• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেগন্যান্সির নাটক করেই সূর্যকে বিয়ে করবে মিশকা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম ট্র্যাক

Updated on:

Star Jalsha,Bengali serial,Anurager Chhowa,Mishka,Ahona Dutta,Marriage,Serial,Television,TV serial,Actress,Bengali serial actress,Entertainment,Entertainment news,Bangla khobor,স্টার জলসা,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,মিশকা,অহনা দত্ত,বিয়ে,সিরিয়াল,টেলিভিশন,টিভি সিরিয়াল,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,অভিনেত্রী,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতি দর্শকদের ফের নতুন করে ভালোলাগা জন্মেছে। হাজার ভুল বোঝাবুঝি শেষে ফের কাছাকাছি এসেছে সূর্য-দীপা। ভালোবেসে দু’জন দু’জনকে কাছে টেনে নিয়েছে। সম্পূর্ণ সেনগুপ্ত পরিবার সাক্ষী থেকে তাঁদের মহামিলনের। এমন আনন্দের মুহূর্তেই ঝড়ের মতো ফের সূর্য-দীপার এন্ট্রি নিয়েছে মিশকা (Mishka)।

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখা যাবে, মিশকা সেনগুপ্ত বাড়িতে এসে বলবে তার গর্ভে সূর্যর সন্তান রয়েছে। সেই সঙ্গে সে এও দাবি করে, সূর্য (Surjya) বহুবার মদ খেয়ে তার বাড়িতে আশ্রয় নিয়েছিল। তখনই কাছাকাছি এসেছিল তারা। প্রিয় বান্ধবীর মুখে এসব কথা শুনে হতবাক হয়ে যায় সূর্য। সে সাফ বলে, মিশকাকে কোনোদিন স্পর্শ অবধি করেনি।

Deepa supports Surjo after Mishka's false allegation Anurager Chhowa New updates

আসলে সত্যিই কখনও সূর্য এবং মিশকা ঘনিষ্ঠ হয়নি। বরং ল্যাবে রাখা সূর্যর স্পার্ম ব্যবহার করে অবৈধভাবে গর্ভবতী হয়েছে সে। শুধু তাই নয়, মিশকা এও শপথ নিয়েছে এই সন্তানকে ব্যবহার করেই সূর্যর বৌ হবে সে। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ‘অনুরাগের ছোঁয়া’র আগাম ট্র্যাক ফাঁস হয়েছে!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘মিশকা’ অভিনেত্রী অহনা (Ahona Dutta) নিজের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তাঁর পরনে রয়েছে গোলাপি রঙের একটি শাড়ি। ন্যুড মেক আপে বেশ সুন্দর দেখাচ্ছে অভিনেত্রীকে। তবে নেটিজেনদের নজর কেড়েছে অহনার মাথায় থাকা কনের মুকুট। তাহলে কি শীঘ্রই ধারাবাহিকে মিশকার বিয়ের (Marriage) ট্র্যাক আসছে? সূর্যকে ফাঁসিয়ে বিয়ে করে নেবে সে? শুরু হয়েছে সেই জল্পনা।

Ahona Dutta, Ahona Dutta as bride, Anurager Chhowa Mishka

কারোর কারোর মনে আবার প্রশ্ন জেগেছে, রিয়েল লাইফে বিয়ে করছেন না তো অহনা? আসলে পর্দার মিশকা ‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের সঙ্গে প্রেম করেন। সম্প্রতি প্রেমিকের নাম বুকে ট্যাটু করিয়েছেন তিনি। দু’জনের প্রেম যে বেশ জমে উঠেছে তা এখান থেকেই পরিষ্কার। সেই জন্য তাঁদের বিয়ের জল্পনাও উঁকি দিয়েছে অনেকের মনে।


অহনার রিয়েল লাইফ বিয়ে নিয়ে জোর জল্পনা-কল্পনা চললেও অভিনেত্রী নিজে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। পাশাপাশি ‘অনুরাগের ছোঁয়া’তেও আদৌ সূর্য-মিশকার বিয়ের ট্র্যাক আসবে কিনা তা পরিষ্কার নয়। কারণ মিশকা সূর্যর নামে বদনাম দিলেও দর্শকরা দেখতে পাবেন দীপা স্বামীর পাশে এসে দাঁড়িয়েছে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সিরিয়ালের গল্প।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥