• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নায়িকা! আচমকাই শুটিং বন্ধ জনপ্রিয় এই বাংলা সিরিয়ালের

Published on:

Star Jalsha Bengali Serial actress Sairity Banerjee admitted in hospital

Star Jalsha bengali serial actress hospitalised: তারকাদের জীবন নিয়ে বরাবরই অনুরাগীদের কৌতূহলের অন্ত নেই। তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবন সমস্ত বিষয়ে জানার আগ্রহ চেপে রাখতে পারেন না ভক্তরা। আর সেখানে, যদি প্রিয় তারকার শরীর খারাপের খবর মেলে তাহলে তো অনুরাগীদের উদ্বিগ্ন হওয়াটাই খুব স্বাভাবিক। সম্প্রতি তেমনই অসুস্থ হয়ে পড়েছেন বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী (Actress)।

আর সেই কারণেই আপাতত বন্ধ রাখা হয়েছে এই সিরিয়ালের শুটিংও। বাংলা সিরিয়ালের জগতের অত্যন্ত জনপ্রিয় এই অভিনেত্রী হলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Sairiti Banerjee)। অসুস্থতার কারণে এখন তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই খবর পাওয়ার পর থেকে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সৈরিতি বন্দ্যোপাধ্যায়,Sairity Banerjee,অসুস্থ,Sick,শুটিং বন্ধ,Shooting Stopped,Tensed,চিন্তায়,Audience,দর্শক

এদিন হাসপাতালের বিছানাতে শুয়েই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবিও দিয়েছেন সৈরিতি। আসলে ঠিক কি হয়েছিল? এ বিষয়ে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে তরফে যোগাযোগ করা হলে অভিনেত্রী জানিয়েছেন পরশু দিন তিনি আচমকাই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন।

অভিনেত্রীর কথায় ‘চোখ খুলতে পারছিলাম না। মেয়ে বাড়িতে আছে। আগের থেকে অনেকটাই ভাল আছি। তবু এখনই ছাড়বেন না চিকিৎসক। পরশু দিন ছাড়া পেয়ে যাব আশা করছি। পেটটাও ভাল ছিল না। বৃহস্পতিবার তাই ওষুধও খেয়েছিলাম। তার পরেও দেখলাম শরীর ভাল হচ্ছে না। ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল। তাই বেশ ভয়ও পেয়েছিলাম। আপাতত অবশ্য চিন্তা নেই। এখন ছাড়া পাওয়ার অপেক্ষা।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,সৈরিতি বন্দ্যোপাধ্যায়,Sairity Banerjee,অসুস্থ,Sick,শুটিং বন্ধ,Shooting Stopped,Tensed,চিন্তায়,Audience,দর্শক

বর্তমানে কালার্স বাংলা জনপ্রিয় সিরিয়াল ‘টুম্পা অটোওয়ালি’তে অভিনয় করছেন সৈরিতি। কিন্তু বর্তমানে তিনি অসুস্থ থাকায়  আপাতত কিছুদিনের জন্য বন্ধ রয়েছে এই সিরিয়ালের শুটিং। একসময় ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন সৈরিতি।  এই ধারাবাহিকে তিনি জুটি বেঁধেছিলেন এখনকার অন্যতম জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্যের সাথে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সৈরিতি বন্দ্যোপাধ্যায়,Sairity Banerjee,অসুস্থ,Sick,শুটিং বন্ধ,Shooting Stopped,Tensed,চিন্তায়,Audience,দর্শক

তবে এই সিরিয়াল শেষ হওয়ার পর আর কোন সিরিয়ালে সৈরিতিকে মুখ্য চরিত্র দেখা যায়নি। এখন বেশিরভাগ ধারাবাহিকেই পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। প্রসঙ্গত কিছুদিন আগেই মা হয়েছেন এই অভিনেত্রী। সেসময় মেয়ে ছোট থাকায় বেশ কিছুদিন অভিনয় থেকে দূরেই ছিলেন সৈরিতি। তবে বর্তমানে তিনি আবার পুরোদমে শুটিং শুরু করেছেন বাংলা সিরিয়ালের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥