সোশাল মিডিয়াতে শাহরুখপুত্রে (Shahrukh Khan) আরিয়ান খানের (Aryan Khan) মাদককাণ্ডে ধরা পড়ার পর থেকেই আলোচনার শেষ নেই। তবে যতই হোক প্রিয় অভিনেতা বলে কথা। তাই কঠিন সময়েও হাত ছাড়তে নারাজ শাহরুখ ভক্তরা। সম্প্রতি মেহনতি মানুষদের প্রতীক মুষ্টিবদ্ধ হাতকেই প্রতিবাদের অস্ত্র করে নীল SRK ভক্তরা।
বিগত ৩রা অক্টবর থেকেই NCB হেফাজতে রয়েছে আরিয়ান খান। বিলাসবহুল প্রমোদতরীতে মাদক নেবার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরিয়ান। নিজে স্বীকারও করেছেন মাদক সেবনের কথা। তারপরেই NCB হেফাজতে নিয়েছে তাকে। গ্রেফতারির খবর শুনে বিদেশের শুটিং ক্যানসেল করে ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন বাবা শাহরুখ। তবে বেশ কিছুদিন পেরিয়ে গমেলেনি জামিন।
দেশ থেকে বিদেশ বলিউডের দৌলতে শাহরুখ খানের ভক্তের সংখ্যা অগণিত। এবার সেই ভক্তরাই অভিনেতার এমন কঠিন সময়ে পাশে দাঁড়ালেন। শাহরুখ খানের সমর্থনে মুষ্ঠিবদ্ধ হাতের প্রতিবাদী ছবিকেই ডিপি করতে শুরু করেছে ভক্তগণেরা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও সমর্থন জানিয়েছে খান পরিবারকে। অভিনব এই প্রতিবাদী পন্থা ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে।
We stand with #AryanKhan pic.twitter.com/5WHiFiEqmc
— WAJAHAT (@iamwajahat_555) October 5, 2021
অবশ্য ডিজিটাল প্রতিবাদের আগে, গত মঙ্গলবারই শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মন্নতের সামনে ভক্তদের ভিড় দেখা গিয়েছিল। প্ল্যাকার্ট আর পোস্টের হাতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। যাতে লেখা ছিল, আমরা তোমার সাথে আছি কিং খান। নিজের খেয়াল রেখো।