পুষ্পা জ্বরে কাঁপছে গোটা দেশ। আল্লু অর্জুনের ছবি পুষ্পার সব গানই তুমুল জনপ্রিয় হয়েছে। শুধু গানই বা বলছি কেন আল্লু অর্জুনের এই সিনেমার গান, সংলাপ, দৃশ্য, নায়কের হাঁটার স্টাইল সবই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। শুধু দক্ষিণ ভারতে নয় গোটা দেশেই এই ছবি চলছে রমরমিয়ে।
বর্তমানে যে সমস্ত গান ট্রেন্ডিংয়ে চলছে তার মধ্যে অন্যতম পুষ্পা ছবির গান গুলো। ফেসবুক থেকে ইউটিউব সর্বত্রই চলছে পুষ্পা ছবির ‘শ্রীভল্লি’ (srivalli) গানটি। ইতিমধ্যেই এই গানে তৈরি হয়েছে হাজার হাজার রিল ভিডিও। গানের সুরে প্যারোডিও গেয়েছেন অনেকে। এই গানে কোমর দুলিয়েছেন দেশের একাধিক তারকা থেকে খেলোয়াড়রাও।
এই ছবির আসল গানটি লিখেছেন চন্দ্রবোস, এবং গেয়েছেন শ্রীরাম। সঙ্গীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। গানের হিন্দি সংস্করণ গেয়েছেন জাভেদ আলি। সব মিলিয়ে এই গানের সুর, কথা, নাচের স্টেপ সবই বেজায় পছন্দ হয়েছে।
তবে সম্প্রতি এই গানের ইংরেজি ভার্সন শুনে অবাক শ্রোতারা। এমা হিস্টারস (Emma Heesters) নামক একজন ওলন্দাজ গায়িকা শ্রীভল্লি গানের ইংরেজি সংস্করণ গেয়েছেন যা রাতারাতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই গানটিও তুমুল পছন্দ করেছেন শ্রোতারা।
সম্প্রতি সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ এমার বানানো শ্রীভল্লির ইংরেজি ভার্সন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানান, “খুব ভালো লাগল”। সিড শ্রীরামকে ট্যাগ করে তিনি লেখেন, ‘ভাই, রেকর্ডিংয়ের সময় তোমাকে বলেছিলাম মজা করেই একটা ইংরেজি সংস্করণ তৈরি করি, কিন্তু এটা তো ভীষণ সুন্দর।’ এই প্রথম নয় এর আগেও বিভিন্ন হিন্দি গানের ইংরেজি ভার্সন গেয়ে তাক লাগিয়েছেন এমা।