• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়ে প্রতিবারেই জিতেছেন দর্শকদের মন, ‘লালকুঠি’ শেষ হতেই নতুন অবতারে শ্রীতমা

Published on:

শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,ঝিলিক,Jhilik,নতুন সিরিয়াল,New Serial,সোহাগ জল,Sohag Jol

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। যদিও তার নাম শুনলে সবার প্রথমেই দর্শকদের মনে পড়ে যায় ছোট পর্দার ঝিলিকের কথা। সেই ঝিলিক (Jhilik) যে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’ ধারাবাহিকে বড় বেলার ঝিলিকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

সদ্য টিভির পর্দায় শেষ হয়েছে শ্রীতমা অভিনীত জী বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’।সেই শুরু এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শ্রীতমাকে। তারপর একে একে তিনি অভিনয় করেছেন ‘দেবী চৌধুরানী’, ‘ইচ্ছে নদী’,’প্রথমা কাদম্বিনী‘,বীণাপাণি’ সহ একাধিক ধারাবাহিকে। তবে বেশিরভাগ চরিত্রই ছিল পার্শ্বচরিত্র।

শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,ঝিলিক,Jhilik,নতুন সিরিয়াল,New Serial,সোহাগ জল,Sohag Jol

তবে পার্শ্বচরিত্র হলেও একসময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল ইচ্ছে যদি সিরিয়ালে শ্রীতমা অভিনীত তিতির চরিত্রটি। তবে বহুদিন হয়ে গেল মুখ্য চরিত্রে দেখা মিলেছে না তাঁর। আসলে ইদানিং অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি। আর রাজনীতিতে ব্যস্ত থাকার দরুণ মাঝে বেশ কিছুদিন অভিনয় থেকে লম্বা ব্রেক নিয়েছিলেন অভিনেত্রী।

শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,ঝিলিক,Jhilik,নতুন সিরিয়াল,New Serial,সোহাগ জল,Sohag Jol

পরবর্তীতে তিনি কামব্যাক করেন  ‘বসন্ত বিলাস মেসবাড়ি’, এবং ‘লালকুঠি’ ধারাবাহিকে। সদ্য লালকুঠি শেষ হতে না হতেই নতুন সিরিয়াল (New Serial) ‘সোহাগ জল’ (Sohag Jol)-এর শুটিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শ্রীতমা। আজ থেকেই টিভির পর্দায় শুরু হতে চলেছে এই সিরিয়াল। যা আজ থেকেই  সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়।

শ্রীতমা ভট্টাচার্য,Sritama Bhattacharjee,ঝিলিক,Jhilik,নতুন সিরিয়াল,New Serial,সোহাগ জল,Sohag Jol

প্রসঙ্গত এই নতুন সিরিয়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা। ধারাবাহিকে নায়ক নায়িকার  চরিত্রে রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা  এবং অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। প্রসঙ্গত গতকাল এই সিরিয়ালের গোটা টিম এসেছিল দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। সেখানেই এদিন শ্রীতমা জানান সিরিয়ালের নায়ক হানি বাফনার সাথে এই নিয়ে পরপর তিনটি সিরিয়ালে কাজ করছেন তিনি।

এদিন দিদির মঞ্চে একবাক্যে সবাই জানান হাতে মোবাইল মোবাইল নিয়ে টেপাটেপি করতে এক্সপার্ট শ্রীতমা। সারাক্ষণ তিনি মোবাইল নিয়ে ব্যাস থাকেন। তাই মজা করে সবাই বলতে থাকেন বাজার রাউন্ডে সবার আগে বাজার টিপতে পারবেন শ্রীতমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥