• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্দিরা থেকে বিক্রম, ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের তারকাদের বাস্তব জীবনসঙ্গী কারা? দেখে নিন ছবি

Published on:

Star Jalsha Bangla Medium Serial Cast Real Life Partners Name and identity

বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন নতুন সিরিয়াল শুরুর হিড়িক পড়েছে। কয়েকদিন আগেই যেমন স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। ‘ধুলোকণা’ শেষ হয়ে রাত ৮টার স্লটে শুরু হয়েছে এই সিরিয়াল। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য এবং তিয়াশা লেপচা। পাশাপাশি পার্শ্ব চরিত্রেও অভিনয় করছেন একাধিক জনপ্রিয় টেলি শিল্পী। আজকের প্রতিবেদনে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের শিল্পীদের বাস্তব জীবনসঙ্গীদের ছবি ও পরিচয় তুলে ধরা হল।

নবনীতা দে (Nabanita Dey) – ‘বাংলা মিডিয়াম’এ নায়িকা ইন্দিরার বড় মামির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী নবনীতা। এই অভিনেত্রীকে এর আগে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। জানিয়ে রাখি, নবনীতার স্বামী হলেন টেলি দুনিয়ার পরিচিত মুখ।

Nabanita Dey husband

সঞ্জয় বসু (Sanjay Basu)- নায়িকা ইন্দিরার বড় মামার চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেতা সঞ্জয় বসু। এই অভিনেতাকে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার মেজ দেওরের চরিত্রে দেখা যাচ্ছে। জানিয়ে রাখি, অভিনেতা সঞ্জয় বসু বাস্তবেও বিবাহিত এবং তাঁর দুই মেয়ে রয়েছে। তাঁর এক মেয়ে হলেন ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিক খ্যাত দেবাদৃতা বসু। অপর মেয়ে হলেন ‘ক্যানিংয়ের মিনু’ সিরিয়াল খ্যাত দেবপ্রিয়া বসু।

Sanjay Basu family

স্বাগতা মুখার্জি (Swagata Mukherjee)- জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বাগতা ‘বাংলা মিডিয়াম’এ বিক্রমের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এর আগে বহু জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। স্বাগতা বাস্তব জীবনেও বিবাহিত এবং তাঁর স্বামীর নাম হল ঋষি মুখার্জি।

Swagata Mukherjee Rishi Mukherjee

পায়েল দত্ত (Payel Dutta)- এই অভিনেত্রী বিক্রমের ছোট কাকিমা সুবর্ণার চরিত্রে অভিনয় করছেন।  এর আগে তাঁকে ‘লালকুঠি’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। জানিয়ে রাখি, পায়েলের স্বামী হলেন জনপ্রিয় অভিনেতা অরুণাভ দত্ত।

Payel Dutta husband

অর্ণব ব্যানার্জি (Arnab Banerjee)- বিক্রমের ছোট কাকা অর্থাৎ সুবর্ণার স্বামীর চরিত্র অভিনয় করছেন অর্ণব। এর আগে তাঁকে ‘মন মানে না’ সিরিয়ালে দেখা গিয়েছিল। জানিয়ে রাখি, এই জনপ্রিয় অভিনেতার স্ত্রীও টেলি দুনিয়ার পরিচিত মুখ। তাঁর নাম ময়না ব্যানার্জি।

Arnab Banerjee wife

অভ্রজিত চক্রবর্তী (Abhrajeet Chakraborty)- বিক্রমের মেজ কাকার চরিত্রে অভিনয় করছেন অভ্রজিত। এর সঙ্গেই তাঁকে ‘অনুরাগের ছোঁয়া’তেও দেখা যাচ্ছে। জানিয়ে রাখি, বাস্তব জীবনে অভ্রজিত বিবাহিত এবং তাঁর স্ত্রীয়ের নাম রিনিকা সাহা।

Abhrajeet Chakraborty wife

অরিন্দম ব্যানার্জি (Arindam Banerjee)- ‘বাংলা মিডিয়াম’এ বিক্রমের বাবার চরিত্রে অভিনয় করছেন অরিন্দম। এর আগে তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে দেখেছে দর্শকরা। জানিয়ে রাখি, অভিনেতা বাস্তব জীবনেও বিবাহিত।

Arindam Banerjee wife

সম্পূর্ণা লাহিড়ী (Sampurna Lahiri)- বিক্রমের দিদি সুহানার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। এর আগে ‘নজর’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। জানিয়ে রাখি, এই সুন্দরী অভিনেত্রী বাস্তবে এনগেজড। তাঁর প্রেমিকের নাম সুদীপ্ত রায়। তিনি পেশায় ব্যবসায়ী।

Sampurna Lahiri

তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)- ‘বাংলা মিডিয়াম’এ নায়িকা ইন্দিরার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তিয়াশা লেপচা। এর আগে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নায়িকার চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। জানিয়ে রাখি, তিয়াশা বাস্তব জীবনে ডিভোর্সী। তাঁর স্বামী ছিলেন জনপ্রিয় অভিনেতা সুবান রায়।

Tiyasha Lepcha Suban Roy

নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)- ‘বাংলা মিডিয়াম’এ নায়ক বিক্রমের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা বিক্রম চ্যাটার্জি। এর আগে ‘কৃষ্ণকলি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে।

Neel Bhattacharya Trina Saha

বাস্তব জীবনে নীল বিবাহিত। তাঁর স্ত্রী হলেন ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন ওরফে অভিনেত্রী তৃণা সাহা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥