বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সৃজলা গুহ (Srijla Guha)। প্রথম সিরিয়াল মন ফাগুন (Monphagun)-এর হাত ধরেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। প্রথম সিরিয়াল থেকেই হয়ে উঠেছিলেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। তবে কিছুদিন আগেই টিভির পর্দা শেষ হয়েছে মনফাগুন।
সেই থেকে অভিনেত্রীকে আরো একবার পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার অসংখ্য অনুরাগী। প্রসঙ্গত সিরিয়াল শেষ হতেই কিছুদিন আগেই প্রকাশিত পেয়েছে সৃজলার লেখা বই ‘ফরএভার জানুয়ারি’। অভিনয়ের পাশাপাশি তিনি যে ভালো লিখতে পারেন একথা জানা গিয়েছে কিছুদিন আগেই। তবে শুধু অভিনয় কিংবা লেখালেখি নয় বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেত্রীর রয়েছে আরো একটি বিশেষ প্রতিভা।
তা হল তার নাচ। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের মঞ্চে বেলি ড্যান্স করে আগেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন সৃজলা। সে সময় নেটিজেনদের একাংশ তাকে নাম দিয়েছিলেন ‘বাংলার নোরা ফতেহি’।অনেকে এও বলেন বলিউডের নোরা ফতেহিকে নকল করেন ছোট পর্দার পিহু।
প্রসঙ্গত কিছুদিন আগেই স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে এসেছিলেন সৃজলা। সেখানে তার বেলি ডান্স দেখে হাততালি আর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দেব,রুক্মিনী বং মনামী। এই পর্বের পরেও আবার সৃজলাকে বাংলার নোরা ফতেহি বলে মন্তব্য করা হয়। এপ্রসঙ্গে এতদিন মুখ না খুললেও সম্প্রতি এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনে মুখ খুলেছিলেন অভিনেত্রী।
এপ্রসঙ্গে সৃজলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই ছোটবেলা থেকেই নাচের প্রতি ভালোবাসা রয়েছে তার। অভিনেত্রীর সংযোজন ‘আমার নিন্দুকরা অনেকেই আমার অনুষ্ঠান দেখে বলেন নোরা ফতেহিকে নাকি আমি নকল করি। নোরা বিখ্যাত হওয়ার আগে থেকে আমি বেলি ডান্স করি। সবার ধারণা ঠিক নয়।’ জানা যায় আজ থেকে ১০ বছর আগে সৃজলা দুবাইয়ের এক নৃত্যশিল্পীর থেকে বেলি ডান্সের প্রশিক্ষণ নিয়েছিলেন।