• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সহ্যের সীমা ছাড়াতেই মিশকার গলা টিপে উচিত শিক্ষা দিল লাবণ্য, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Star Jalsha Anurager Chowa Labonya slaps Mishka after she insults Deepa

বাংলা সিরিয়ালের (Bengali Serial) ভক্ত অথচ স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখেন না ইদানিং এমন দর্শকদের সংখ্যা খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের প্রতিটা পর্ব জুড়েই থাকছে একেবারে হাইভোল্টেজ ড্রামা। তাই প্রতটা পর্ব জুড়েই রয়েছে নিত্য নতুন চমক।

তাই নায়ক নায়িকা সূর্য-দীপার (Surjo-Deepa) মিল না হলেও যেভাবে ঝড়ের বেগে এগিয়ে চলেছে এই সিরিয়ালের গল্প তা থেকে চোখের ফেরানোর উপায় নেই দর্শকদের। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে সূর্য দীপার সেনগুপ্ত পরিবারে বইছে খুশির হাওয়া।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode

দীপার বোন তথা সেনগুপ্ত পরিবারের ছোট বৌমা উর্মীর পুত্র সন্তান জন্মের পর থেকেই সকলে আনন্দে মেতে উঠেছেন। আর সবাইকে অবাক করে দিয়ে ছেলের মা হওয়ার পর থেকে এক আশ্চর্য বদল এসেছে উর্মির মধ্যে। কিন্তু রত্না আর তার মা নিস্তারিণী সুযোগ পেলেই দীপাকে অপমান করার কোন সুযোগই হাতছাড়া করে না।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode

যদিও গত পর্বেই দর্শক দেখেছেন দীপা তাদের উচিত জবাব দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল। এছাড়া দেখা গিয়েছে উর্মীর সন্তানের জন্য উপহার নিয়ে এসেছিল মিশকা। কিন্তু তা মিশকাকে ফিরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে উর্মি। এরপর দেখা যায় নির্লজ্জের মতো মিশকা আবার দীপার বাড়িতে গিয়ে তার ওপরে চড়াও হয়ে তাকে যাচ্ছেতাই ভাবে কথা শোনাচ্ছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,দীপা,Deepa,সূর্য,Surjo,সোনা,Sona,রুপা,Rupa,মিশকা,Mishka,আসন্ন পর্ব,Upcoming Episode

আবার ঠিক তখনই সেখানে এসে হাজির হবে দীপার শ্বাশুড়ি মা লাবণ্য সেনগুপ্ত। প্রতি বারের মতো এবারও দীপাকে  অপমানিত হতে দেখে ক্ষোভে  ফেটে পড়েন লাবণ্য।  মুখের কথায় কাজ না হওয়ায় প্রথমে মিশকাকে থাবড়ে গাল লাল করে দেন লাবণ্য।

এরপরই দেখা যায় মিশকাকে শেষবারের মতো সাবধান করতে রীতিমতো তার ওপর চড়াও হয়ে গলা টিপে ধরে লাবণ্য। তবে সেখানে দীপা থাকায় সে যাত্রায় বেঁচে যায় মিশকা। তবে এদিন মিশকাকে উচিত শিক্ষা দিতে দেখে বেজায় খুশি হয়েছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥