• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপা অতীত, অনুরাগের ছোঁয়া’য় নতুন জুটি! মিশকা-তবলার রোম্যান্সের নিয়ে চর্চা শুরু নেটপাড়ায়

Published on:

Anurager Chowa New couple Mishka Tobla old video viral on social media

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে (Television) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার (Surjya-Deepa) কাহিনী দর্শকদের শুরু থেকেই ভীষণ পছন্দের। এই ধারাবাহিকে অভিনয় করেই অভিনেতা দিব্যজ্যোতি দত্ত এবং অভিনেত্রী স্বস্তিকা ঘোষ হয়ে উঠেছেন দর্শকদের ঘরের সদস্য। পাশাপাশি খলনায়িকা মিশকার (Mishka) চরিত্রে অভিনয় করে অভিনেত্রী অহনা দত্তও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, এই মিশকার জন্যই ৮ বছর ধরে একে অপরের থেকে আলাদা থাকে সূর্য এবং দীপা। কারণ সে চায় সূর্যর জীবন থেকে দীপাকে সরিয়ে নিজে সেই জায়গা নিতে। আর সেই জন্যই সূর্যর মনে দীপার বিরুদ্ধে নানান রকমের ভুল ধারণা তৈরি করছে মিশকা। ধারাবাহিকের এই একঘেয়ে ট্র্যাক দেখে দর্শকরাও রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন।

Anurager Chhowa Deepa

তবে এবার সূর্য-দীপার পাশাপাশি ‘অনুরাগের ছোঁয়া’য় দেখা যাবে চলেছে দর্শকদের প্রিয় আরও একটি জুটি। আর সেই জুটির নাম হল ‘মশলা’। হ্যাঁ, ঠিকই ধরেছেন মিশকা এবং তবলা জুটির ওপরই এবার ফোকাস করা হবে সিরিয়ালে!

স্টার জলসায় সম্প্রচারিত এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন, তবলা একসময় খলনায়ক ছিল। কিন্তু পরে সে ভালো হয়ে যায়। আর সেই সঙ্গেই খলনায়িকা মিশকাকেও মনে মনে পছন্দ করতে শুরু করে। দর্শকরা সেই জন্য একপ্রকার মজা করেই এই জুটির নাম দিয়েছিল ‘মশলা’। তবে সাম্প্রতিক অতীতে তবলাকে ধারাবাহিকে দেখা যায় না।

Mishka and Tobla

কিন্তু তা সত্ত্বেও ‘মশলা’ জুটিকে কিন্তু দর্শকরা ভুলে যায় না। সম্প্রতি যেমন একজন নেটিজেন তবলা ও মিশকার দেখা হওয়ার দৃশ্যটি শেয়ার করে লিখেছেন, ‘সোনায় মোড়া জুটি। আশীর্বাদ করবেন তাঁরা যেন সুখী হয়’। মজার ছলেই এই পোস্ট করা হলেও, অনেক নেটিজেনই চাইছেন সিরিয়ালে যেন এবার মিশকা এবং তবলার কাহিনীও দেখানো হয়।

প্রসঙ্গত, তবলাকে এখন ‘অনুরাগের ছোঁয়া’য় দেখা না গেলেও মিশকার চরিত্রের কোনও বদল হয়নি। এখনও সে দীপার বিরুদ্ধে সূর্যর মনে বিষ ঢেলেই চলেছে। কিন্তু কিছুতেই ধরা পড়ছে না সে। দর্শকরা এখনও অধীর আগ্রহে সূর্য-দীপার মিলন এবং মিশকার পর্দা ফাঁস হওয়ার অপেক্ষায় বসে রয়েছেন। এবার দেখা যাক সেই দিন কবে আসে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥