• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কুটনি মিশকাকে শায়েস্তা করতে মোক্ষম চাল দীপার! ‘অনুরাগের ছোঁয়া’র টুইস্ট দেখে দিলখুশ দর্শকদের

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa decided to let Mishka stay at Sengupta house

চলতি সপ্তাহে টিআরপি তালিকায় জোর ধাক্কা খেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। গত কয়েক মাস ধরে বেঙ্গল টপারের আসন ধরে রাখার পর এই সপ্তাহে সোজা পঞ্চম স্থানে নেমে এসেছে স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিক। তবে ফের টিআরপি তালিকায় ঝড় তুলতে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে এল সূর্য-দীপার সিরিয়াল (Bengali Serial)।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, এক রাত থাকার নাম করে সেনগুপ্ত বাড়িতে পাকাপাকি ঘাঁটি গাড়ার প্ল্যান করছে মিশকা (Mishka)। ইতিমধ্যেই সকলের সামনে তার যাবতীয় কুকর্ম ফাঁস হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মিশকার মধ্যে বিন্দুমাত্র লজ্জা নেই। সূর্যকে কাছে পাওয়ার জন্য এখনও নানান রকম ফন্দি এঁটে চলেছে সে।

Anurager Chhowa Mishka

ইতিমধ্যেই নিজের সোসাইটির লোকেদের সঙ্গে দুর্ব্যবহার করে ঘর ছেড়েছে মিশকা। আর সেই সুযোগ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢোকার প্ল্যান করে সে। প্রথমে কেউ তাকে আশ্রয় দিতে রাজি না হলেও অনেক কাকুতি মিনুতি করে এক রাতের জন্য সেনগুপ্ত বাড়িতে থাকার অনুমতি আদায় করে নেয় সে।

সেই রাত কেটে যাওয়ার পর সকালে উঠে লাবণ্য (Labanya) মিশকাকে হাসপাতালে রেখে আসার কথা বলে। তখনই নিজের আসল রূপ দেখায় সে। লাবণ্যর মুখের ওপর মিশকা বলে, সেনগুপ্ত বাড়ি ছেড়ে সে কোথাও যাবে না। বেশি জোরাজুরি করা হলে নিজের গর্ভের সন্তানকে বাঁচিয়ে রাখা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।

Anurager Chhowa Labanya Deepa and Mishka

সেনগুপ্ত পরিবারের সন্তানের ক্ষতি হবে শুনে বেশ ঘাবড়ে যায় লাবণ্য। যদিও দীপা (Deepa) মিশকার পুরো প্ল্যান ধরে ফেলে এবং বলে, মিশকা কোনোদিন নিজের সন্তানের ক্ষতি করবে না। এরপর আর কোনও উপায় না দেখতে পেয়ে সেনগুপ্ত বাড়িতে মিডিয়া ডাকে মিশকা। তারপর শুরু করে নিজের নাটক।

এরপর দীপা বাড়ির সবাইকে বোঝায় মিশকাকে সেনগুপ্ত বাড়িতে রাখাই ঠিক হবে। কারণ সে যদি বাড়ির মধ্যেই থাকে তাহলে তার সব প্ল্যান আগে থেকেই জেনে নেওয়া যাবে। অর্থাৎ শত্রুর ওপর নজর রাখার এর থেকে ভালো উপায় হয় না। দীপার কথা মতো সেনগুপ্ত বাড়ির সদস্যরা মিশকাকে ঠাঁই দিতে রাজি হয়ে যায়। যদিও সম্পূর্ণ ঘটনায় সোনা-রূপা বেশ কষ্ট পায়, তারা কাঁদতে শুরু করে। এরপর দীপা তাদের বোঝায় তারা সবাই একসঙ্গে রয়েছে, কিন্তু মিশকা একা। এবার দেখা যাক, দীপা-মিশকার এই লড়াইয়ে শেষ অবধি জয়ী হয় কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥