স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘মন ফাগুন’ (Mon Phagun)। টানা এক বছর চলার পর ইতি পড়েছিল ঋষি-পিহুর যাত্রায়। যদিও ধারাবাহিক শেষের পরেও দর্শকমহলে ‘মন ফাগুন’এর জনপ্রিয়তা কমেনি। বরং অনেকদিন ধরেই শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহকে নিয়ে ‘মন ফাগুন ২’ (Mon Phagun 2) শুরুর দাবি জানাচ্ছিলেন তাঁরা। অবশেষে দর্শকদের সেই আবদার সত্যি হতে চলেছে!
ঋষি-পিহুর ধারাবাহিকের টিআরপি শুরু থেকেই বেশ ভালো ছিল। কিন্তু তা সত্ত্বেও এক বছর চলতে না চলতেই শেষ হয়ে যায় সেই সিরিয়াল। ‘মাধবীলতা’ এসে স্থান নিয়ে নেয় এই ধারাবাহিকের। তবে সিরিয়াল শেষ হয়ে গেলেও শন (Sean Banerjee) এবং সৃজলার (Srijla Guha) জুটি কিন্তু দর্শকদের মন থেকে মুছে যায়নি। সেই জন্য এতদিন ধরে ‘মন ফাগুন ২’র জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। অবশেষে এই নিয়ে মুখ খুললেন সৃজলা নিজে ও রুশা অভিনেত্রী গীতশ্রী রায় (Geetashree Roy)।
‘মন ফাগুন’এর নিয়মিত দর্শকরা জানেন, গীতশ্রী এই সিরিয়ালে পিহুর দিদির চরিত্রে অভিনয় করেছিলেন। পর্দার মতোই বাস্তবেও দুই অভিনেত্রীর দারুণ সম্পর্ক। সোশ্যাল মিডিয়া ঘাঁটলেই সেকথা বুঝে নেওয়া যায়। সম্প্রতি এমনই একটি ভিডিওয় সৃজলা ও গীতশ্রী ‘মন ফাগুন ২’ নিয়ে আপডেট দিয়েছেন।
পর্দার রুশার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে মাঝেমধ্যেই নানান ধরণের ভ্লগ শেয়ার করেন তিনি। সম্প্রতি গীতশ্রী ও রুশা ছোটখাটো একটি আউটিংয়ে গিয়েছিলেন। সেই ভিডিও ইউটিউবে শেয়ার করে গীতশ্রী ক্যাপশনে লিখেছেন, ‘মন ফাগুন পার্ট ২’। এরপর থেকেই দর্শকমহলে ‘মন ফাগুন ২’ নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছে।
এমনিতেই সাম্প্রতিক অতীতে একাধিক ধারাবাহিকে পুরনো জুটিদের প্রত্যাবর্তন হয়েছে। ‘কৃষ্ণকলি’ খ্যাত নীল-তিয়াশা, ‘খড়কুটো’ খ্যাত কৌশিক-তৃণাকে এখন যথাক্রমে ‘বাংলা মিডিয়াম’ এবং ‘বালিঝড়’এ দেখতে পাচ্ছেন দর্শকরা। তাই ’পিহুরাজ’ অনুরাগীদের জল্পনা, ‘মন ফাগুন ২’র হাত ধরে পর্দায় ফিরবে শন- সৃজলার জুটিও।
আসলে ‘মন ফাগুন’ এমনভাবে শেষ হয়েছিল যেখান থেকে দ্বিতীয় সিজন আসার আভাস পাওয়া গিয়েছিল। তখন থেকেই দর্শকদের মধ্যে ‘মন ফাগুন ২’র জল্পনা চলছে। এবার গীতশ্রী ও সৃজলার ভিডিও দেখার পর থেকে সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার দেখা যায়, ‘পিহুরাজ’ অনুরাগীদের এই আকাঙ্ক্ষা পূরণ হয় কিনা।