• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যি জেনেও তামাশা দেখছে! ছোট্ট সোনা-রূপার কষ্টের জন্য দীপা-লাবণ্যকে দোষারোপ দর্শকদের

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa audience blaming Deepa and Labanya for Sona Rupa’s pain

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) একঘেয়ে ট্র্যাক নিয়ে অনেকদিন ধরেই বিরক্তি প্রকাশ করছেন দর্শকরা। সূর্য (Surjya)-দীপার (Deepa) সেই এক ভুল বোঝাবুঝি এবং মান অভিমান দেখতে দেখতে এক প্রকার ক্লান্ত হয়ে গিয়েছেন তাঁরা। যত সময় যাচ্ছে ঝামেলা ততই বাড়ছে। কিছুতেই মিটছে না ‘সুদীপা’র মন কষাকষি।

সূর্যর বেস্টফ্রেন্ড মিশকার ষড়যন্ত্রের জন্য দীর্ঘ ৮ বছর ধরে আলাদা থাকে সূর্য-দীপা। তবে তাঁদের এই ঝামেলায় সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সোনা (Sona)-রূপার (Rupa)। এইটুকু বয়সে বাবা-মায়ের ঝামেলার শিকার হতে হচ্ছে তাঁদের। নিজের বাবার পরিচয় জানতে পারার পরেও তাঁকে ‘বাবা’ বলে না ডাকতে পারার কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে রূপাকে।

Anurager Chhowa serial audience praise Rupa's outstanding acting

ওদিকে আবার ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ঊর্মির মা সোনাকে বলে সে আসলে অনাথ। সূর্য তাঁর বাবা নয়। একথা শুনেই প্রচণ্ড ভেঙে পড়ে ছোট্ট সোনা। ঊর্মির মায়ের মুখ থেকে একথা শুনে মনে মনে প্রচণ্ড কষ্ট পায় সে। কিন্তু সোনার এই যন্ত্রণা দেখেও সবাই মুখে কুলুপ এঁটে রেখেছে।

রূপা বারবার নিজের বোনকে সত্যি কথা বলতে চাইলেও তাঁকে আটকে দেয় দীপা। আর তা দেখেই রেগে গিয়েছেন দর্শকদের একাংশ। মা হয়েও কীভাবে নিজের মেয়ের কষ্ট দেখেও দীপা চুপ করে থাকতে? অনেকেই তুলেছেন সেই প্রশ্ন। কেউ কেউ আবার দীপার পাশাপাশি লাবণ্য সেনগুপ্তকেও (Labanya Sengupta) তুলোধোনা করেছেন।

Anurager Chhowa upcoming track reveal audience praise Urmi

জন্মের সময়ই সোনা এবং রূপাকে আলাদা করে দিয়েছিল লাবণ্য। ছোট থেকেই নিজের নাতনিদের থেকে লাবণ্য সত্যিটা লুকিয়ে আসছে। শুধু তাই নয়, ডিএনএ টেস্ট করে সোনা-রূপা দু’জনেরই জন্ম পরিচয় সূর্যর কাছে প্রমাণ করে দেওয়ার পথ থাকলেও সেটা কিছুতেই করছে না লাবণ্য আর দীপা। আর এসব দেখেই রেগে আগুন হয়ে গিয়েছেন দর্শকরা।

তাঁদের মতে, দীপা আর লাবণ্য সব সত্যি জেনেও মুখ কুলুপ এঁটে না রেখে যদি সবাইকে সেটা বলে দেয় তাহলে অন্তত সোনা-রূপা ভালো থাকতে পারে। বাবা-মায়ের ঝগড়ার প্রভাব এইটুকু শিশুদের ওপর কতখানি বাজেভাবে পড়ছে তা কেউ ভেবে দেখছে না। এবার এটাই দেখার, দর্শকদের প্রতিক্রিয়া দেখার পর ‘অনুরাগের ছোঁয়া’র নির্মাতারা সিরিয়ালের গল্পে কোনও বদল আনেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥