স্টার জলসার (Star Jalsha) টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। নায়িকা দীপার (Deepa) চরিত্রে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। এত কম বয়সে স্বস্তিকার তুখোড় অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন প্রত্যেকে। যদিও এটি তাঁর প্রথম সিরিয়াল নয়, এর আগে বহু ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
বাংলা টেলিভিশনে এমন অনেক অভিনেতা-অভিনেত্রীকে দেখা গিয়েছে যারা পার্শ্বচরিত্রে অভিনয় করতে করতেই নায়ক-নায়িকার ভূমিকায় সুযোগ পেয়েছেন। স্বস্তিকার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকা হতেই বদলে যায় তাঁর ভাগ্য। কিন্তু কীভাবে সাইড রোল থেকে ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকা হয়ে উঠলেন স্বস্তিকা? সম্প্রতি নেটপাড়ায় ফাঁস হয়ে সেই ভিডিও (Audition Video)।
যে কোনও সিরিয়ালের নায়ক-নায়িকার চরিত্রের জন্য অনেক অভিনেতা-অভিনেত্রী অডিশন দেন। তাঁদের মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রতিভাবান যারা হন তাঁদেরকেই বেছে নেন নির্মাতারা। ‘অনুরাগের ছোঁয়া’র কাস্টিংয়ের ক্ষেত্রেও নির্মাতাদের কড়া নজর ছিল। কারণ কাস্টিং ঠিক না হলে সিরিয়ালও সফল হয় না।
হাজার হাজার অভিনেত্রী অডিশন দিলেও শেষ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগণার মেয়ে স্বস্তিকাকেই দীপা চরিত্রের জন্য বেছে নেন নির্মাতারা। দীপা চরিত্রের মধ্যে সমবেদনা, ভালোবাসা রয়েছে তা স্বস্তিকার অভিনয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। তাঁর অডিশনের সেই ভিডিও দেখেই তাঁকে নিয়ে নেন নির্মাতারা।
‘অনুরাগের ছোঁয়া’র অডিশনের জন্য একটি ফোনে সেলফি মোড অন করে নিজের অডিশন রেকর্ড করেছিলেন স্বস্তিকা। সেই ভিডিওয় একটি গাছের সামনে দাঁড়িয়ে আবেগঘন একটি মুহূর্তের দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। ১ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিও দেখেই দীপা চরিত্রের জন্য স্বস্তিকাকে নিয়ে নেন নির্মাতারা। অভিনেত্রীর অডিশনের এই ভিডিও দেখে মুগ্ধ হয়ে গিয়েছে নেটিজেনরাও।
একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘মন ছুঁয়ে গেল স্বস্তিকার অভিনয়’। দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘এর থেকে দীপার চরিত্রে ১০ গুণ ভালো অভিনয় করছে স্বস্তিকা’। মাত্র ১৯ বছর বয়সে স্বস্তিকার অভিনয় দক্ষতা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।