন মালিয়াকে।

June Maliah as Monjira Singha Roy in Gaatchora serial

পারমিতা চরিত্রে সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury as Paromita)

রাহুল-কিয়ারার মা পারমিতার ভূমিকায় দেখা যাচ্ছে সুচিস্মিতা চৌধুরীকে।

Suchismita Chowdhury as Paromita in Gaatchora serial

মধুশ্রী চরিত্রে সাওন দে (Saon Dey as Madhushree)

ঋদ্ধি-কুণালের পিসি মধুশ্রীর চরিত্রে দেখা যাচ্ছে সাওন দে-কে।

Saon Dey as Madhushree in Gaatchora serial

কুমুদিনী সিংহ রায় চরিত্রে অনুরাধা রায় (Anuradha Roy as Kumudini Singha Roy)

ঋদ্ধি-কুণালদের ঠাকুমা কুমুদিনীর চরিত্রে অভিনয় করছেন অনুরাধা রায়।

Anuradha Roy as Kumudini Singha Roy in Gaatchora serial

নরেন্দ্র সিংহ রায় চরিত্রে রজত গাঙ্গুলী (Rajat Ganguly as Narendra Singha Roy)

ঋদ্ধি-কুণালদের ঠাকুরদা নরেন্দ্রর ভূমিকায় দেখা যাচ্ছে রজত গাঙ্গুলীকে।

Rajat Ganguly as Narendra Singha Roy in Gaatchora serial

দেবাংশু সিংহ রায় চরিত্রে কৌশিক চক্রবর্তী (Kaushik Chakraborty as Debangshu Singha Roy)

ঋদ্ধির মেজ কাকা দেবাংশু ওরফে ‘ডি’র চরিত্রে অভিনয় করছেন কৌশিক চক্রবর্তী।

Kaushik Chakraborty as Debangshu Singha Roy in Gaatchora serial

সুধাংশু সিংহ রায় চরিত্রে অরিজিৎ চৌধুরী (Arijit Chowdhury as Sudhangshu Singha Roy)

কুণালের বাবা সুধাংশুর ভূমিকায় দেখা যাচ্ছে অরিজিৎ চৌধুরীকে।

Arijit Chowdhury as Sudhangshu Singha Roy in Gaatchora serial

প্রসূন চরিত্রে শুভ্রজিৎ দত্ত (Subhrajit Dutta as Prosun)

ঋদ্ধির পিসেমশাই তথা মধুশ্রীর স্বামী প্রসূনের ভূমিকায় দেখা যাচ্ছে শুভ্রজিৎ দত্তকে।

Subhrajit Dutta as Prosun in Gaatchora serial

চন্দ্রা চরিত্রে চরিত্রে তনুকা চট্টোপাধ্যায় (Tanuka Chatterjee as Chandra)

খড়ি, দ্যুতি, বনির মা চন্দ্রার চরিত্রে দেখা যাচ্ছে তনুকা চট্টোপাধ্যায়কে।

Tanuka Chatterjee as Chandra in Gaatchora serial

অহীন্দ্র চরিত্রে রতন সরখেল (Ratan Sarkhel as Ahendra)

খড়ি, দ্যুতি, বনির বাবার চন্দ্রার চরিত্রে দেখা যাচ্ছে রতন সরখেলকে।

Ratan Sarkhel as Ahendra in Gaatchora serial

OTT-তে কোথায় দেখবেন ‘গাঁটছড়া’?

স্টার জলসার বাকি সকল ধারাবাহিকের মতো ‘গাঁটছড়া’ও ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন।  

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥