বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন যেন নতুন ধারাবাহিক শুরুর হিড়িক পড়েছে। একের পর এক নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। আর তার জেরে কপাল পুড়ছে পুরনো সিরিয়ালগুলির। এই বছরই যেমন শুধু স্টার জলসাতেই (Star Jalsha) ১৬টি জনপ্রিয় সিরিয়াল (Serial) শেষ হয়েছে। বছর শেষের আসে সম্পূর্ণ তালিকা তুলে ধরা হল।
মহাপীঠ তারাপীঠ (Mahapeeth Tarapeeth)- মা তারা এবং বামাক্ষ্যাপাকে নিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করতেন জনপ্রিয় টেলি অভিনেত্রী নবনীতা দাস এবং সব্যসাচী চৌধুরী। ধারাবাহিকটির জনপ্রিয়তা ছিল দেখার মতো। এই বছরই ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে ‘মহাপীঠ তারাপীঠ’।
ফেলনা (Felna)- একটি ছোট্ট মেয়েকে নিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিক। সেই মেয়েটির নাম ছিল ফেলনা। বাবার মতোই বড় জাদুকর হওয়ার স্বপ্ন ছিল তার দু’চোখে। গত বছর শুরু হয়েছিল ‘ফেলনা’। এই বছর মার্চ মাসে শেষ হয় সিরিয়ালটি।
বরণ (Boron)- স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকটিও এই বছরই বন্ধ হয়েছে। বড়লোকের বখাটে ছেলে রুদ্রিক এবং মধ্যবিত্ত মেয়ে তিথির গল্প বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। সুস্মিত মুখার্জি, ইন্দ্রাণী পাল অভিনীত এই ধারাবাহিকটি এই বছর মার্চ মাসে শেষ হয়েছে।
মোহর (Mohor)- সোনামণি সাহা এবং প্রতীক সেন অভিনীত এই ধারাবাহিকটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। এখনও মোহর এবং শঙ্খদীপের জুটির অসংখ্য অনুরাগী রয়েছে। ২০১৯ সাল থেকে চলছিল এই সিরিয়ালটি। এই বছর এপ্রিল মাসে শেষ হয় ‘মোহর’এর পথচলা।
খুকুমণি হোম ডেলিভারি (Khukumoni Home Delivery)- দীপান্বিতা রক্ষিত এবং রাহুল মজুমদার অভিনীত এই ধারাবাহিকের নামও এই তালিকায় রয়েছে। ‘পেঁপে দিয়ে চেপে’ও দর্শকদের মন জয় করতে পারেনি খুকুমণি এবং বিহান। মাত্র ৬ মাসের মধ্যেই বন্ধ হয়েছে এই সিরিয়াল।
গ্রামের রানী বীণাপাণি (Gramer Rani Binapani)- শতদ্রু এবং বীণাপাণির গল্প শুরু থেকেই পছন্দ হয়েছিল দর্শকদের। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা এবং অ্যানমেরি টম। গত বছর মার্চ মাসে শুরু হওয়ার পর এই বছর জুন মাসে শেষ হয়ে যান ‘গ্রামের রানী বীণাপাণি’।
গঙ্গারাম (Gangaram)- বোকাসোকা গঙ্গারাম এবং মডার্ন টায়রার গল্প দর্শকদের বেশ পছন্দ ছিল। অভিষেক বসু এবং সোহিনী গুহ রায় অভিনীত এই ধারাবাহিকটির জনপ্রিয়তাও বেশ ভালো ছিল। কিন্তু প্রায় দেড় বছর ধরে সম্প্রচারিত হওয়ার পর এই বছর জুলাই মাসে শেষ হয়ে যায় ‘গঙ্গারাম’।
জয় গোপাল (Joy Gopal)- ভগবান গোপালের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। কূটকচালি-পরকীয়ার ভিড়ে ধার্মিক ঘরানার এই সিরিয়াল দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তা সত্ত্বেও এই বছর শেষ হয়ে যায় ‘জয় গোপাল’।
বৌমা একঘর (Bouma Ekghor)- সুস্মিতা দে, দেবজ্যোতি রায় চৌধুরী অভিনীত এই ধারাবাহিকটি এই বছরই শুরু হয়েছিল এবং এই বছরই শেষ হয়ে যায়। শুরু হওয়ার মাত্র ৩ মাসের মধ্যেই বন্ধ হয়ে যায় ‘বৌমা একঘর’। সুস্মিতাকে এখন স্টার জলসারই নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’তে দেখা যাচ্ছে।
খড়কুটো (Khorkuto)- এই বছরই শেষ হয়েছে গুনগুন এবং সৌজন্যের পথচলাও। স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়ালটিকে সন্ধ্যার স্লট থেকে সরিয়ে দুপুরে দেওয়া হয়। বেশ কয়েকমাস সম্প্রচার হওয়ার পর গত আগস্ট মাসে শেষ হয় ‘খড়কুটো’।
মন ফাগুন (Mon Phagun)- ঋষি এবং পিহুর কাহিনীও এই বছরই শেষ হয়েছে। সৃজলা গুহ এবং শন ব্যানার্জি অভিনীত এই সিরিয়াল শুরু হয়েছিল গত বছর। এই বছর আগস্ট মাসেই শেষ হয় সিরিয়ালটি।
খেলাঘর (Khelaghor)- এই বছরই শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলাঘর’ও। ২০২০ সাল থেকে সম্প্রচারিত হচ্ছিল এই কাহিনী। ভিন্ন স্বাদের এই ধারাবাহিকটি শুরু থেকে দর্শকদের বেশ পছন্দ ছিল। প্রায় দু’বছর সম্প্রচারিত হওয়ার পর এই বছর সেপ্টেম্বর মাসে শেষ হয় ‘খেলাঘর’।
আয় তবে সহচরী (Aay Tobe Sohochori)- সাংসারিক কূটকচালি এবং পরকীয়ার ভিড়ে শুরু হয়েছিল একেবারে ভিন্ন স্বাদের ‘আয় তবে সহচরী’। সহচরী এবং বরফির গল্প দর্শকদের বেশ পছন্দেরও ছিল। কিন্তু বাকি ধারাবাহিগুলোর মতোই এই বছর শেষ হয়েছে ‘আয় তবে সহচরী’ও।
বিক্রম বেতাল (Bikram Betal)- ফের পর্দায় ফিরেছিল বিক্রম বেতালের জনপ্রয় কাহিনী। এই বছরই শুরু হয়েছিল জয় মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকের সম্প্রচার। আর দুর্ভাগ্যবশত এই বছরই শেষ হয়ে যায় সিরিয়ালটি।
মাধবীলতা (Madhabilata)- মাত্র ৩ মাসের মধ্যেই পথচলা শেষ হয়েছে মাধবী এবং সবুজের। ভিন্ন ধরণের এই ধারাবাহিকটিও দর্শকদের বেশ পছন্দের ছিল। টিআরপিও ভালোই ছিল। কিন্তু তা সত্ত্বেও শেষ হয়ে গিয়েছে সিরিয়ালটি।
ধুলোকণা (Dhulokona)- তালিকার শেষ নামটি সত্যিই খুব অবাক করে দেওয়ার মতো। কারণ কয়েক সপ্তাহ আগেও বেঙ্গল টপার হয়েছে ‘ধুলোকণা’।
কিন্তু তা সত্ত্বেও আগামী সপ্তাহ থেকে বন্ধ হয়েছে লালন-ফুলঝুরির ‘ধুলোকণা’। রাত ৮টার স্লটে এই সিরিয়ালের পরিবর্তে শুরু হচ্ছে নীল-তিয়াশার ‘বাংলা মিডিয়াম’।