• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘RRR’-এর গানে নেতাজির ছবি, গান্ধীজি কেন নেই? বিতর্ক প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন রাজামৌলী

Published on:

SS Rajamouli reveals why he used Netaji’s picture in RRR’s Sholay song

এস এস রাজামৌলী (SS Rajamouli) পরিচালিত ব্লকবাস্টার ‘আরআরআর’ (RRR) ছবির ‘শোলে’ (Sholay) গানে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji) ছবি দেখানো হয়েছিল মনে আছে? যদিও শুধুমাত্র ‘বাংলার গর্ব’ নেতাজি একা নন, সেই গানে স্থান করে নিয়েছিলেন দেশের আরও বহু স্বাধীনতা সংগ্রামীরা। তবে স্থান পাননি মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)। যা নিয়ে হয়েছিল প্রবল বিতর্ক। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন পরিচালক নিজে।

‘শোলে’ গানটিতে সুভাষচন্দ্র বসুর (Subhas Chandra Bose) পাশাপাশি ভগৎ সিং (Bhagat Singh) সহ আরও বেশ কিছু স্বাধীনতা সংগ্রামীর ছবি দেখানো হয়েছিল। তাঁদের উদ্দেশে সম্মান জ্ঞাপন করাই ছিল নির্মাতার আসল উদ্দেশ্য। কিন্তু সেই স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে গান্ধীজির (Gandhiji) ছবি না থাকায় ব্যাপক বিতর্ক হয়েছিল। গান্ধীবাদীরা গানটি নিয়ে আপত্তিও দেখিয়েছিলেন।

Netaji's picture in RRR's Sholay song

সম্প্রতি বিদেশে একটি সাক্ষাৎকারে ‘আরআরআর’ পরিচালক রাজামৌলীর সামনে ‘শোলে’ গানের এই বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি কি ইচ্ছা করে অহিংস আন্দোলনের সঙ্গে যুক্ত স্বাধীনতা সংগ্রামীদের নিজের ছবিতে দেখাননি? সেই সঙ্গেই রাজানৈতিক প্রসঙ্গও টানা হয়।

জবাবে ‘আরআরআর’ পরিচালক সাফ বলেন, ‘আমায় যে সকল গল্প ছুঁয়েছে, কাঁদিয়েছে, গর্বে আমার বুক ভরিয়েছে, তাঁদের ছবিই আমার সিনেমায় দেখিয়েছি’। সেই সঙ্গেই রাজামৌলী জানান, ‘শোলে’ গানে তিনি ৮ জনের বেশি স্বাধীনতা সংগ্রামীর ছবি ব্যবহার করতে পারতেন না। সেই জন্য ভারতমাতার হাতেগোনা কয়েকজন ‘বীরপুত্র’কেই দেখাতে পেরেছেন তিনি।

SS Rajamouli on using Netaji's picture in Sholay song

রাজামৌলী বলেন, ‘আমি যাদের সম্মান করি তাঁদের দেখাতে গেলে আমার একটি ঘর লাগবে। কিন্তু তাঁদের না দেখালে একেবারেই এটা নয় আমি তাঁদের অসম্মান করি। গান্ধীজিকে আমি অগাধ শ্রদ্ধা করি। এই বিষয়ে কোনও সন্দেহ নেই’।

রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ সম্প্রতি বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে। সেরা অরিজিনাল গান হিসেবে অস্কারে মনোনীত হয়েছে। সেই সঙ্গেই ‘আরআরআর’এর ‘নাটু নাটু’ গানটি গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে। সকল ভারতবাসী এখন আপাতত ‘আরআরআর’এর অস্কার জয়ের আশায় বুক বেঁধেছেন। এবার দেখা যাক, রাজামৌলীর ছবি গোল্ডেন গ্লোবের পর অস্কার জিতে দেশের নাম ফের একবার বিশ্বদরবারে উজ্জ্বল কররে পারে কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥