• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেরুন সোয়েটার পরা খুদেই আজ বাংলা টেলিভিশনের ‘হিরো নম্বর ১’! দেখুন তো চিনতে পারছেন কিনা?

Published on:

Star Jalsha,Bengali serial,Syed Arefin,Childhood picture,Bengali serial actor,Actor,Entertainment,Entertainment news,Bangla khobor,Tunte,Rangan,স্টার জলসা,বাংলা সিরিয়াল,সৈয়দ আরেফিন,ছোটবেলার ছবি,বাংলা সিরিয়ালের অভিনেতা,অভিনেতা,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,Syed Arefin childhood photo,Tunte serial Rangan,তুঁতে সিরিয়াল রঙ্গন,সৈয়দ আরেফিনের ছোটবেলার ছবি

বাংলা টেলিভিশনের নায়ক (Bengali Serial Actor) মানেই দর্শকদের ভীষণ প্রিয়। রোজ টিভির পর্দায় দেখতে দেখতে তাঁদের নিজের বাড়ির ছেলের মতোই ভালোবেসে ফেলেন সিরিয়ালপ্রেমী মানুষরা। ধারাবাহিকে অভিনয় করেই আজ বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন সূর্য, সৃজন, সিদ্ধার্থরা। সম্প্রতি এমনই এক জনপ্রিয় টেলি নায়কের ছোটবেলার ছবি (Childhood Picture) নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

নেটপাড়ায় মাঝেমধ্যেই বিনোদন দুনিয়ার তারকাদের ছেলেবেলার ছবি ভাইরাল হতে দেখা যায়। কখনও তারকারা নিজেই সেই ছবি শেয়ার করেন, কখনও আবার তাঁদের নানান ফ্যান পেজের তরফ থেকে শেয়ার করা হয়। সম্প্রতি যেমন জনপ্রিয় এক টেলি নায়ক নিজেই ছোটবেলার ছবি সমাজমাধ্যমে (Social Media) শেয়ার করেছেন। যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

Bengali serial actor, Syed Arefin childhood picture

পরনে মেরন রঙের সোয়েটার আর কালো রঙের ট্রাউজার্স। কোমরে হাত দিয়ে বাদশার মতো দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশে দাঁড়িয়ে রয়েছে ভাই-বোন। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে সেটি বেশ কয়েক বছর পুরনো। মেরুন সোয়েটার পরে দাঁড়িয়ে থাকা খুদে আজ হ্যান্ডসাম হাঙ্ক। সুদর্শন চেহারার সেই হিরো অনেক মেয়ের ক্রাশ। দেখুন তো আপনি তাঁকে চিনতে পারছেন কিনা?

ছেলেবেলার ছবি দেখে আপনি যদি টেলি নায়কের নাম বুঝে গিয়ে থাকেন তাহলে সত্যিই আপনার প্রশংসা করতে হয়। আর যদি না চিনে থাকেন, তাহলে বলে রাখি মেরুন সোয়েটার পরে দাঁড়িয়ে থাকা খুদে আর কেউ নন, বরং জনপ্রিয় টেলি অভিনেতা সৈয়দ আরেফিন (Syed Arefin)। দর্শকমহলে এখন তাঁর পরিচিতি ‘রঙ্গন’ (Rangan) নামেই বেশি। স্টার জলসার (Star Jalsha) ‘তুঁতে’ (Tunte) ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

Syed Arefin, Bengali serial actor

জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের সংস্থায় অভিনয় শিখেছিলেন পর্দার রঙ্গন। বিনোদন দুনিয়ায় হাতেখড়ি হয়েছিল মডেল হিসেবে। এরপর ‘ইরাবতীর চুপকথা’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন তিনি। মনামী ঘোষের বিপরীতে নায়ক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। সেই সিরিয়াল শেষ হওয়ার পর ‘খেলাঘর’ সিরিয়ালে সৈয়ফ আরেফিনকে দেখেছিল দর্শকরা। এখন রঙ্গন হিসেবে দর্শকদের মন করছেন তিনি।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই সৈয়দ আরেফিনই নিজের ছেলেবেলার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমায় খুঁজে বের করুন’। অভিনেতার ছোটবেলার ছবি দেখে নানানজন নানান রকম মন্তব্য করছেন। কেউ লিখেছেন, ‘আপনি এত সুন্দর ছিলেন?’ কারোর আবার বক্তব্য, ‘খুব মিষ্টি ছিলেন আপনি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥