• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিকের সম্পূর্ণ কাস্টিং : অভিনেতা, অভিনেত্রীদের নাম সহ আসল পরিচয়

স্টার জলসার (Star Jalsha) পর্দায় এমন বহু ধারাবাহিক সম্প্রচারিত হয়েছে যেগুলি শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকদের মনের মণিকোঠায় নিজের স্থান ধরে রেখেছে। এমনই একটি সিরিয়াল হল ‘দেশের মাটি’ (Desher Mati)। যৌথ পরিবারের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই মেগার পথচলা। ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে অল্প সময়ের মধ্যেই স্থান করে নিয়েছিল দর্শকমনে।

‘দেশের মাটি’ ধারাবাহিকে (Bengali Serial) মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি দত্ত, শ্রুতি দাস, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়ের মতো তারকারা। দর্শকমহলে অবশ্য তাঁদের পরিচিতি এখনও কিয়ান-নোয়া, রাজা-মাম্পি নামেই বেশি। স্টার জলসার এই ধারাবাহিকের কাহিনী লিখেছিলেন লীনা গঙ্গোপাধ্যায় এবং প্রযোজনা করেছিল ম্যাজিক মোমেন্টস মোশন পিকচারস।

   

‘দেশের মাটি’ সিরিয়ালের কাস্ট (Desher Mati Serial Cast)

সিরিয়ালের নাম দেশের মাটি
সম্প্রচারকারী চ্যানেল স্টার জলসা
প্রধান নায়ক দিব্যজ্যোতি দত্ত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
তথাগত মুখোপাধ্যায়
প্রধান নায়িকা শ্রুতি দাস
রুকমা রায়
পায়েল দে
সম্প্রচার শুরুর দিনক্ষণ ৪ জানুয়ারি ২০২১
অন্তিম সম্প্রচারের দিনক্ষণ ৩১ অক্টোবর ২০২১
মোট পর্ব ২৯৭

 

‘দেশের মাটি’ সিরিয়াল এর কাস্টিং (Desher Maati Serial Casting)

স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকে কোন চরিত্রে কোন অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছিলেন চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।

কিয়ান চরিত্রে দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta as Kiyan)

‘দেশের মাটি’ সিরিয়ালের নায়ক কিয়ান চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি দত্ত। এই ধারাবাহিকে একজন বিলেত ফেরত ডাক্তারের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

Dibyojyoti Dutta as Kiyan in Desher Mati serial

নোয়া চরিত্রে শ্রুতি দাস (Shruti Das as Noah)

কিয়ানের স্ত্রী তথা ‘দেশের মাটি’র নায়িকা নোয়ার চরিত্রে অভিনয় করেছিলেন শ্রুতি দাস। নোয়া পেশায় একজন শিক্ষিকা ছিল।

Shruti Das as Noah in Desher Mati serial

রাজা চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee as Raja)

ডক্টর রাজরূপ বন্দ্যোপাধ্যায় তথা রাজার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

Rahul Arunoday Banerjee as Raja in Desher Mati serial

মাম্পি চরিত্রে রুকমা রায় (Rooqma Ray as Mampi)

রাজার স্ত্রী মাম্পির চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী রুকমা রায়।

Rooqma Ray as Mampi in Desher Mati serial

ডোডো চরিত্রে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee as Dodo)

মাম্পির দাদা ডোডোর ভূমিকায় দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়কে। ডোডো পেশায় একজন সাংবাদিক ছিল।

Tathagata Mukherjee as Dodo in Desher Mati serial

উজ্জয়িনী চরিত্রে পায়েল দে (Payel De as Ujwaini)

ডোডোর স্ত্রী উজ্জয়িনীর ভূমিকায় অভিনয় করেছিলেন পায়েল দে। ডোডো-উজ্জয়িনী দু’জনেই সাংবাদিক ছিল।

Payel De as Ujwaini in Desher Mati serial

নীলপাখি চরিত্রে সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Sairity Banerjee as Neelpakhi)

ডোডো, মাম্পি, কিয়ানের তুতো বোন নীলপাখির ভূমিকায় অভিনয় করেছিলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়।  

Sairity Banerjee as Neelpakhi in Desher Mati serial

অন্তরা চরিত্রে সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury as Antara)

কিয়ানের মা অন্তরার চরিত্রে অভিনয় করেছিলেন সুচিস্মিতা চৌধুরী।

Suchismita Chowdhury as Antara in Desher Mati serial

অভিমন্যু চরিত্রে প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee as Abhimanyu)

কিয়ানের বাবা অভিমন্যুর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়।

Prasun Banerjee as Abhimanyu in Desher Mati serial

বিক্রম চরিত্রে ভরত কল (Bharat Kaul as Bikram)

অন্তরার স্বামী বিক্রমের ভূমিকায় অভিনয় করেছিলেন ভরত কল। কিয়ানের সৎ বাবার চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

Bharat Kaul as Bikram in Desher Mati serial

শিবু চরিত্রে দেবোত্তম মজুমদার (Debottam Majumder as Shibu)

স্থানীয় গুন্ডা শিবুর চরিত্রে অভিনয় করেছিলেন দেবোত্তম মজুমদার।

Debottam Majumder as Shibu in Desher Mati serial

শর্মিলা চরিত্রে অনসূয়া মজুমদার (Anashua Majumdar as Sharmila)

ডোডো, মাম্পি, কিয়ানের ঠাকুমা শর্মিলার চরিত্রে অভিনয় করেছিলেন অনসূয়া মজুমদার।

Anashua Majumdar as Sharmila in Desher Mati serial

অমিত্র শেখর চরিত্রে অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya as Amitra Sekhar)

ডোডো, মাম্পি, কিয়ানের ঠাকুরদার ভূমিকায় দেখা গিয়েছিল বর্ষীয়ান অভিনেতা অশোক ভট্টাচার্যকে।

Ashok Bhattacharya as Amitra Sekhar in Desher Mati serial

শ্রমনজিৎ চরিত্রে শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty as Shramanjit)

ডোডো, মাম্পি, কিয়ানের জেঠু শ্রমনজিতের চরিত্রে অভিনয় করেছিলেন শঙ্কর চক্রবর্তী।

Shankar Chakraborty as Shramanjit) in Desher Mati serial

রত্ন চরিত্রে অনিমেষ ভাদুড়ি (Animesh Bhaduri as Rotno)

ডোডো, মাম্পি, কিয়ানের ছোট কাকু রত্নের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা অনিমেষ ভাদুড়ি।

Animesh Bhaduri as Debangshu Chatterjee in Sohag Jol serial

চাঁদু চরিত্রে দিগন্ত বাগচি (Diganta Bagchi as Chandu)

ডোডো, মাম্পির বাবা এবং কিয়ানের মেজ কাকু চাঁদুর চরিত্রে অভিনয় করেছিলেন দিগন্ত বাগচি।

Diganta Bagchi as Chandu in Desher Mati serial

শুভলক্ষ্মী চরিত্রে রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty as Subhalakshmi)

শ্রমনজিতের প্রথম স্ত্রী শুভলক্ষ্মীর ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীকে।

Rita Dutta Chakraborty as Subhalakshmi in Desher Mati serial

কঙ্কনা চরিত্রে শম্পা বন্দ্যোপাধ্যায় (Shampa Banerjee as Kankana)

রত্নর স্ত্রী কঙ্কনার ভূমিকায় অভিনয় করেছিলেন শম্পা বন্দ্যোপাধ্যায়।

Shampa Banerjee as Kankana in Desher Mati serial

মৌসুমী চরিত্রে অনিন্দিতা সাহা (Anindita Saha as Mousumi)

চাঁদুর স্ত্রী তথা ডোডো, মাম্পির মা মৌসুমীর চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অনিন্দিতা সাহাকে।

Anindita Saha as Mousumi in Desher Mati serial

ডিম্পি চরিত্রে অস্মি ঘোষ (Ashmee Ghosh as Dimpi)

ডোডো, মাম্পি, কিয়ানের তুতো বোন ডিম্পির ভূমিকায় অভিনয় করেছিলেন অস্মি ঘোষ।

Ashmee Ghosh as Dimpi in Desher Mati serial

আবিন বসুর চরিত্রে ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhaskar Banerjee as Abin Bose)

নোয়ার বাবা আবিনের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

Bhaskar Banerjee as Abin Bose in Desher Mati serial

রূপালি বসু চরিত্রে অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhury as Rupali Bose)

নোয়ার মা রূপালির ভূমিকায় অভিনয় করেছিলেন অনিন্দিতা রায়চৌধুরী।

Anindita Raychaudhury as Rupali Bose in Desher Mati serial

OTT-তে কোথায় দেখবেন ‘দেশের মাটি’?

স্টার জলসার বাকি সকল ধারাবাহিকের মতো ‘দেশের মাটি’র প্রত্যেকটি পর্ব ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাবেন। শুরু থেকে শেষের প্রত্যেকটি এপিসোড এই ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে।

site