• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর সহ্য নয়, ভুল ইঞ্জেকশন দিয়ে মিশকাকে মারতে গেল সূর্য! ফাঁস আজকের তুলকালাম পর্ব

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya tries to kill Mishka

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সূর্যকে নিয়ে দীপা-মিশকার দড়ি টানাটানি চলেই যাচ্ছে। ইতিমধ্যেই অবৈধভাবে সূর্যর সন্তান গর্ভে ধারণ করেছে মিশকা। এবার লাবণ্য সেই সন্তানকে স্বীকার করে নেওয়ায় মেজাজ হারায় সূর্য। ধারাবাহিকের (Bengali Serial) আসন্ন পর্বে দেখা যাবে, ভুল ইঞ্জেকশন দিয়ে মিশকাকে খুন করার চেষ্টা করবে সে।

‘অনুরাগের ছোঁয়া’য় সম্প্রতি দেখানো হয়, দশমীর দিন আনন্দে মেতে উঠেছিল গোটা সেনগুপ্ত পরিবার। ঠিক সেই সময় সূর্যকে (Surjya) হাসপাতাল থেকে এমারজেন্সি কল করা হয়। চিকিৎসক হিসেবে নিজের কর্তব্য পালন করতে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায় সূর্য। কিন্তু হাসপাতালে গিয়ে সে জানতে পারে পেশেন্টের নাম মিশকা (Mishka)।

Star Jalsha Bengali serial Anurager Chhowa Labanya accepts Mishka’s child

এরপর সূর্য সেখান থেকে বেরিয়ে আসতে চায়। তখন তাকে বাধা দিতে গিয়ে বিছানা থেকে পড়ে যায় মিশকা। মিথ্যে অসুস্থতার নাটক করতে গিয়ে সত্যিই অসুস্থ হয়ে পড়ে সে। এরপর লাবণ্যর (Labanya) কথা শুনে মিশকার সন্তানের বাবা হিসেবে বন্ডে সই করে সূর্য।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, মহিলা চিকিৎসকের আসতে কিছুটা সময় লাগবে বলে সূর্যর কাছে একটা ইঞ্জেকশনের জন্য আসেন আর একজন চিকিৎসক। সূর্য তখন মনে মনে ভাবে তার জীবন যে তছনছ করে দিয়েছে আজ তাকে শেষ করে দেবে। কিন্তু পরমুহূর্তেই ডাক্তার হিসেবে তার বিবেক জেগে ওঠে। সে মিশকাকে ঠিক ইঞ্জেকশন দিয়ে লাবণ্যর সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে যায়।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya giving injection to Mishka

অন্যদিকে দেখা যায়, দশমীর দিন বাড়িতে একা একা বসে চিন্তা করছে দীপা (Deepa)। সূর্য ফেরামাত্রই দীপা তাকে জিজ্ঞেস করে সে কোথায় গিয়েছিল। কিন্তু সূর্য কোনও জবাব দিতে পারে না। লাবণ্য তখন বলে, সঠিক সময় এলে আসলে সত্যিটা বলা হবে। তখনই একটা সুখবর নিয়ে আসে দীপার দাদা-বৌদি। সন্তানের জন্য এবার আইভিএফ পদ্ধতির সাহায্য নেওয়ার কথা জানায় তারা। একথা শুনেই খটকা লাগে দীপার মনে।

এরপর মিশকার ফোনে দেখা চিকিৎসকের ঠিকানায় গিয়ে উপস্থিত হয় দীপা এবং তার বৌদি। যদিও সেখানে গিয়ে দেখে কেউ নেই। পরের দিন ফের দীপা সেই চিকিৎসকের খোঁজে বেরিয়ে পড়ে। তাহলে কি শীঘ্রই মিশকার প্রেগন্যান্সির রহস্য উন্মোচিত হতে চলেছে দীপার সামনে? মিশকা কীভাবে গর্ভবতী হয়েছিল জেনে যাবে সে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥