• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হতেই বুঝেছে মর্ম! নিজের ভুলের জন্য দীপার কাছে ক্ষমা চাইল বোন উর্মি

Published on:

Star Jalsha bengali Serial Anurager Chowa Deepa's Sister sorry for all mistakes after becaming mother

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa)। এই ধারাবাহিকের প্রতিটি পর্বেই এখন  চলছে জমজমাট পর্ব। প্রসঙ্গত শুরু থেকেই এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপা (Surjo-Deepa) ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন এই সিরিয়ালের আরও একাধিক চরিত্র। যাদের মধ্যে অন্যতম হল সূর্যের ভাই জয় এবং দীপার বোন উর্মি (Joy-Urmi)।

ধারাবাহিকের অন্যতম কিউট কাপল তারা।  সদ্য এই সিরিয়ালে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে উর্মি। আর সেই নতুন সদস্যকে ঘিরেই এখন সেনগুপ্ত পরিবারের খুশির জোয়ার। অন্যদিকে একের পর এক নতুন চাল চালতে ব্যস্ত মিশকা (Mishka)।  প্রসঙ্গত গত পর্বেই দর্শক দেখেছেন ডেলিভারির আগে উর্মির রক্তের প্রয়োজন ছিল কিন্তু তার সেই রেয়ার রক্তের গ্রূপের ডোনার খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,উর্মি,Urmi,নতুন চোখ,New Twist,পুত্র সন্তান,Baby Boy

এমন অবস্থায় অসুস্থ শরীরেও উর্মিকে রক্ত দেওয়ার ঝ ঝুঁকি নেয় দীপা। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই দীপাকে প্রাণে মেরে ফেলার চাল চালে মিশকা। কিন্তু শেষ পর্যন্ত সূর্য এসে যাওয়ায় সে যাত্রায় বেঁচে যায় দীপা। কিন্তু তাতেও দমবার পাত্রী নয় মিশকা। তাই সূর্য সেখান থেকে চলে যেতেই দীপাকে ভয় দেখাতে থাকে সে।

নিজে প্রাণে বেঁচে গেলেও তার বোনকে সে ইনজেকশন দিয়ে মেরে ফেলবে বলে শাসিয়ে যায় মিশকা। একথা শুনে দীপা ছুটতে ছুটতে বাইরে গিয়ে সবাইকে সত্যিতা জানিয়ে দেয়। যদিও আবার মিশকার নতুন চালে সূর্যের কাছে ভুল প্রমাণিত হয় দীপা। তবে এরই মাঝে সিরিয়ালে নতুন করে ফোকাস এসেছে উর্মীর উপর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,উর্মি,Urmi,নতুন চোখ,New Twist,পুত্র সন্তান,Baby Boy

এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর আচমকাই নেগেটিভ থেকে পজেটিভ চরিত্রে বদল ঘটেছে তার। জীবনে প্রথম দীপাকে দিদি বলে ডেকে সবাইকে চমকে দিয়েছে উর্মি। নিজের ভুল বুঝতে পেরে দীপার কাছে প্রথমবার ক্ষমা চায় উর্মি।  নিজের ইচ্ছায় দীপাকে দিদি বলে ডাকতে দেখা যায় উর্মিকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,উর্মি,Urmi,নতুন চোখ,New Twist,পুত্র সন্তান,Baby Boy

বোনের মুখে দিদি ডাক শুনে চোখে জল এসে যায় দীপার। যা দেখে আপাতভাবে মনে হচ্ছে উর্মি সম্ভবত পজেটিভ থেকে নেগেটিভ চরিত্রের দিকে মোড় নিচে। তাই আগামী পর্বে উর্মি  দীপার সাথে হাত মিলিয়ে মিশকাকে  শাস্তি দিতে সাহায্য করে কিনা এখন সেটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥