• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিচালকের সাথে ঝামেলার জেরে কাজ খোয়ালেন শোলাঙ্কি! বড়সড় সুযোগ পেলেন ‘মন ফাগুন’র সৃজলা

Published on:

Solanki Roy replaced by Srijla Guha in Upcoming Hoichoi Web Series by Rahool Mukherjee

গত মাসেই স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora) ছেড়েছেন টেলি অভিনেত্রী শোলাঙ্কি রায় (Solanki Roy)। প্রায় দেড় বছর খড়ি চরিত্রে অভিনয় করার পর সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর শরীর বিশেষ ভালো যাচ্ছে না। তাই কয়েকটা দিন একটু বিশ্রামে থাকতে চান। সিরিয়াল ছাড়লেও অবশ্য শোলাঙ্কির হাতে কাজের অভাব ছিল না।

শোনা গিয়েছিল, ‘গাঁটছড়া’ ছাড়ার পর ওয়েব দুনিয়ায় (Web Series) কাজ করতে চলেছেন শোলাঙ্কি। নায়িকা হিসেবে দেখা যাবে ‘বল্লভপুরের রূপকথা’ খ্যাত অভিনেতা সত্যম ভট্টাচার্যকে। পরিচালনার দায়িত্ব স্মাওলাবেন ‘দিলখুশ’, ‘কিশমিশ’ খ্যাত পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। পর্দার ‘খড়ি’র নতুন কাজের খবর শুনে প্রচণ্ড খুশি হয়েছিল তাঁর অনুরাগীরাও।

Solanki Roy, Solanki Roy web series

জানা গিয়েছিল, শোলাঙ্কি-সত্যমের এই সিরিজ জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে (Hoichoi) আসতে  চলেছে। তবে সম্প্রতি ওটিটি প্লে’র একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পরিচালকের সঙ্গে বিবাহ হয়েছে শোলাঙ্কির। সেই জন্য এই সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।

শোলাঙ্কি বাদ পড়ার পর সেই সিরিজে কাজের সুযোগ পেয়েছেন স্টার জলসারই আর এক জনপ্রিয় নায়িকা। তিনি হলেন ‘মন ফাগুন’র পিহু তথা অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha)। স্টার জলসার এই সিরিজের পর নতুন কোনও প্রোজেক্টে দেখা যায়নি সৃজলাকে। অনেকদিন ধরেই অভিনেত্রীর অনুরাগীরা তাঁর কামব্যাকের অপেক্ষা করছিলেন, অবশেষে চলে এল সেই দিন।

Solanki Roy and Srijla Guha, Solanki Roy web series

সত্যম-সৃজলা ছাড়াও রাহুল মুখোপাধ্যায়ের এই সিরিজে অভিনয় করছেন বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির আরও বহু তারকা। পরাণ বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, চান্দ্রেয়ী ঘোষের মতো তারকাদের দেখা যাবে এই সিরিজে। সকলে শ্যুটিংও শুরু করে দিয়েছেন। তবে মাঝখানে পরাণবাবু অসুস্থ হয়ে পড়ায় আপাতত শ্যুটিং বন্ধ আছে।

অপরদিকে সিরিজের কাজ হারালেও শোলাঙ্কির হাত কিন্তু এখন ফাঁকা নেই। অভিনেত্রী এই মুহূর্তে তাঁর আগামী ছবি ‘শহরে উষ্ণতম দিনে’ রিলিজের প্রস্তুতি নিচ্ছেন। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের পর এই ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে বিক্রম-শোলাঙ্কিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥