• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপার কোল ফাঁকা, সোনা-রূপাকে নিয়ে দূরে চলে গেল সূর্য! প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা প্রোমো

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Surjya takes Sona Rupa away from Deepa

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) রোজ কিছু না কিছু টুইস্ট আসছে। নিত্য নতুন চমক এনে দর্শকদের চমকে দিচ্ছে এই সিরিয়াল (Bengali Serial)। সেই সঙ্গেই সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের আসনও ধরে রেখেছে। এবার সূর্য-দীপার কাহিনীতেই আসছে মহাধামাকা পর্ব। দীপাকে (Deepa) কষ্ট দিতে চিরকালের মতো সোনা-রূপাকে নিয়ে দূরে চলে যাচ্ছে সূর্য!

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সূর্য ইতিমধ্যেই সোনা (Sona)-রূপার (Rupa) জন্মপরিচয় জেনে গিয়েছে। যদিও সে ভাবে, সোনা-রূপা আসলে দীপা এবং কবীরের সন্তান। মিশকার কথা বিশ্বাস করে সে আজও এটাই মনে করে, তার বাবা হওয়ার ক্ষমতা নেই। আর এই ভুল বোঝাবুঝি থেকেই এবার চরম পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সূর্য (Surjya)।

Anurager Chhowa Surjya, Anurager Chhowa promo

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো (Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সোনা এবং রূপাকে নিয়ে গাড়িতে তুলছে সূর্য। সেই সময় সোনা জিজ্ঞেস করে, ‘বাবা আমরা কোথায় যাচ্ছি?’ জবাবে সূর্য বলে, ‘অনেক দূরে’। একথা শুনে রূপা পাল্টা জিজ্ঞেস করে, ‘কিন্তু কোথায়?’ উত্তরে সূর্য বলে, ‘বেড়াতে যাচ্ছি। চলো’।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Sona and Rupa, Anurager Chhowa promo

একথা বলে সোনা এবং রূপাকে গাড়িতে তোলে সূর্য। এরপর সে বলে, ‘যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। এমনকি তোমাদের মা দীপাও নয়’। অপরদিকে দেখা যায়, রূপাকে খুঁজে না পেয়ে হন্যে হয়ে সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় দীপা। প্রবীরকে এসে সে বলে, ‘বাবা, রূপাকে পাওয়া যাচ্ছে না’।

নাতনি নিখোঁজ একথা শুনে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায় সূর্যর বাবা। এরপর সে বলে, সোনাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। দুই মেয়েই নিখোঁজ শুনে সূর্য কোথায় সেকথা জিজ্ঞেস করে দীপা। তখন প্রবীর জানায়, সূর্যকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। একথা শুনেই আকাশ থেকে পড়ে দীপা। ছোট্ট সোনা-রূপাকে নিয়ে কোন ভয়ঙ্কর পথে চলেছে সূর্য? মেয়েদের কি আদৌ খুঁজে পাবে দীপা? দেখা যাক, কোন টুইস্ট নিয়ে আসে ধারাবাহিকের নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥